এবি ব্যাংক থেকে গ্রাহকের ২০ লাখ টাকার এফডিআর গায়েব



সেরাজুল ইসলাম সিরাজ, স্পেশাল করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
এবি ব্যাংক

এবি ব্যাংক

  • Font increase
  • Font Decrease

অনেকের মতোই তিলে তিলে জমানো সঞ্চয় ব্যাংকে রেখে নির্ভার থাকতে চেয়েছিলেন কাজী কাকলী কালাম। এ জন্য এবি ব্যাংকে (আরব বাংলাদেশ ব্যাংক) টঙ্গী শাখায় এফডিআর (ফিক্সড ডিপোজিট রিসিপ্ট) করেছিলেন।

টাকা তুলতে গিয়ে যা জানতে পেলেন তাতে তার চোখ কপালে ওঠার অবস্থা। ব্যাংক কর্তৃপক্ষ তার পুরো ২০ লাখ টাকা হাপিস করে দিয়েছে। প্রথম প্রথম পাত্তাই দিতে চাচ্ছিলেন না শাখা ম্যানেজার। পরে পরিস্থিতি বেগতিক দেখে গ্রাহককে টাকা ফেরত দেওয়ার প্রতিশ্রুতি দেন। গ্রাহকের আস্থা অর্জণের জন্য এক সপ্তাহ পরের তারিখ দিয়ে একটি চেক দিয়ে রাখেন। সেই চেকের টাকা তুলতে গেলে বাউন্স করেছে।

গ্রাহক কাকলী কালামের স্বামী আবুল কালাম বার্তা২৪.কমকে বলেন, ১০ লাখ করে দু’টি এফডিআর ছিল। গত আগস্ট মাসের ২০তারিখে টাকা তুলতে গিয়ে দেখি এফডিআর দু’টি ভেঙ্গে ফেলা হয়েছে। আর টাকাটা তুলে নিয়েছেন শাখা ম্যানেজার মাহমুদুল হাসান।

শাখা ম্যানেজারের সঙ্গে কথা বলতে গেলে প্রথমে পাত্তাই দিতে চাচ্ছিলেন না। পরে যখন বিভিন্ন জায়গা থেকে ফোন করাই তখন বাধ্য হয়ে টাকা আত্মসাতের কথা স্বীকার করেন। টাকা দেওয়ার জন্য ম্যানেজার তার ব্যাক্তিগত একাউন্টের একটি চেক দেন। ৫দিন পরে টাকা উত্তোলন করার অনুরোধ করেন। যথারীতি টাকা তুলতে গেলে এবি ব্যাংকের সেই চেকটি বাউন্স করে। এরপর ২৮ আগস্ট অগ্রণী ব্যাংকের একটি শাখায় জমা দিলেও চেকটি বাউন্স করেছে। এরপর ম্যানেজারের কাছে টাকার জন্য চাপ দিলে ১২ অক্টোবর দেওয়ার প্রতিশ্রুতি দেন। তারপর থেকেই টালবাহানা করে যাচ্ছেন। টাকা পাওয়া নিয়ে ভীষণ শঙ্কার মধ্যে রয়েছি।

তিনি বলেন, এ রকম একটি ব্যাংক যদি গ্রাহকের টাকা হাওয়া করে দেয় তাহলে যাবো কোথায়। ব্যাংককে যদি বিশ্বাস করতে না পারি তাহলে বিশ্বাস করবো কাকে। মানুষের ইমোশনের বিষয়টি ব্যবহার করার জন্য নামের আগে সুন্দর করে আরব শব্দে জুড়ে নিয়েছেন। কোন ব্যাংক এমন জালিয়াতি করতে পারে আমার বিশ্বাসই হতে চাচ্ছে না। আমার এফডিআর ভাঙ্গা হলো, আমার স্বাক্ষর ছাড়াই, এটা ব্যাংক না অন্য কিছু।

