অষ্টমীতে ছেলের নাম ঘোষণা করলেন কোয়েল

স্বামী ও সন্তানের সঙ্গে কোয়েল মল্লিক
“মহা অষ্টমীর এই শুভক্ষণে আমরা আমাদের সন্তানের নাম আপনাদের সকলের সঙ্গে ভাগ করে নিতে পেরে আনন্দিত...‘কবির।”
শনিবার (২৪ অক্টোবর) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে স্বামী ও ছেলের সঙ্গে তোলা একটি ছবি শেয়ার করেছেন কোয়েল মল্লিক। তারই ক্যাপশনে ছেলের নামটি ঘোষণা করেছেন টলিউডের জনপ্রিয় এই অভিনেত্রী।

অষ্টমীতে কোয়েল সেজেছিলেন সাদা জমিনের তসরে শাড়ি ও লাল ব্লাউজে। তার স্বামী নিসপাল পরেছিলেন লাল পাঞ্জাবি এবং হলুদ রঙের পাঞ্জাবিতে দেখা গেছে তাদের সন্তান কবিরকে।