গোল্ডেন গ্লোবসে তিন নারী নির্মাতার ইতিহাস



বিনোদন ডেস্ক, বার্তা২৪.কম
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

২০২০ সালে হলিউডসহ বিশ্বের বিভিন্ন দেশের সেরা চলচ্চিত্র ও টিভি অনুষ্ঠান এবং সেরা তারকাদের স্বীকৃতি দিতে ঘোষণা করা হলো গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ডসের মনোনয়ন তালিকা। এতে সেরা পরিচালক বিভাগে পাঁচজনের মধ্যে তিনজনই নারী। তারা হলেন- রেজিনা কিং (ওয়ান নাইট ইন মায়ামি), ক্লোয়ি জাও (নোম্যাডল্যান্ড), এমারেল্ড ফেনেল (প্রমিজিং ইয়াং ওম্যান)। গোল্ডেন গ্লোবসের ৭৭ বছরের ইতিহাসে এমন ঘটনা আর দেখা যায়নি।

সর্বাধিক ছয়টি বিভাগে মনোনয়ন পেয়েছে ডেভিড ফিঞ্চার পরিচালিত বায়োপিকধর্মী ‘মাঙ্ক’। বুধবার (৩ ফেব্রুয়ারি) মনোনয়ন তালিকা প্রকাশ করেছে হলিউড ফরেন প্রেস অ্যাসোসিয়েশন।

আগামী ২৮ ফেব্রুয়ারি বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হবে। দেখে নিন পুরো মনোনয়ন তালিকা।

সেরা চলচ্চিত্র (ড্রামা)
দ্য ফাদার, মাঙ্ক, নোম্যাডল্যান্ড, প্রমিজিং ইয়াং ওম্যান, দ্য ট্রায়াল অব দ্য শিকাগো সেভেন

সেরা অভিনেত্রী (ড্রামা)
ভায়োলা ডেভিস (মা রেইনি’স ব্ল্যাক বটম), আন্ড্রা ডে (দ্য ইউনাইটেড স্টেটস ভার্সেস বিলি হলিডে), ভ্যানেসা কার্বি (পিসেস অব অ্যা ওম্যান), ফ্রান্সেস ম্যাকডরম্যান্ড (নোম্যাডল্যান্ড), ক্যারি মুলিগ্যান (প্রমিজিং ইয়াং ওম্যান)

সেরা অভিনেতা (ড্রামা)
রিজ আহমেদ (সাউন্ড অব মেটাল), চ্যাডউইক বোজম্যান (মা রেইনি’স ব্ল্যাক বটম), অ্যান্থনি হপকিন্স (দ্য ফাদার), গ্যারি ওল্ডম্যান (মাঙ্ক), তাহের রহিম (দ্য মরিটানিয়ান)

সেরা চলচ্চিত্র (মিউজিক্যাল অথবা কমেডি)
বোরাট সাবসিকোয়েন্ট মুভিফিল্ম, হ্যামিলটন, মিউজিক, পাম স্প্রিংস, দ্য প্রম

সেরা অভিনেত্রী (মিউজিক্যাল অথবা কমেডি)
মারিয়া বাকালোভা (বোরাট সাবসিকোয়েন্ট মুভিফিল্ম), কেড হাডসন (মিউজিক), মিশেল পাইফার (ফ্রেঞ্চ এক্সিট), রোজামুন্ড পাইক (আই কেয়ার অ্যা লট), আনিয়া টেলর-জয় (এমা)

সেরা অভিনেতা (মিউজিক্যাল অথবা কমেডি)
সাশা ব্যারন কোহেন (বোরাট সাবসিকোয়েন্ট মুভিফিল্ম), জেমস করডেন (দ্য প্রম), লিন-ম্যানুয়েল মিরান্ডা (হ্যামিলটন), দেব প্যাটেল (দ্য পার্সোনাল হিস্ট্রি অব ডেভিড কপারফিল্ড), অ্যান্ডি স্যামবার্গ (পাম স্প্রিংস)

সেরা পার্শ্ব অভিনেত্রী
গ্লেন ক্লোজ (হিলবিলি এলেজি), অলিভিয়া কোলম্যান (দ্য ফাদার), জোডি ফস্টার (দ্য মরিটেনিয়ান), আমান্ডা সিফ্রাইড (মাঙ্ক), হেলেনা জেঙ্গেল (নিউজ অব দ্য ওয়ার্ল্ড)

সেরা পার্শ্ব অভিনেতা
সাশা ব্যারন কোহেন (দ্য ট্রায়াল অব দ্য শিকাগো সেভেন), ড্যানিয়েল কালুইয়া (জুডাস অ্যান্ড দ্য ব্ল্যাক মেসাইয়া), জারেড লেটো (দ্য লিটল থিংস), বিল মারে (অন দ্য রকস), লেসলি ওডোম জুনিয়র (ওয়ান নাইট ইন মায়ামি)

