নবনির্বাচিত মেয়র-কাউন্সিলরদের শপথ বৃহস্পতিবার

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

শেখ ফজলে নূর তাপস (বাঁয়ে) ও মো. আতিকুল ইসলাম  ছবি: সংগৃহীত

শেখ ফজলে নূর তাপস (বাঁয়ে) ও মো. আতিকুল ইসলাম ছবি: সংগৃহীত

ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের নবনির্বাচিত দুই মেয়র এবং কাউন্সিলররা শপথ নেবেন আগামী বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি)।

স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সচিব হেলালুদ্দীন আহমেদ বিষয়টি নিশ্চিত করে বার্তা২৪.কমকে বলেন, নবনির্বাচিত দুই মেয়র ও কাউন্সিলরদের শপথ অনুষ্ঠান হবে বৃহস্পতিবার। সকাল সাড়ে ১০টায় প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা হলে এ শপথ অনুষ্ঠান হবে।

বিজ্ঞাপন

নিয়ম অনুযায়ী প্রধানমন্ত্রী নবনির্বাচিত দুই মেয়রকে শপথ পড়াবেন। আর দুই সিটি করপোরেশনের সাধারণ ও সংরক্ষিত ওয়ার্ডের ১৭২ জন কাউন্সিলরকে শপথ পড়াবেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিইডি) মন্ত্রী মো. তাজুল ইসলাম।

তবে বৃহস্পতিবার শপথ নিলেও দায়িত্ব বুঝে পেতে আগামী মে মাস পর্যন্ত অপেক্ষায় থাকতে হবে মেয়রদের।

বিজ্ঞাপন

গত ১ ফেব্রুয়ারি ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচনে ঢাকা উত্তর সিটিতে মো. আতিকুল ইসলাম এবং দক্ষিণে শেখ ফজলে নূর তাপস মেয়র নির্বাচিত হন। তারা দু’জনেই ক্ষমতাসীন আওয়ামী লীগের নৌকার প্রার্থী।