'অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে সোচ্চার অন্য ব্যবসায়ীরাও'

  • সিনিয়র করেসপন্ডেন্ট, ঢাকা, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

প্রাক-বাজেট আলোচনা সভায় এনবিআর চেয়ারম্যান, ছবি: বার্তা২৪

প্রাক-বাজেট আলোচনা সভায় এনবিআর চেয়ারম্যান, ছবি: বার্তা২৪

বন্ড অপব্যবহারকারী সব অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে অন্য ব্যবসায়ীরাও সোচ্চার হয়েছেন বলে জানিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মোশাররফ হোসেন ভূঁইয়া।

সোমবার (১ এপ্রিল) রাজধানীর সেগুন বাগিচায় এনবিআরের কনফারেন্স কক্ষে প্রাক-বাজেট আলোচনা শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি।

বিজ্ঞাপন

এনবিআর চেয়ারম্যান বলেন, 'বন্ড ব্যবহার করেন বিজিএমইএ, বিকেএমইএ, বিপিজিএমইএ এবং বিটিএমএ প্রায় সব সদস্যরা। ফলে এ গ্রুপগুলোর প্রায় সবারই বন্ড লাইসেন্স রয়েছে। আর তাদের মধ্যে যারা বন্ড লাইসেন্সের অপব্যবহার করে, তারা আসল না, ফটকা ব্যবসায়ী। এরা বন্ডের সুযোগ নেয়, ভ্যাট-ট্যাক্স ডিউটি না দিয়ে কাঁচামাল এনে বাজারে বিক্রি করে ব্যবসা করছে। এতে সত্যিকারের ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন। আর এতে ব্যবসায়ীরা দোষের ভাগীদার হচ্ছেন।'

তিনি বলেন, 'এই চক্রের সঙ্গে বিজিএমইএ, বিকেএমএ এবং বিটিএমএসহ কোনো সংগঠনের এতে সমর্থন নেই। আমরা নিজেরা তাদের ধরার চেষ্টা করব। পাশাপাশি পলিসি পরিবর্তন করার চেষ্টা করা হবে। এক্সপোর্ট ছাড়া কোনো বন্ড হবে না।'

পাশাপাশি ইউপি অর্থাৎ প্রাপ্ততা যাদের দেওয়া হবে, সেটা যেন সঠিকভাবে দেওয়া হয়। এটার সঠিক ব্যবহার না দেখিয়ে ভুয়া এক্সপোট দেখায় বিষয়গুলো দেখতে সংগঠনগুলোর প্রতির আহবান জানান এনবিআর চেয়ারম্যান।

তিনি আরও বলেন, 'ইসলামপুর, পুরান ঢাকা,নারায়ণগঞ্জের পাশাপাশি মাধবদীতেও খুচরা দোকানগুলোতে বন্ডের অপব্যবহার করে কাঁচামাল বিক্রি হচ্ছে।'

বিজিএমইর সভাপতি সিদ্দিকুর রহমান বলেন, 'যারা অন্যায় করে, তাদের চিহ্নিত করেন। বিচারের আওতায় আনেন। আমরা অসাধু ব্যবসায়ীদের পক্ষ কখনো কাজ করি নাই, করবো না। আপনাদের অফিসারদের ঠিক করে দায়িত্ব পালন করেত বলেন। প্রাপ্ততা বেশি দেখিয়ে ব্যবসায়ীরা কখনো মাল আনেন না। তারা সম্পূর্ণ অবৈধ চ্যানেলের মাধ্যমে মাল আনে। ওই চ্যানেল বন্ধ করেন।'

এ সময় বিজিএমইর সভাপতি সিদ্দিকুর রহমান, বাংলাদেশ প্লাস্টিক দ্রব্য প্রস্ততকারক ও রফতানিকারক অ্যাসোসিয়েশনের (বিপিজিইএ) সভাপতি জসিম উদ্দিন এবং বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের (বিটিএমএ) প্রেসিডেন্ট মোহাম্মদ আলী খোকন সহ ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।