সেরা পরিচালক
ডেভিড ফিঞ্চার (মাঙ্ক), রেজিনা কিং (ওয়ান নাইট ইন মায়ামি), অ্যারন সরকিন (দ্য ট্রায়াল অব দ্য শিকাগো সেভেন), ক্লোয়ি জাও (নোম্যাডল্যান্ড), এমারেল্ড ফেনেল (প্রমিজিং ইয়াং ওম্যান)

সেরা চিত্রনাট্য
দ্য ফাদার, মাঙ্ক, নোম্যাডল্যান্ড, প্রমিজিং ইয়াং ওম্যান, দ্য ট্রায়াল অব দ্য শিকাগো সেভেন

সেরা অ্যানিমেটেড ছবি
দ্য ক্রুডস: অ্যা নিউ এইজ, অনওয়ার্ড, ওভার দ্য মুন, সৌল, উলফওয়াকার্স

সেরা বিদেশি ভাষার ছবি
অ্যানাদার রাউন্ড (ডেনমার্ক), লা লোরোনা (গুয়াতেমালা), দ্য লাইফ অ্যাহেড (ইতালি), মিনারি (যুক্তরাষ্ট্র), টু অব আস (ফ্রান্স)

সেরা মৌলিক সুর
মাঙ্ক (ট্রেন্ট রেজনা, অ্যাটিকাস রস), দ্য মিডনাইট স্কাই (আলেকসঁন্দ দেপ্লাঁ), নিউজ অব দ্য ওয়ার্ল্ড (জেমস নিউটন হাওয়ার্ড), সৌল (ট্রেন্ট রেজনা, অ্যাটিকাস রস, জন বাটিস্ট), টেনেট (লুডউইগ ইওরানসন)

সেরা মৌলিক গান
ফাইট ফর ইউ (জুডাস অ্যান্ড দ্য ব্ল্যাক মেসাইয়া), হিয়ার মাই ভয়েস (দ্য ট্রায়াল অব দ্য শিকাগো সেভেন), ইও সি (দ্য লাইফ অ্যাহেড), স্পিক নাউ (ওয়ান নাইট ইন মায়ামি), টাইগ্রেস অ্যান্ড টুইড (দ্য ইউনাইটেড স্টেটস ভার্সেস বিলি হলিডে)

টেলিভিশন
সেরা টিভি সিরিজ (ড্রামা)
দ্য ক্রাউন, লাভক্র্যাফট কান্ট্রি, দ্য ম্যান্ডালোরিয়ান, ওজার্ক, র‌্যাচড

সেরা অভিনেত্রী (ড্রামা সিরিজ)
এমা করিন (দ্য ক্রাউন), অলিভিয়া কোলম্যান (দ্য ক্রাউন), জোডি কোমার (কিলিং ইভ), লরা লিনি (ওজার্ক), সারা পলসন (র‌্যাচড)

সেরা অভিনেতা (ড্রামা সিরিজ)
জেসন বেইটম্যান (ওজার্ক), জশ ও’কনোর (দ্য ক্রাউন), বব ওডেনকার্ক (বেটার কল সল), আল পাচিনো (হান্টার্স), ম্যাথু রিস (পেরি মেসন)

সেরা টিভি সিরিজ (মিউজিক্যাল অথবা কমেডি)
এমিলি ইন প্যারিস, দ্য ফ্লাইট অ্যাটেনড্যান্ট, শিট’স ক্রিক, দ্য গ্রেট, টেড লাসো

সেরা অভিনেত্রী (মিউজিক্যাল অথবা কমেডি)
লিলি কলিন্স (এমিলি ইন প্যারিস), ক্যালি কুওকো (দ্য ফ্লাইট অ্যাটেনড্যান্ট), এল ফ্যানিং (দ্য গ্রেট), জেন লেভি (জোয়ি’স এক্সট্রাঅর্ডিনারি প্লেলিস্ট), ক্যাথেরিন ও’হারা (শিট’স ক্রিক)

সেরা অভিনেতা (মিউজিক্যাল অথবা কমেডি)
ডন শিডল (ব্ল্যাক মানডে), নিকোলাস হল্ট (দ্য গ্রেট), ইউজিন লেভি (শিট’স ক্রিক), জেসন সুডেইকিস (টেড লাসো), রামি ইউসেফ (রামি)

সেরা লিমিটেড সিরিজ অথবা টিভি মুভি
নরমাল পিপল, দ্য কুইন’স গ্যাম্বিট, স্মল অ্যাক্স, দ্য আনডুইং, আনঅর্থোডক্স

