বার্তার নতুন আয়োজন: রবিবাসরীয় কথাবার্তা



নিউজ ডেস্ক, বার্তা২৪.কম
ছবি: বার্তা২৪.কম

ছবি: বার্তা২৪.কম

  • Font increase
  • Font Decrease

#১৬ আগস্ট শতবর্ষে সত্যজিৎ

বাংলাদেশের প্রথম অনলাইন মাল্টিমিডিয়া নিউজ পোর্টাল বার্তা২৪.কম-এর প্রিয় পাঠক. দর্শক, শ্রোতার জন্য হাজির হচ্ছে নতুন আয়োজন ‘রবিবাসরীয় কথাবার্তা’। আগামী ১৬ আগস্ট রোববার রাত ৯টায় বার্তার অফিসিয়াল ফেসবুক ও ইউটিউব চ্যানেল থেকে একযোগে লাইভ হবে এই অনুষ্ঠান।

প্রতি রোববার কোন নির্দিষ্ট ইস্যু, বিষয় ও ব্যক্তির কাজ, তৎপরতাকে ঘিরে জমে উঠবে আমাদের আলাপ-আড্ডা। বৈশ্বিক করোনাকালের অবসাদের জীবনে রোববার রাতে খোশ মেজাজে হাজির হবে বার্তা২৪.কম। আমাদের উদ্বোধনী পর্বটি সাজানো হয়েছে ‘শতবর্ষে সত্যজিৎ’ শিরোনামে।

বার্তা২৪.কম-এর সম্পাদক আলমগীর হোসেনের আমন্ত্রণে ও নির্দেশনায় এই অনুষ্ঠানটির উপস্থাপনা করবেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহকারী অধ্যাপক রাজীব নন্দী।

প্রিয় পাঠক, করোনাকালের ঘরবন্দী জীবনে আপনার মোবাইলফোনে বা কম্পিউটারের স্ক্রিনে প্রতিক্ষণ যুক্ত আছে বার্তা২৪.কম। করোনার কারণে বদলে যাওয়া এই পৃথিবীতে অনলাইন মিডিয়া ছাড়া ভরসা নেই। আসুন সত্যজিৎ রায়ের সিনেমার নামগুলো দিয়ে আজকের পরিস্থিতিটা বোঝার চেষ্টা করি। করোনা নামের এক অদৃশ্য অণুজীব ‘শাখা-প্রশাখা’ বিস্তারে পৃথিবী আজ স্তব্ধ। সভ্যতার ইতিহাসে এতবড় ‘গণশত্রু’র দেখা যায়নি। করোনাকে পাত্তা না দিয়ে যারা ‘ঘরে বাইরে’ করছেন, তাদের জন্য এই অনলাইন আলাপনে সবাইকে জানাই শুভেচ্ছা।

করোনাকালের ‘চিড়িয়াখানা’র বন্দী জীবনে ক্যালেন্ডারে ঘুরে এলো সত্যজিৎ রায়ের জন্মশতবর্ষ। তাই আগামী ১৬ই আগস্ট বাংলাদেশের জনপ্রিয় মাল্টিমিডিয়া অনলাইন নিউজ পোর্টাল বার্তা২৪.কম আয়োজন করেছে আন্তর্জাতিক সত্যজিৎ স্মরণাঞ্জলি। যেহেতু সেদিন রোববার, তাই ‘রবিবাসরীয় কথাবার্তা’য় রাত নয়টায় আমাদের ‘জলসাঘর’ থেকে অনলাইনে ‘সীমাবদ্ধ’ পরিসরে বাংলাদেশ, ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্র থেকে যুক্ত হবেন চারজন সত্যজিৎ গবেষক ও অনুরক্ত অতিথি। ভারতের পশ্চিমবাংলার কল্যাণী বিশ্ববিদ্যালয় থেকে যুক্ত হবেন সত্যজিৎ গবেষক ও লেখক অধ্যাপক ড. সুখেন বিশ্বাস, নয়াদিল্লি থেকে যুক্ত হবেন সিনিয়র সাংবাদিক ও কনটেন্ট ক্রিয়েটর ময়ূখ রঞ্জন ঘোষ, মার্কিন যুক্তরাষ্ট্র থেকে যুক্ত হবেন সত্যজিৎ রায়ের সংলাপ ও গানের নিরীক্ষক, তরুণ সফটওয়্যার প্রকৌশলী মহিন সুমন এবং বাংলাদেশের ঢাকা থেকে যুক্ত হবেন তরুণ সাংবাদিক ও লেখক প্রণব ভৌমিক।

