পাকিস্তানির প্রেমে পড়ে বিপাকে কিয়ারা!

কিয়ারা আদভানি ও আদিত্য শীল
‘ফুগলি’ ছবির মধ্য দিয়ে ২০১৪ সালে চলচ্চিত্র দুনিয়ায় পা রেখেছেন তিনি। প্রথম ছবিতেই বাজিমাত করেন। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি তাকে। এক এক করে উপহার দিয়েছেন ‘এমএস ধোনি: দ্য আনটোল্ড স্টোরি’, ‘কবির সিং’, ‘গুড নিউজ’ ও ‘লক্ষ্মী’র মতো ব্লকবাস্টার ছবি।
কথা হচ্ছে- কিয়ারা আদভানিকে নিয়ে। এখন বলিউডের এই অভিনেত্রীর ব্যস্ত সময় কাটছে ‘ইন্দু কি জাওয়ানি’ ছবির কাজ নিয়ে। সোমবার (২৩ নভেম্বর) ইউটিউবে প্রকাশ পেয়েছে এর ট্রেলার।
ট্রেলারে দেখা গেছে- মনের মানুষ খুঁজে পেতে মরিয়া হয়ে যায় ইন্দু (কিয়ারা আদভানি)। এ জন্যই বেস্ট ফ্রেন্ড সোনালের দ্বারস্থ হয়। সোনালের পরামর্শেই ডেটিং অ্যাপে অ্যাকাউন্ট খোলে ইন্দু। এতেই বাধে বিপত্তি। ইন্দুর ঘরে আগমন ঘটে এক পাকিস্তানির যুবকের। যার প্রেমে পড়ে যায় সে। কিন্তু হঠাৎ একদিন ইন্দু জানতে পারে সমর (আদিত্য শীল) পাকিস্তানি। এভাবেই এগিয়ে যেতে থাকে ‘ইন্দু কি জওয়ানি’র গল্প।
কমেডি ঘরানার ছবিটি পরিচালনা করেছেন বাঙালি পরিচালক আবির সেনগুপ্ত। এতে কিয়ারা আদভানির বিপরীতে দেখা যাবে আদিত্য শীলকে।