সেরা অভিনেত্রী (লিমিটেড সিরিজ অথবা টিভি মুভি)
কেট ব্ল্যানচেট (মিসেস আমেরিকা), ডেইজি এডগার-জোন্স (নরমাল পিপল), শিরা হাস (আনঅর্থোডক্স), নিকোল কিডম্যান (দ্য আনডুইং), আনিয়া টেলর-জয় (দ্য কুইন’স গ্যাম্বিট)

সেরা অভিনেতা (লিমিটেড সিরিজ অথবা টিভি মুভি)
ব্রায়ান ক্রানস্টন (ইউর অনার), জেফ ড্যানিয়েলস (দ্য কামি রুল), হিউ গ্র্যান্ট (দ্য আনডুইং), এথান হক (দ্য গুড লর্ড বার্ড), মার্ক রাফেলো (আই নো দিস মাচ ইজ ট্রু)

সেরা টিভি পার্শ্ব অভিনেত্রী
জিলিয়ান অ্যান্ডারসন (দ্য ক্রাউন), হেলেনা বোনহ্যাম কার্টার (দ্য ক্রাউন), জুলিয়া গার্নার (ওজার্ক), সিনথিয়া নিক্সন (র‌্যাচড), অ্যানি মারফি (শিট’স ক্রিক)

সেরা টিভি পার্শ্ব অভিনেতা
জন বয়েগা (স্মল অ্যাক্স), ব্রেন্ডন গ্লিসন (দ্য কামি রুল), ড্যান লেভি (শিট’স ক্রিক), জিম পার্সনস (হলিউড), ডোনাল্ড সাদারল্যান্ড (দ্য আনডুইং)

সেসিল বি ডিমিল অ্যাওয়ার্ড
জেন ফন্ডা

ক্যারল বারনেট অ্যাওয়ার্ড
নরম্যান লিয়ার

   

কৃতজ্ঞতা জানানোর ভাষা খুঁজে পাচ্ছেন না মিশা



বিনোদন ডেস্ক, বার্তা২৪.কম
জয়ের মালা গলায় দিয়ে মিশা সওদাগরকে নিয়ে উচ্ছ্বাস

জয়ের মালা গলায় দিয়ে মিশা সওদাগরকে নিয়ে উচ্ছ্বাস

  • Font increase
  • Font Decrease

চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৪-২০২৬ মেয়াদের নির্বাচনে নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন জনপ্রিয় অভিনেতা মিশা সওদাগর। সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন অভিনেতা মনোয়ার হোসেন ডিপজল। নির্বাচনে জয়ী হয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভোটারদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করলেন মিশা সওদাগর।

আজ শনিবার (২০ এপ্রিল) সকাল সোয়া ১০টার দিকে নিজের ফেসবুক পেজে তিনটি ছবি পোস্ট করে খল অভিনেতা মিশা সওদাগর লিখেছেন, ‘আপনাদেরকে কৃতজ্ঞতা জানানোর কোনো ভাষা আমার জানা নেই। আপনারা পাশে ছিলেন বিধায় এ সাফল্য অর্জন করতে পেরেছি। চলচ্চিত্র সংশ্লিষ্ট সবাইকে বিনম্র শ্রদ্ধা সম্মান। আপনাদের কাছে অনেক অনেক আমরা কৃতজ্ঞ। ভালো থাকুন সুস্থ থাকুন।’

নির্বাচনে মিশা পেয়েছেন ২৬৫ ভোট। তার প্রতিদ্বন্দ্বী মাহমুদ কলি ১৭০ ভোট পেয়ে পরাজিত। সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মনোয়ার হোসেন ডিপজল। তিনি পেয়েছে ২২৫ ভোট।। ১৭ ভোট কম পেয়ে পরাজিত হয়েছেন নিপুণ আক্তার (২০৯ ভোট)।

সহ-সভাপতি পদে জয়ী হয়েছেন মাসুম পারভেজ রুবেল (২৩১) ও ডি এ তায়েব (২৩৪), সহ-সাধারণ সম্পাদক আরমান (২৩৭), সাংগঠনিক সম্পাদক জয় চৌধুরী (২৫৫), আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আলেকজান্ডার বো (২৯৬), দফতর ও প্রচার সম্পাদক জ্যাকি আলমগীর (২৪৫), সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক মামনুন হাসান ইমন (২৩৫) এবং কোষাধ্যক্ষ পদপ্রার্থী কমল (২৩১)।

Caption

 

কার্যনির্বাহী সদস্য পদে মিশা-ডিপজল পরিষদ থেকে নির্বাচিত হয়েছেন ৯ জন। তারা হলেন সুচরিতা (২২৮), রোজিনা (২৪৩), আলীরাজ (২৩৯), সুব্রত, দিলারা ইয়াসমিন (২১৮), শাহনূর (২৪৫), নানা শাহ (২১০), রত্না কবির (২৬৩) ও চুন্নু (২৪৮)। কলি-নিপুণ পরিষদ থেকে রিয়ানা পারভিন পলি (২২০) ও সনি রহমান (২৩০) নির্বাচিত।