এ বিষয়ে ম্যানেজার মাহমুদুল হাসানের সঙ্গে যোগাযোগ করলে বার্তা২৪.কমকে বলেন, বিষয়টি আমাদের হেড অফিস দেখছেন, আমাকে কোন কথা বলতে নিষেধ করা হয়েছে। আমি এ বিষয়ে কোন মন্তব্য করতে পারবো না।

টঙ্গী শাখা ম্যানেজারের কাছে প্রশ্ন ছিল, অভিযোগ তো আপনার বিরুদ্ধে। গ্রাহক দাবি করেছে, আপনি তাদের ২০ লাখ টাকার এফডিআর আত্মসাৎ করেছেন। জবাবে ম্যানেজার বলেন, বিষয়টি আসলে তেমন না, গ্রাহকের অনুমতি সাপেক্ষেই টাকাটি একটি জায়গায় বিনিয়োগ করা হয়েছে।

পাল্টা প্রশ্ন ছিল, গ্রাহক অভিযোগ করছে কেনো, আর আপনিই বা নিজের একাউন্টের চেক দিতে গেলেন কেনো? এমন প্রশ্নের জবাবে বলেন, আমি আপনাকে আগেই বলেছি বিষয়টি হেড অফিস দেখছেন, আপনি হেড অফিসে যোগাযোগ করেন তারা ভালো বলতে পারবে।

এবি ব্যাংকের ডিএমডি কেএম মহিউদ্দিন আহমেদ বার্তা২৪.কমকে বলেন, আমি বিষয়টি ভালো জানি না, ফাইন্যান্স বিভাগ দেখি। এখন (২৪ অক্টোবর সন্ধ্যা ৬টা) যেহেতু ব্যাংক বন্ধ হয়ে গেছে, আমাকে সময় দেন আমি খবর নিয়ে আপনাকে জানানোর চেষ্টা করবো।

মঙ্গলবার (২৫ অক্টোবর) সকাল ৯টায় কেএম মহিউদ্দিনকে ফোন দিলে ‘একই মন্তব্য করে’ তিনি  বলেন, খোঁজ নিয়ে জানাব। 

ব্যাংক সংশ্লিষ্ট একটি সূত্র নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছেন, এবি ব্যাংকের টপ ম্যানেজমেন্ট এসব ঘটনার সঙ্গে জড়িত। তাদের পরামর্শেই এমন ঘটনা ঘটেছে। যদি নাই হবে, তাহলে ম্যানেজার এখনও বহাল থাকে কি করে।

সূত্রটি দাবি করেছে, কাকলী কালাম ব্যাংকে গিয়ে জানতে পেরেছেন, আরও অনেক ঘটনা রয়েছে ভেতরে। মালিক পক্ষের যোগসাজসেই অনেকের টাকা আত্মসাৎ করা হয়েছে। নিজের দিকের স্টাফরা হুকুমের গোলাম মাত্র।

ইসলামী ব্যাংকের শরী‘আহ সুপারভাইজরি কমিটির সভা অনুষ্ঠিত



নিউজ ডেস্ক, বার্তা২৪.কম, ঢাকা
ইসলামী ব্যাংকের শরী‘আহ সুপারভাইজরি কমিটির সভা অনুষ্ঠিত

ইসলামী ব্যাংকের শরী‘আহ সুপারভাইজরি কমিটির সভা অনুষ্ঠিত

  • Font increase
  • Font Decrease

ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড-এর শরী‘আহ সুপারভাইজরি কমিটির সভা ৮ জুন ২০২৩, বৃহস্পতিবার ভার্চুয়াল প্লাটফর্মে অনুষ্ঠিত হয়। ব্যাংকের শরী‘আহ সুপারভাইজরি কমিটির চেয়ারম্যান প্রফেসর ড. মুহাম্মদ গিয়াস উদ্দিন তালুকদার এতে সভাপতিত্ব করেন।

ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মুহাম্মদ মুনিরুল মওলা, কমিটির ভাইস চেয়ারম্যান মুফতি ছাঈদ আহমদ ও সদস্য সচিব প্রফেসর ড. মুহাম্মদ আব্দুস সামাদ ও অন্যান্য সদস্যবৃন্দ সভায় উপস্থিত ছিলেন।

;

আজ থেকে সোনার ভরি ৯৮, ৪৪৪ টাকা



স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

দেশের বাজারে সোনার দাম ভরিতে সর্বোচ্চ ১ হাজার ৭৪৯ টাকা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি। এতে ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম পড়বে ৯৮ হাজার ৪৪৪ টাকা। নতুন দর আজ বৃহস্পতিবার থেকে কার্যকর হবে।

বাংলাদেশ জুয়েলার্স সমিতি এক সংবাদ বিজ্ঞপ্তিতে সোনার দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে। এর আগে গত ২৯ মে সোনার দাম ভরিতে ১ হাজার ৭৪৯ টাকা কমিয়েছিল জুয়েলার্স সমিতি।

দাম বাড়ায় বৃহস্পতিবার (৮ জুন) থেকে হলমার্ক করা ২২ ক্যারেট সোনার দাম প্রতি ভরি ৯৮ হাজার ৪৪৪ টাকা, ২১ ক্যারেট ৯৩ হাজার ৯৫৪ টাকা, ১৮ ক্যারেট ৮০ হাজার ৫৪০ টাকা ও সনাতন পদ্ধতির সোনা বিক্রি হবে ৬৭ হাজার ১২৬ টাকায়।

বুধবার (৭ জুন) পর্যন্ত হলমার্ক করা ২২ ক্যারেট সোনার ভরি ৯৬ হাজার ৬৯৫ টাকা, ২১ ক্যারেট ৯২ হাজার ৩২১ টাকা, ১৮ ক্যারেট ৭৯ হাজার ১৪০ টাকা ও সনাতন পদ্ধতির সোনা ৬৫ হাজার ৯৬০ টাকায় বিক্রি হয়েছে।

সোনার দাম বাড়লে অপরিবর্তিত রয়েছে রুপার দাম। ২২ ক্যারেটের এক ভরি রুপার ১ হাজার ৭১৫ টাকা, ২১ ক্যারেট ১ হাজার ৬৩৩ টাকা, ১৮ ক্যারেট ১ হাজার ৪০০ টাকা এবং সনাতন পদ্ধতির রুপা ১ হাজার ৫০ টাকা ভরি বিক্রি হচ্ছে।

;

নিয়োগ দিতে আর সনদ চায় না নগদ



নিউজ ডেস্ক, বার্তা২৪.কম, ঢাকা
চলচ্চিত্র নির্মাণের স্বপ্ন নিয়ে বড় হয়ে উঠেছেন আলিফ আহমেদ

চলচ্চিত্র নির্মাণের স্বপ্ন নিয়ে বড় হয়ে উঠেছেন আলিফ আহমেদ

  • Font increase
  • Font Decrease

চলচ্চিত্র নির্মাণের স্বপ্ন নিয়ে বড় হয়ে উঠেছেন আলিফ আহমেদ। একটা সময় বুঝতে পারলেন, চলচ্চিত্র বানানোর স্বপ্ন দেখার পাশাপাশি চাকরি করে স্বপ্নটাকে এগিয়ে নিতে হবে। যতক্ষণে এই উপলব্ধি হলো ততদিনে প্রথাগত পড়াশোনায় অনেকটাই পিছিয়ে পড়েন তিনি। এদিকে অন্তত স্নাতক শেষ না করে ভালো চাকরির প্রত্যাশাও করতে পারছিলেন না।

অনেকটা হতাশ হয়ে পড়া আলিফের সামনে চাকরির দুয়ারটা খুলে দিল মোবাইল ফোনে আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান নগদ। প্রতিষ্ঠানটিতে সিনিয়র এক্সিকিউটিভ হিসেবে যোগ দিয়েছেন আলিফ। আর এখানে নিজের পছন্দের ভিডিও কন্টেন্ট তৈরির কাজই করছেন তিনি।