করোনার ভয়ে ‘অপুর সংসার’ যখন তটস্থ, তখন বার্তা২৪.কম-এর সম্পাদক আলমগীর হোসেনের মতো ‘অপরাজিত’ একজন গুণী ব্যক্তির পরিকল্পনা ও নির্দেশনায় এই আয়োজন। করোনায় এখন এমন এক অবস্থা, আমাদের নেই কোন ‘পরশপাথর’, নিজ দুয়ারে খিল এঁটে বসে আছেন ‘দেবী’। এমনকি ‘জয়বাবা ফেলুনাথ’ বলে যতই হাপিত্যেশ করি না কেন, কোন ‘নায়ক’ নেই যে আমাদের বাঁচাবে। ‘পোস্টমাস্টার’-এর যুগ শেষ, তাই এই অনলাইনেই এই ওয়েবিনার। ঘরে বসেই দেখা ও শোনার এই আলাপন; বেশি লম্বা সময় নয়, ঘণ্টা দেড়েকের মধ্যেই ঘটবে আলোচনার ‘সমাপ্তি’। এতবড় ‘সদগতি’ সম্ভব হতো না, যদি না করোনাকালে নীরবেই হাজির হতো সত্যজিৎ রায়, শতবর্ষে। আমরাও তাই নিঃশব্দ ‘আগন্তুক’র মতো সেদিন হাজির হবো আপনার স্মার্টফোনে বা ল্যাপটপ-কম্পিউটারের মনিটরের ‘জনঅরণ্যে’।

করোনাকে হালকা ‘প্রতিদ্বন্দ্বী’ হিসেবে নেয়ার সুযোগ নেই। করোনার এই সময়টুকুতে দুই বাংলার কতজন যে ‘মণিহারা’ হয়ে গেলেন, সকলের জন্য জানাই সমবেদনা। আসুন, আর ক’টা দিন ‘অরণ্যের দিনরাত্রি’কে ফুলে ফলে ভরে উঠতে দিই? প্রকৃতি ফিরে পাক তার নিজের ‘চারুলতা’! করোনার পরই বোঝা যাবে বিজ্ঞানীরা সত্যিই ‘শতরঞ্জ কে খিলাড়ি’। করোনা একবার বিদায় নিক, মানুষ না ভাইরাস, এই দুইয়ের মধ্যে প্রমাণ হবেই কে ‘কাপুরুষ-মহাপুরুষ’। ‘মহানগর’ থেকে ‘পথের পাঁচালী’ সবই যেহেতু স্থবির, তাই ‘সোনারকেল্লা’ বা ‘কাঞ্চনজঙ্ঘা’ দেখার চেষ্টা না করে আসুন এই অন্তর্জাল আলাপ আড্ডায় মেতে উঠি। সমাজের চারপাশটা যখন ‘হীরক রাজার দেশে’র মত মনে হয়, তখন না হয় ‘গুপী গাইন বাঘা বাইন’এর মতো সরল কিছু গল্প শুনি! এই ‘অভিযান’ সফল হোক, করোনাক্রান্তির ভয়াবহ ‘অশনি সংকেত’র মধ্যেও আমাদের চেষ্টা থাকবে সত্যজিৎ রায়কে শ্রদ্ধা জানিয়ে তাঁর কাজকে মূল্যায়ন করতে।

‘রবিবাসরীয় কথাবার্তা’ উপস্থাপক চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহকারী অধ্যাপক রাজীব নন্দী বার্তা২৪.কম-কে বলেন, ‘আজ এই করোনাকালে যদি জটায়ু থাকতেন, নিশ্চয়ই লিখতেন- ভয়ঙ্কর ভাইরাস! সত্যজিতের অমর সৃষ্টি বেনারসের ঘোষাল বাবু কিংবা আফ্রিকার রাজা আর ওই সোনার গনেশটা নিয়ে যে সিনেমাটিক ব্যাপার, তা আজ করোনাকালে ভ্যাকসিন আবিষ্কারের মতোই-ম্যাজিক। মন্দার বোস তার উজবেকিস্তানের উট ধরার গল্প, মনমোহন মিত্র তো বলেছিলেন সভ্যতার এই সংকট। আমরা সত্যজিৎ রায়কে স্মরণ করব তারই অমর চরিত্রগুলোকে আজকের মহামারির প্রেক্ষাপটে দাঁড়িয়ে।’

