পুঁজিবাজারে টানা দরপতন
বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াতুল ইসলামের নেতৃত্বাধীন পুঁজিবাজারের লেনদেনের তৃতীয় কার্যদিবস মঙ্গলবারও (২ জুন) দরপতন হয়েছে।
সোমবারের মতোই এদিন উভয় বাজারেই সূচক, লেনদেন ও বেশিরভাগ কোম্পানির শেয়ারের দাম কমেছে। এর ফলে প্রথম দিন (রোববার) দ্বিতীয় ও তৃতীয় কার্যদিবস পুঁজিবাজারে দরপতন হলো।
টানা দুমাস প্রাণঘাতী করোনাভাইরাসের কারণে বন্ধ থাকার পর গত রোববার (৩১ মে) পুঁজিবাজারে লেনদেন শুরু হয়। এদিন সূচকের উত্থান হয়েছিলো।
মঙ্গলবার (০ ২জুন) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ৩০ পয়েন্ট কমে ৩ হাজার ৯৬৯ পয়েন্টে দাঁড়িয়েছে।
অন্য দুই সূচকের মধ্যে ডিএসইএস সূচক আগের দিনের চেয়ে ১০ পয়েন্ট কমে ৯১৯ পয়েন্টে এবং ডিএস ৩০ সূচক ১৬ পয়েন্ট কমে ১ হাজার ৩৩০ পয়েন্টে দাঁড়িয়েছে।
এদিন লেনদেন হওয়া কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১২টির, কমেছে ৫৩টির আর অপরিবর্তিত রয়েছে ২২৯টির। এসময় ডিএসইতে মোট লেনদেন হয়েছে ১৫৫ কোটি ২৪ লাখ ২২ হাজার টাকা। এর আগের দিন ডিএসইতে মোট লেনদেন হয়েছিলো ১৯৭ কোটি ৭৬ লাখ ৭৭ হাজার টাকা।
এদিন চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) প্রধান ইনন্ডেক্স আগের কার্যদিবসের চেয়ে ১২০ পয়েন্ট কমে ১১ হাজার ২৬১ পয়েন্টে দাঁড়িয়েছে।
লেনদেন হওয়া কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১০টির, কমেছে ৩০টির অপরিবর্তিত ৮৮টি কোম্পানির শেয়ারের। এদিন সিএসইতে মোট লেনদেন হয়েছে ৫৬ কোটি ৬৫ লাখ টাকা।