পুঁজিবাজারে ৬ ক্ষুদ্র ও মাঝারি প্রতিষ্ঠানের লেনদেন শুরু

  • সিনিয়র করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

পুঁজিবাজারে ৬ ক্ষুদ্র ও মাঝারি প্রতিষ্ঠানের লেনদেন শুরু

পুঁজিবাজারে ৬ ক্ষুদ্র ও মাঝারি প্রতিষ্ঠানের লেনদেন শুরু

পুঁজিবাজারে ৬টি ক্ষুদ্র ও মাঝারি প্রতিষ্ঠানের লেনদেন শুরু হয়েছে। প্রতিষ্ঠানগুলো হলো, ওরাইজা অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ, মাস্টার ফিড অ্যাগ্রো টেক, এপেক্স উইভিং অ্যান্ড ফিনিশিং মিলস লিমিটেড, ওয়ান্ডারল্যান্ড টয়েস লিমিটেড, হিমাদ্রী লিমিটেড ও বেঙ্গল বিস্কুট লিমিটেড।

বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জ-ডিএসই’র চেয়ারম্যান মো. ইউনুসুর রহমানের সভাপতিত্বে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন-বিএসইসি’র কমিশনার ড. মিজানুর রহমান, বিশেষ অতিথি ছিলেন এসএমই ফাউন্ডেশনের চেয়ারপার্সন অধ্যাপক ড. মো. মাসুদুর রহমান।

বিজ্ঞাপন

প্রধান অতিথির বক্তব্যে বিএসইসি’র কমিশনার ড. মিজানুর রহমান বলেন, দেশের অর্থনীতির আকার গত দশ বছরে ৬৩% বেড়েছে, যাতে সবচেয়ে বেশি অবদান এসএমই খাতের। তবে এসএমই খাতকে এগিয়ে নিতে এসএমই প্রতিষ্ঠানগুলোর আর্থিক বিবরণীর স্বচ্ছতা ও সুশাসন নিশ্চিত করতে হবে। সেই সাথে যত দ্রুত সম্ভব ডিএসই-এসএমই প্ল্যাটফর্মে লেনদেনের রিয়েলটাইম ড্যাশবোর্ড তৈরিরও পরামর্শ দেন তিনি।

এসএমই ফাউন্ডেশনের চেয়ারপার্সন অধ্যাপক ড. মো. মাসুদুর রহমান বলেন, এসএমই প্রতিষ্ঠানগুলো বছরে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান থেকে ১ লাখ ৮০ হাজার কোটি টাকার মত ঋণ পেলেও প্রকৃত চাহিদা ৪ গুণ বেশি। ফলে তাদেরকে বেশি ব্যয়ে ক্ষুদ্র ঋণের মাধ্যমে মূলধন সংগ্রহ করতে হয়, যা ব্যবসার খরচ বাড়িয়ে দেয়। তাই কম খরচে দীর্ঘমেয়াদি মূলধন সংগ্রহের লক্ষ্যে নিজেদের ব্যবসা প্রতিষ্ঠানের কাগজপত্র তৈরি, হিসাব ঠিক রাখা, ব্যাংকের মাধ্যমে ব্যবসায়িক লেনদেন ইত্যাদি কার্যক্রমের মাধ্যমে নিজেদেরকে পুঁজিবাজারের জন্য তৈরি করতে এসএমই প্রতিষ্ঠানগুলো এগিয়ে আসতে হবে।

বিজ্ঞাপন

এসএমই ফাউন্ডেশন ও ঢাকা স্টক এক্সচেঞ্জের মধ্যে স্বাক্ষরিত ৩ বছর মেয়াদি সমঝোতা স্মারক অনুযায়ী দেশের এসএমই খাতের উন্নয়নে এসএমই ফাউন্ডেশন এবং ঢাকা স্টক এক্সচেঞ্জ যৌথভাবে নিরূপ কর্মসূচিসমূহ পরিচালনা করবে।

>> এসএমই খাতের উন্নয়নে যৌথ গবেষণা পরিচালনা ও পারস্পরিক অভিজ্ঞতা বিনিময়।
>> পুঁজিবাজার থেকে মূলধন উত্তোলনের বিষয়ে এসএমই উদ্যোক্তাদের অবহিতকরণের উদ্দেশ্যে যৌথ প্রচারণা।
>> পুঁজিবাজার থেকে মূলধন উত্তোলনে এসএমই উদ্যোক্তাদের সহযোগিতার উদ্দেশ্যে যৌথ উদ্যোগে সভা, সেমিনার, প্রশিক্ষণ কর্মশালা ইত্যাদি আয়োজন।
>> এসএমই ফাউন্ডেশন পুঁজিবাজার থেকে মূলধন উত্তোলনে আগ্রহী ও যোগ্য উদ্যোক্তাদের তালিকা সরবরাহ করবে।
>> এসএমই খাতের উন্নয়নে পারস্পরিক জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময়।
>> সবুজ অর্থনীতি বা পরিবেশবান্ধব শিল্পায়নের জন্য পারস্পরিক জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময়।
>> এসএমই ফাউন্ডেশন এসএমই উদ্যোক্তাদের পণ্য বাজারজাতকরণে ধারণা প্রদান করবে এবং উভয় পক্ষ প্রযুক্তি উন্নয়ন বিষয়ে পারস্পরিক তথ্য বিনিময় করবে।