   

আগামী মাসেই সোহেল-নীলা জুটির ‘শ্যামাকাব্য’



মাসিদ রণ, সিনিয়র নিউজরুম এডিটর, বার্তা২৪.কম
‘শ্যামাকাব্য’র জুটি সোহেল মণ্ডল ও নীলাঞ্জনা নীলা। ছবি : নূর এ আলম

‘শ্যামাকাব্য’র জুটি সোহেল মণ্ডল ও নীলাঞ্জনা নীলা। ছবি : নূর এ আলম

  • Font increase
  • Font Decrease

গুণী নির্মাতা বদরুল আনাম সৌদ পরিচালিত দ্বিতীয় সিনেমা ‘শ্যামাকাব্য’ নিয়ে দর্শকের আগ্রহ রয়েছে। এই ছবির মাধ্যমে বড়পর্দায় প্রথমবারের মতো জুটি বেঁধেছেন সদ্য ভারতের ফিল্মফেয়ার পুরস্কারজয়ী অভিনেতা সোহেল মণ্ডল ও জনপ্রিয় লাক্স তারকা নীলাঞ্জনা নীলা। তারা ছাড়াও এক ঝাক তারকা শিল্পীকে নিয়ে নির্মিত সরকারি অনুদানের এই সিনেমাটি গত ২৪ নভেম্বর প্রেক্ষাগৃহে মুক্তির কথা ছিল।

সোহেল মণ্ডল ও নীলাঞ্জনা নীলা। ছবি : নূর এ আলম

কিন্তু সে সময় ছবিটি আর মুক্তি পায়নি। তখন নির্মাতা সৌদ জানিয়েছিলেন, ‘‘দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতির জন্যই এই সিদ্ধান্ত। চিন্তা ভাবনা করে দেখলাম, এমন পরিস্থিতিতে দর্শক সিনেমা হলে এসে ছবি দেখতে চাইবেন না। দর্শকের জন্যই তো আমাদের সিনেমা। তাদের নিরাপত্তা ও সুযোগ-সুবিধা বিবেচনা করা জরুরী। আমরা সিদ্ধান্ত নিয়েছি ‘শ্যামাকাব্য’ জাতীয় নির্বাচনের পরেই মুক্তি দেব।’’

নীলাঞ্জনা নীলা ও সোহেল মণ্ডল। ছবি : নূর এ আলম

অবশেষে ছবিটি মুক্তির নতুন তারিখ ঘোষণা করা হয়েছে। ছবিটির নায়ক সোহেল মণ্ডল জানান, ‘‘আসছে ৩ মে আপনার নিকটস্ত প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ‘শ্যামাকাব্য’।’’

সোহেল মণ্ডল ও নীলাঞ্জনা নীলা। ছবি : নূর এ আলম

সাইকোলজিক্যাল থ্রিলার ধাচের ছবিটিতে প্রেমের বিষয়টিও বেশ স্পষ্ট। এতে নীলাকে দেখা যাবে শ্যামা’র চরিত্রে। আর সোহেল মণ্ডল রয়েছেন আজাদ নামের একটি চরিত্রটি।

নীলাঞ্জনা নীলা ও সোহেল মণ্ডল। ছবি : নূর এ আলম

নায়ক-নায়িকা দুজনই বললেন, তাদের চরিত্র দুটি একেবারেই নতুন। তাদের রসায়নও দর্শকের মন ছুঁয়ে যাবে বলে তারা আশাবাদী। নীলার ভাষায়, শ্যামা মেয়েটি খুব শান্ত। দেখলে চোখে আরাম দেবে। আর সোহেল এখনই তার চরিত্রের কোন গোমর ফাঁস করতে চান না।

