ব্যালট পেপার ছাপানো দায়িত্ব পেলেন ইসির ১০ কর্মকর্তা

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা ২৪.কম, ঢাকা 
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: বার্তা২৪.কম

ছবি: বার্তা২৪.কম

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের সার্বিক সকল কার্যক্রম শেষ করেছে নির্বাচন কমিশন (ইসি)। এখন শুধু ব্যালট পেপার ছাপানো ও বিতরণের সার্বিক কাজ সম্পন্ন বাকি রয়েছে। সেই লক্ষ্যে এবার প্রতীকসহ ব্যালট পেপার ছাপাতে ১০ জন কর্মকর্তাকে দায়িত্ব দিয়েছে ইসি।

বুধবার (২০ ডিসেম্বর) নির্বাচন পরিচালনা শাখার উপসচিব মো. আতিয়ার রহমান স্বাক্ষরিত নির্দেশনায় এই তথ্য জানা যায়।

বিজ্ঞাপন

চিঠিতে ইসি জানায়, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্র দাখিল হতে প্রতীক বরাদ্দের পর যাচাই-বাছাইসহ ব্যালট পেপার মুদ্রণ এবং প্রাসঙ্গিক কার্যক্রম গ্রহণে ১০ জন কর্মকর্তাকে প্রতিকল্প কর্মকর্তা হিসেবে বিজি প্রেসে উপস্থিত থেকে মুদ্রণ কাজ তদারকির করার দায়িত্ব দেওয়া হয়েছে। সেই সাথে প্রত্যেক অঞ্চল হতে একজন করে অতিরিক্ত আঞ্চলিক নির্বাচন অফিসার/অতিরিক্ত জেলা নির্বাচন অফিসার বা অনুরূপ কর্মকর্তা ঢাকায় অবস্থান করে নিজ নিজ অঞ্চলের ব্যালট পেপার মুদ্রণের কাজ সার্বক্ষণিক তদারকি করবেন।

ঢাকা অঞ্চলের দায়িত্ব পালন করবেন ইসির উপসচিব মুহাম্মদ মোশাররফ হোসেন, ময়মনসিংহ অঞ্চলের উপসচিব মোহাম্মদ মুঞ্জুরুল আলম, রংপুর অঞ্চলের দায়িত্বে উপসচিব মো. নওয়াবুল ইসলাম, কুমিল্লা অঞ্চলের উপসচিব মো. রফিকুল ইসলাম, চট্টগ্রাম অঞ্চলের মো. আবুল হোসেন, খুলনা অঞ্চলের সোহেল সামাদ, ফরিদপুর অঞ্চলের মো. শাহ আলম, রাজশাহীর দায়িত্বে মোহাম্মদ শুকুর মাহমুদ মিঞা, বরিশাল অঞ্চলের নুর নাহার ইসলাম এবং সিলেট অঞ্চলের জেবুন নাহার ব্যালট পেপার ছাপানোর দায়িত্ব পালন করবেন।