টিসিবির জন্য ১০ হাজার মেট্রিক টন ডাল কিনছে সরকার
ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) জন্য ৯৫ কোটি ৯৭ লাখ টাকায় ১০ হাজার মেট্রিক টন মসুর ডাল কেনার অনুমোদন দিয়েছে সরকার।
বুধবার (১১ ডিসেম্বর) সচিবালয়ে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটি বৈঠকে মসুর ডাল কেনার অনুমোদন দেয়া হয়।
বৈঠক সূত্রে জানা গেছে, বাণিজ্য মন্ত্রণালয়ের প্রস্তাবের প্রেক্ষিতে টিসিবির জন্য ১০ হাজার মেট্রিক টন মসুর ডাল কেনার অনুমোদন দেয়া হয়েছে।
রাজশাহীর নাবিল নাবা ফুডস লিমিটেডের কাছ থেকে এই মসুর ডাল কেনা হবে। এই মসুর ডাল কিনতে মোট খরচ হবে ৯৫ কোটি ৯৭ লাখ টাকা। প্রতি কেজির দাম পড়বে ৯৫ টাকা ৯৭ পয়সা।
এছাড়া বৈঠকে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি), সার, ভোজ্যতেল ও জ্বালানি তেল ক্রয় অনুমোদন দিয়েছে সরকারি ক্রয় কমিটি।