সোহেল মণ্ডল ও নীলাঞ্জনা নীলা। ছবি : নূর এ আলম

ছবিতে একটি মাত্র গান রয়েছে। নির্মাতা বদরুল আনাম সৌদের লেখা ‘পাখি যাও যাও’ শিরোনামের সেই গানটির সুর ও সংগীতায়োজন করেছেন একাধিক জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত সংগীত পরিচালক ইমন সাহা। চমকপ্রদ বিষয় হলো সেই গানে কণ্ঠ দিয়েছেন ভারতের বিখ্যাত দুজন শিল্পী। একজন হিন্দুস্তানি ক্ল্যাসিক্যাল মিউজিকের কিংবদন্তি পণ্ডিত অজয় চক্রবর্তী, অন্যজন ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত শিল্পী ইমন চক্রবর্তী।

;

ধর্মকর্মে মন দিয়েছেন অশ্লিল যুগের নায়ক মেহেদি



বিনোদন ডেস্ক, বার্তা২৪.কম
চিত্রনায়ক মেহেদির একাল-সেকাল

চিত্রনায়ক মেহেদির একাল-সেকাল

  • Font increase
  • Font Decrease

ঢালিউডে যে সময়টা অশ্লিলতায় ছেয়ে গিয়েছিল, সে সময়ের অন্যতম ব্যস্ত নায়ক ছিলেন মেহেদি। ‘পাগল মন’ চলচ্চিত্র দিয়ে সিনেমা জগতে জায়গা করে নেওয়ার পর অনেক ছবিতে অভিনয় করেছেন। তার মধ্যে অশ্লিল ছবির সংখ্যাই বেশি। এখনো ইউটিউবে তার অশ্লিল নাচ গানের ভিডিও’র দেখা মেলে।

কিন্তু মানুষ মাত্রই বদলায়। বাংলা সাহিত্যে বিখ্যাত উক্তি রয়েছে, ‘মানুষ মরে গেলে পচে যায়, কিন্তু বেঁচে থাকলে বদলায়, কারণে-অকারণে বদলায়।’

তেমনি বদল ঘটেছে চিত্রনায়ক মেহেদির জীবনেও। অনেক দিন থেকেই চলচ্চিত্র আঙিনায় তাকে দেখা যায় না। আজ তাকে দেখা গেল চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে। সেখানেই গণমাধ্যমের মুখোমুখি হন মেহেদি।

চিত্রনায়ক মেহেদি

জানালেন, তিনি এখন ধর্মীয় কাজে মনোনিবেশ করেছেন। বললেন, নিয়মিত তবলিগ জামাত চিল্লায় যেতে হচ্ছে। যেহেতু আমি মুসলিম, তাই আমাকে নিয়মিত নামাজ রোজা করতে হবে। এখন সেটা খুব মনোযোগের সঙ্গে করতে হচ্ছে।

চলচ্চিত্র থেকে একেবারে বিচ্ছিন্ন হননি তিনি, সামনে তার চলচ্চিত্র আসছে বলেও জানালেন। বললেন, আমি চলচ্চিত্র থেকে একেবারেই হারিয়ে যাইনি। সামনে মুক্তির অপেক্ষায় রয়েছে আমার চারটি চলচ্চিত্র।

;

শিল্পী সমিতির নির্বাচনে এফডিসিতে ৪০০ সাংবাদিক!



বিনোদন ডেস্ক, বার্তা২৪.কম
আজ শিল্পী সমিতির নির্বাচনে এফডিসির একটি চিত্র

আজ শিল্পী সমিতির নির্বাচনে এফডিসির একটি চিত্র

  • Font increase
  • Font Decrease

এবারের শিল্পী সমিতির নির্বাচনে কোন উত্তাপ নেই। আজ ১৯ এপ্রিল সকাল থেকে ভোট শুরু হলেও ভোটার উপস্থতি কম। এর কারণ হিসেবে অনেকেই বলছেন, শুক্রবার হওয়ায় ভোটগ্রহণ কম।

তবে এই নির্বাচনের সংবাদ সংগ্রহই নাকি করছেন ৪০০ জন সংবাদকর্মী। এমনটা জানিয়েছে নির্বাচন কমিশন। প্রধান নির্বাচন কমিশনার খোরশেদ আলম খসরু বলেন, আমরা যাচাই-বাছাই করে প্রায় ৪০০ জন সাংবাদিক চূড়ান্ত করে পাস দিয়েছি।

এতো সংবাদকর্মী কেন? এই প্রশ্নের জবাবে খসরু বলেন, ধরেন একটা টেলিভিশন চ্যানেল, তারা আবেদন করে ১০ জনের জন্য। কারণ ক্যামেরা পারসন, সংবাদকর্মী, সহকারী থাকেন। তারা আবার দুই শিফটে কাজ করবেন। তাহলে বলুন একটা প্রতিষ্ঠান থেকে যদি ১০ জন হয়। তাহলে সবগুলো প্রতিষ্ঠানের ৪০০ জন হবে না?