প্রতিষ্ঠানটির নানান ধরনের ভিডিও কন্টেন্টের পরিকল্পনা করা, ভিডিও ধারণ, এডিটিংসহ সংশ্লিষ্ট কাজগুলোই করছেন আলিফ। ফলে চাকরিটাকে আর চাকরি মনে হচ্ছে না তার কাছে। বরং আলিফ যেন নিজের স্বপ্নের দুনিয়াতেই হাঁটছেন। আলিফের মতোই যারা ভালোবাসার কাজটাকে পেশা হিসেবে নিতে চান, তাদের জন্য কাজ করার সেরা জায়গা নগদ।

ফেসবুক, লিংকডইন, অ্যাপল, ডেল, আইবিএম বা টেসলার মতো প্রতিষ্ঠানে চাকরি পেতে এখন আর প্রথাগত সনদপত্রের প্রয়োজন নেই। কেবল সংশ্লিষ্ট খাতে দক্ষতা থাকলেই স্কিল টেস্ট দিয়ে এসব প্রতিষ্ঠানে উচ্চ বেতনে চাকরি মিলছে। প্রতিবেশি ভারতেও এমন ঢের উদাহরণ আছে। তবে বাংলাদেশে এই রেওয়াজ সবে শুরু হল নগদের হাত ধরে।

আইবিএম-এ কর্মী খোঁজার এই প্রক্রিয়া ‘নিউ কলার’ নামে পরিচিত। ২০১৬ সালে তারা এই প্রক্রিয়ায় প্রথম কর্মী খোঁজা শুরু করে। ২০২১ সালে আমেরিকায় তাদের নিয়োগ করা কর্মীদের অর্ধেক নিয়োগে স্নাতক বাদ দিয়েছে।

সর্বনিম্ন থেকে সর্বোচ্চ পদ পর্যন্ত চাকরি পেতে শিক্ষা সনদকে আর প্রাধান্য দেওয়া হবে না- এ বছর মার্চে এমন সিদ্ধান্ত নেয় নগদ। একজন চাকরিপ্রার্থীর দক্ষতা-যোগ্যতাই বরং নিয়োগের ক্ষেত্রে বেশি গুরুত্ব পাবে।

এটি আসলে বড় একটা সিদ্ধান্ত ছিল- বলছিলেন প্রতিষ্ঠানটির মানবসম্পদ বিভাগের পরিচালক শাহরিয়ার সাঈদ। তিনি বলেন, কিছুদিন আগেও মনে করা হতো, স্থায়ী চাকরিতে নিয়োগ দিতে ন্যূনতম স্নাতক পাস করা প্রার্থীদেরই বিবেচনা করা উচিত। কিন্তু এখন দেখা যাচ্ছে স্নাতকের আগেই অনেকে বিভিন্ন বিষয়ে নিজেকে দক্ষ করে তুলছেন। অনেকে আবার নানান কারণে ডিগ্রি নিতে পারছে না।

‘আমরা যারা কর্মী নিয়োগ করি তাদের জন্যে দক্ষ কর্মী বাছাই করাটাই আসল। সার্টিফিকেট তো আর কাজ করে দেবে না। ফলে আমরা অনেক পুরনো চিন্তাকে ছেড়ে ফেলে নতুনের শুরু করেছি,’ বলেন শাহরিয়ার।

যুগান্তকারী এমন সিদ্ধান্ত আলিফের মতো অনেকের ভাগ্য বদলে দিতে যাচ্ছে। আলিফ বলছিলেন, আমি যে পদে যোগ দিয়েছি, সেখানে সাধারণত স্নাতক সম্পন্ন করার পরও কয়েক বছরের অভিজ্ঞতা লাগে। আমি নিজের যেমন, গত দশ বছর ধরে এই কাজটা করছি ভালোবাসা দিয়ে। শুধু এই যোগ্যতা দিয়ে চাকরি পাওয়াটা আমার জন্য অনেক কঠিন ছিল।

