বিএসইসি'র কমিশনার হলেন আব্দুল হালিম

  • সিনিয়র করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) কমিশনার হিসেবে আব্দুল হালিমকে নিয়োগ দেয়া হয়েছে। তিনি সরকারের সদ্য বিদায়ী সচিব।

মঙ্গলবার (২ জুন) তাকে বিএসইসির কমিশনার নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে অর্থমন্ত্রণালয়। উপ-সচিব ড. নাহিদ হোসেন স্বাক্ষরিত এই প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

বিজ্ঞাপন

প্রজ্ঞাপনে বলা হয়েছে, সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন আইন ১৯৯৩ এর ধারা ৫ ও ৬ এর বিধানাবলী প্রতিপালন করতে মো. আব্দুল হালিমকে ৪ বছর মেয়াদের জন্য বিএসইসির কমিশনার হিসেবে নিয়োগ করা হল।

উল্লেখ্য, আব্দুল হালিম ২৭ মে শিল্প মন্ত্রণালয়ের সচিব থেকে অবসরে গেছেন।

বিজ্ঞাপন