ছয় ঘণ্টায় একটি কেন্দ্রে ভোট পড়েছে ২৪১টি

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

তেজগাঁও সরকারি বিজ্ঞান কলেজের একটি কেন্দ্র

তেজগাঁও সরকারি বিজ্ঞান কলেজের একটি কেন্দ্র

সকাল থেকে শুরু হয়েছে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনের ভোট গ্রহণ। ভোট শুরু হওয়ার সাড়ে ৬ ঘণ্টায় উত্তর সিটির আওতাধীন তেজগাঁও সরকারি বিজ্ঞান কলেজের ৮৪৯ নং কেন্দ্রে ভোট পড়েছে ২৪১টি।

শনিবার (১ ফেব্রুয়ারি) সকাল ৮টায় ভোট শুরু হওয়ার পর আড়াইটা পর্যন্ত এই ভোট পড়ে । ভোটগ্রহণ চলবে বিকেল ৪টা পর্যন্ত। এরপর চলবে ভোট গণনা।

বিজ্ঞাপন

বিজ্ঞান কলেজে সরেজমিনে গিয়ে দেখা যায়, খুব বেশি না হলেও ভোটাররা আসছেন পছন্দের প্রার্থীকে ভোট দিতে। এ কেন্দ্রে ভোট শুরু হওয়ার সাড়ে ৬ ঘণ্টায় ১৭৬০ জন ভোটারের মধ্যে ভোট পড়েছে ২৪১টি।

প্রিজাইডিং অফিসার মোঃ জাহিদুল ইসলাম বার্তা২৪.কম-কে বলেন, তেমন কোনো বিশৃঙ্খলা হয়নি। তবে কিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে। সেটা কেন্দ্রের বাইরে।

বিজ্ঞাপন

বিএনপির কোনো এজেন্ট আছে কিনা জানতে চাইলে তিনি বলেন, না এখন পর্যন্ত বিএনপির কোনো এজেন্ট এখানে আসেনি। এখানে আসলে তাদেরকে কেউ বাধা দিত না।