যানজটে আটকে থেকে বিরক্ত তাপস

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

যানজটে আটকে আছে মেয়র প্রার্থী তাপসের গাড়ি/ ছবি: বার্তা২৪.কম

যানজটে আটকে আছে মেয়র প্রার্থী তাপসের গাড়ি/ ছবি: বার্তা২৪.কম

রাজধানীর মৎস্য ভবন সিগনালে ৩০ মিনিটের বেশি সময় ধরে যানজটে আটকে ছিলেন দক্ষিণ সিটি করপোরেশনের আওয়ামী লীগের মেয়র প্রার্থী ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।

শনিবার (১ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ছয়টায় গুলিস্তান দলীয় কার্যালয় থেকে ধানমন্ডির কার্যালয়ে যাওয়ার পথে যানজটে আটকে থাকেন তিনি।

বিজ্ঞাপন

এ সময় তাকে বিরক্তি প্রকাশ করতেও দেখা যায়।

 সকাল সাড়ে ৮টা ৪০ মিনিটে দক্ষিণের ১৫ নম্বর ওয়ার্ডের ধানমন্ডি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে তিনি তার ভোট দেন।

বিজ্ঞাপন

ভোট দিতে এসে তিনি বলেন, জয়ের ব্যাপারে আমি আশাবাদী। বিপুল ভোটে বিজয়ী হব। নৌকা মার্কায় ভোট দিয়ে ঢাকাবাসী উন্নয়নের পক্ষে ভোট দেবেন। আমরা সুনির্দিষ্ট উন্নয়নের রূপরেখা দিয়েছি। আমরা জিতলে সেভাবেই কাজ করব।