জিপিএইচ ইস্পাতের সম্প্রসারিত প্ল্যান্ট পরিদর্শন করলেন অগ্রণী ব্যাংকের চেয়ারম্যান

  • সেন্ট্রাল ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

জিপিএইচ ইস্পাতের সম্প্রসারিত প্ল্যান্টে অগ্রণী ব্যাংকের চেয়ারম্যান ড. জায়েদ বখত, কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ জাহাঙ্গীর আলম ও নির্বাহী পরিচালক কামরুল ইসলাম। ছবি: সংগৃহীত

জিপিএইচ ইস্পাতের সম্প্রসারিত প্ল্যান্টে অগ্রণী ব্যাংকের চেয়ারম্যান ড. জায়েদ বখত, কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ জাহাঙ্গীর আলম ও নির্বাহী পরিচালক কামরুল ইসলাম। ছবি: সংগৃহীত

অগ্রণী ব্যাংকের চেয়ারম্যান ড. জায়েদ বখত বলেছেন, ‘বাংলাদেশে প্রথম বিশ্বের শ্রেষ্ঠ প্রযুক্তি কোয়ান্টাম আর্ক ফার্নেস মেথডে জিপিএইচ ইস্পাত একই কম্পাউন্ড এবং একই ছাদের নিচে একটি উচ্চ প্রযুক্তির স্টীল প্ল্যান্ট স্থাপন সম্পন্ন করে এনেছে, যা দেশি উদ্যোক্তাদের কাছে অনুপ্রেরণামূলক দৃষ্টান্ত হয়ে থাকবে।’

সম্প্রতি চট্টগ্রামের সীতাকুণ্ডের কুমিরা এলাকায় জিপিএইচ ইস্পাতের সম্প্রসারিত প্ল্যান্ট পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।

বিজ্ঞাপন

অগ্রণী ব্যাংকের চেয়ারম্যান কুমিরার প্রজেক্ট এলাকায় পৌঁছালে তাঁকে স্বাগত জানান জিপিএইচ ইস্পাতের ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ জাহাঙ্গীর আলম। এ সময় তিনি বলেন, দেশের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান সমূহের পর্যাপ্ত সহায়তা এই প্ল্যান্ট সম্প্রসারণের মূল উৎস। পাশাপাশি এতে দেশে নতুন কর্মসংস্থান সৃষ্টি ও আমদানি বিকল্পতা সৃষ্টি করে মূল্যবান বৈদেশিক মুদ্রা সাশ্রয় ও সরকারি কোষাগারে অধিক রাজস্ব জমা হবে।

পরিদর্শনকালে জিপিএইচ ইস্পাতের নির্বাহী পরিচালক (এফএন্ডবিডি ) কামরুল ইসলাম (এফসিএ) উপস্থিত ছিলেন। পরিদর্শন শেষে জায়েদ বখ্ত প্ল্যান্ট এলাকায় বৃক্ষ রোপণ করেন।