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৪-২৬ মেয়াদের নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে সকালে। শুক্রবার (১৯ এপ্রিল) সকাল ৯টা৩০ মিনিটে অভিনেতা ডা. এজাজের ভোট প্রদানের মাধ্যমে শিল্পী সমিতির কার্যালয়ে ভোটগ্রহণ শুরু হয়। সকাল ৯টায় ভোটগ্রহণ শুরুর কথা থাকলেও ৩০ মিনিটি পরে ভোটগ্রহণ শুরু হয়।

২১ সদস্য বিশিষ্ট কমিটির এই নির্বাচনে ৬ জন স্বতন্ত্রসহ ২টি প্যানেল থেকে ৪৮ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। প্যানেল দুটি হলো মিশা-ডিপজল ও মাহমুদ কলি-নিপুণ।

;

জয় আমাদেরই হবে : মাহমুদ কলি



বিনোদন ডেস্ক, বার্তা২৪.কম
মাহমুদ কলি ও নিপুণ

মাহমুদ কলি ও নিপুণ

  • Font increase
  • Font Decrease

আজ বিএফডিসি প্রাঙ্গণে অনুষ্ঠিত হচ্ছে ২০২৪ থেকে ২০২৬ মেয়াদের বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন। সকাল সাড়ে ৯টায় ভোটগ্রহণ শুরু হয়েছে। চলবে বিকেল সাড়ে পাঁচটা পর্যন্ত।

এ নির্বাচনে জনপ্রিয় খলনায়ক মিশা সওদাগরের বিপক্ষে সভাপতি পদে লড়ছেন এক সময়ের দাপুটে অভিনেতা মাহমুদ কলি। ভোটকেন্দ্র থেকে গণমাধ্যমকে মাহমুদ কলি জানান, পুরো প্যানেলসহ জয়ের ব্যাপারে আশাবাদী তিনি। তার ভাষ্য, আমি জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী। আশা করছি চলচ্চিত্রের মানুষেরা সুচিন্তিত মতামত দিয়ে কলি-নিপুণ প্যানেলকে জয়যুক্ত করবে।

তিনি আরও বলেন, নির্বাচনের পরিবেশ এখন পর্যন্ত খুবই সুন্দর। আইনশৃঙ্খলা বাহিনীর বিপুল উপস্থিতি সবার জন্য ভালো। সকালে ভোটারের উপস্থিতি কম ছিল। কিন্তু জুমার নামাযের পর উৎসবমূখর পরিবেশে ভোটাররা ভোট দিচ্ছেন। আনন্দঘন পরিবেশে, সৌহার্দপূর্ণভাবে যাতে ভোটগ্রহণ শেষ হয় এ জন্য সবার সহযোগিতা কামনা করছি।’

কলি-নিপুণ প্যানেলের সঙ্গে লড়ছেন মিশা-ডিপজল প্যানেল

২১ সদস্যবিশিষ্ট কমিটির চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে ৬ জন স্বতন্ত্রসহ ২টি প্যানেল থেকে ৪৮ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। একটি মিশা-ডিপজল পরিষদ, অন্যটি কলি-নিপুণ পরিষদ। এর মধ্যে সভাপতি পদে লড়ছেন একসময়ের জনপ্রিয় নায়ক মাহমুদ কলি ও দাপুটে খল-অভিনেতা মিশা সওদাগর। আর সাধারণ সম্পাদক পদে গেলো আসরের মতো এবারও প্রার্থী হয়েছেন চিত্রনায়িকা নিপুণ আক্তার। তার বিপরীতে দাঁড়িয়েছেন অভিনেতা মনোয়ার হোসেন ডিপজল।

প্রসঙ্গত, এবার প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করছেন প্রযোজক খোরশেদ আলম খসরু। এবারের মোট ভোটার ৫৭০ জন। তারাই বেছে নেবেন আগামী দুই বছরের চলচ্চিত্র শিল্পীদের নেতা।

;