চাকরির ক্ষেত্রে মূলত নির্দিষ্ট ক্ষেত্রে প্রার্থীর অভিজ্ঞতা, দক্ষতা, কাজের ধরণ-এগুলোকেই বিচার করে নগদ। দক্ষতা যাচাইয়ের জন্যে বিশেষায়িত সব বিভাগে আলাদা স্কিল টেস্টের ব্যবস্থা রয়েছে। এই স্কিল টেস্টে উত্তীর্ণ হলেই মিলছে নিয়োগপত্র।

দেশের ডিজিটাল আর্থিক সেবার ক্ষেত্রে অনেকগুলো নতুনত্বের জন্ম দেওয়া প্রতিষ্ঠানটি মনে করে শিক্ষাগত যোগ্যতা যাই হোক, কাজ জানলে নগদ তার জন্য সঠিক জায়গা।

বর্তমানে নগদে ৭৫০ জনের বেশি কর্মী কাজ করছেন। দক্ষতাকেই বলা হচ্ছে এ প্রতিষ্ঠানের জন্য শেষ কথা। শুধু দক্ষ কর্মী বাছাই-ই নয়, কর্মীদের জন্যে রঙিন সব আয়োজনও করছে প্রতিষ্ঠানটি। মাসের এক দিন ওই মাসে জন্মদিন থাকা কর্মীদের জন্য উপহার ও উৎসবের আয়োজন করার ঘটনা ইতিমধ্যে করপোরেট জগতে বেশ সাড়া ফেলেছে।

;

সোনার দাম ভরিতে ১,৭৫০ টাকা বাড়ছে



স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

দেশের বাজারে সোনার দাম আবার বাড়ছে। এবার ভরিতে বাড়ছে ১ হাজার ৭৫০ টাকা। এতে ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম দাঁড়াবে ৯৮ হাজার ৪৪৪ টাকা। নতুন দর বৃহস্পতিবার থেকে কার্যকর হবে।

বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) বুধবার (৭ জুন) এক সংবাদ বিজ্ঞপ্তিতে সোনার দাম বৃদ্ধির তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, স্থানীয় বাজারে তেজাবী সোনার (পিওর গ্লোড) দাম বেড়েছে। তাই সার্বিক পরিস্থিতি বিবেচনায় সোনার নতুন দাম নির্ধারণ করা হয়েছে।

নতুন দাম অনুসারে, ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪) সোনার দাম ৯৮ হাজার ৪৪৪ টাকা নির্ধারণ করা হয়েছে। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরির দাম পড়বে ৯৩ হাজার ৯৫৩ টাকা, ১৮ ক্যারেটের দাম ৮০ হাজার ৫৩৯ টাকা এবং সনাতন পদ্ধতির সোনার দাম পড়বে ৬৭ হাজার ১২৬ টাকা।

এর আগে গত ২৮ মে সোনার দাম কমনোর ঘোষণা দেয় বাজুস। সে সময়ে ২২ ক্যারেটের প্রতি ভরির দাম ৯৬ হাজার ৬৯৫ টাকা, ২১ ক্যারেটের ভরি ৯২ হাজার ৩২১ টাকা, ১৮ ক্যারেটের ভরি ৭৯ হাজার ১৪০ টাকা এবং সনাতন পদ্ধতির সোনার দাম নির্ধারণ করা হয়েছে ৬৫ হাজার ৯৬০ টাকা। এ দাম ২৯ মে থেকে কার্যকর হয়।

সোনার দাম বাড়লে অপরিবর্তিত রয়েছে রুপার দাম। ২২ ক্যারেটের এক ভরি রুপার ১ হাজার ৭১৫ টাকা, ২১ ক্যারেট ১ হাজার ৬৩৩ টাকা, ১৮ ক্যারেট ১ হাজার ৪০০ টাকা এবং সনাতন পদ্ধতির রুপা ১ হাজার ৫০ টাকা ভরি বিক্রি হচ্ছে।

;