চট্টগ্রাম সিটি নির্বাচনে প্রতীক পেলেন ৬ মেয়র প্রার্থী

  • মুহিববুল্লাহ মুহিব, স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, কক্সবাজার
  • |
  • Font increase
  • Font Decrease

প্রতীক বরাদ্দ অনুষ্ঠানে মেয়র প্রার্থী ও সমর্থকরা

প্রতীক বরাদ্দ অনুষ্ঠানে মেয়র প্রার্থী ও সমর্থকরা

চট্টগ্রাম থেকে: চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে ছয় মেয়র প্রার্থীকে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। নৌকা-ধানের শীষ ছাড়াও আরও চার প্রার্থী তাদের প্রতীক পেয়েছেন।

সোমবার (৯ মার্চ) বেলা ১১টার দিকে নগরীর শিল্পকলা একাডেমিতে আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার মোহাম্মদ হাসানুজ্জামান প্রতীক বরাদ্দ দেন।

বিজ্ঞাপন

প্রতীক বরাদ্দ পেলেন যারা- বাংলাদেশ আওয়ামী লীগের প্রার্থী এম রেজাউল করিম চৌধুরী পেয়েছেন নৌকা, বিএনপি প্রার্থী ডা. শাহাদাত হোসেন পেয়েছেন ধানের শীষ, বাংলাদেশ ইসলামিক ফ্রন্টের প্রার্থী এমএ মতিন পেয়েছেন মোমবাতি, ন্যাশনাল পিপলস পার্টির আবুল মনজুর পেয়েছেন আম, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশেরর প্রার্থী ওয়াহেদ মুরাদ পেয়েছেন চেয়ার, ইসলামী আন্দোলন বাংলাদেশেরর প্রার্থী জান্নাতুল ইসলাম পেয়েছেন হাতপাখা প্রতীক।

আরও পড়ুন: চট্টগ্রামে আসছে ইভিএম সরঞ্জাম

বিজ্ঞাপন

উল্লেখ্য, আগামী ২৯ মার্চ অনুষ্ঠিতব্য চসিক নির্বাচনে ভোটার সংখ্যা হচ্ছে ১৯ লাখ ৫১ হাজার ৫২ জন। ওই নির্বাচনে ছয় মেয়র, ১৬১ জন সাধারণ ওয়ার্ড কাউন্সিলর ও ৫৬ জন সংরক্ষিত নারী কাউন্সিলর প্রার্থী রয়েছেন। তাদের প্রতীক বরাদ্দ প্রক্রিয়াধীন।