গতকাল শুক্রবার চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন (বিএফডিসি) প্রাঙ্গনে শিল্পী সমিতির কার্যালয়ে সকাল সাড়ে ৯টা থেকে শুরু হয় ভোটগ্রহণ। চলে বিকেল ৬টা পর্যন্ত। ভোটগ্রহণের পর ভোট গণনা শুরু হয় রাত আটটায়। রাতভর গণনা শেষে সকাল পৌনে ৭টার দিকে দিকে প্রাথমিকভাবে ভোট ভোটের ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার খোরশেদ আলম খসরু।

;

নিশো বা যিশু নন, ‘তুফান’-এ শাকিবের টক্কর চঞ্চলের সঙ্গে!



বিনোদন ডেস্ক, বার্তা২৪.কম
চঞ্চল চৌধুরী ও শাকিব খান

চঞ্চল চৌধুরী ও শাকিব খান

  • Font increase
  • Font Decrease

ঢালিউডের আপকামিং সিনেমাগুলোর মধ্যে অন্যতম আলোচিত সিনেমা সুপারস্টার শাকিব খানের ‘তুফান’। প্রথমবার রায়হান রাফির মতো পরিচালকের পরিচালনায় কাজ করছেন শাকিব খান। বর্তমানে কলকাতায় এ সিনেমার শুটিং চলছে। আসন্ন ঈদুল আযহায় ছবিটি মুক্তির প্রস্তুতি চলছে। আগেই জানা গেছে এ সিনেমায় শাকিব খানের বিপরীতে আছেন কলকাতার নায়িকা মিমি চক্রবর্তী ও বাংলাদেশের মাসুমা রহমান নাবিলা।

আলোচনা চলছিল ‘তুফান’ সিনেমার ভিলেন নিয়ে। দেশের একাধিক গণমাধ্যম দাবি করে আসছে, এ সিনেমায় ভিলেন চরিত্রে দেখা যাবে কলকাতার জনপ্রিয় অভিনেতা যিশু সেনগুপ্তকে। এর আগে এই গুঞ্জন ছিল বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা আফরান নিশোকে নিয়ে।

চঞ্চল চৌধুরী

তবে এসব গুঞ্জনে পানি ঢেলে সিনেমাটির সঙ্গে সংশ্লিষ্ট একাধিক সূত্র জানিয়েছে, শাকিবের ‘তুফান’ সিনেমায় ভিলেন হচ্ছেন দুই বাংলার অন্যতম শক্তিমান অভিনেতা চঞ্চল চৌধুরী। সিনেমাটিতে খল অভিনেতা হিসাবে অভিনয় করবেন চঞ্চল। যদিও এই প্রসঙ্গে আনুষ্ঠানিক কোন বক্তব্য দিতে রাজি নয় সংশ্লিষ্টরা।

‘তুফান’ সিনেমাটি যৌথভাবে প্রযোজনা করছে বাংলাদেশ-ভারতের তিনটি সংস্থা এসভিএফ, আলফা আই ও চরকি।

 

;

শিল্পী সমিতির সভাপতি মিশা সওদাগর, সম্পাদক ডিপজল



স্পেশাল করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির এবারের নির্বাচনে (২০২৪-২৬) সভাপতি পদে বিজয়ী হয়েছেন অভিনেতা মিশা সওদাগর। সাধারণ সম্পাদক পদে বিজয়ী হয়েছেন অভিনেতা মনোয়ার হোসেন ডিপজল।

সভাপতি পদে মিশা সওদাগর পেয়েছেন ২৬৫ ভোট, তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী মাহমুদ কলি পেয়েছেন ১৭০ ভোট। অপরদিকে সাধারণ সম্পাদক পদে ডিপজল পেয়েছেন ২২৫ ভোট, তার প্রতিদ্বন্দ্বী নিপুন আক্তার পেয়েছেন ২০৯ ভোট।

মিশা-ডিপজল ছাড়াও সহ-সভাপতি পদে ২৩৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন মাসুম পারভেজ রুবেল ও ডি এ তায়েব ২৩১ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। সহ-সাধারণ সম্পাদক পদে বিজয়ী হয়েছেন আরমান, সাংগঠনিক সম্পাদক পদে জয় চৌধুরী, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক পদে আলেকজান্ডার বো, দফতর ও প্রচার সম্পাদক পদে জ্যাকি আলমগীর, সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক পদে কলি-নিপুণ প্যানেলের মামনুন ইমন এবং কোষাধ্যক্ষ পদে কমল বিজয়ী হয়েছেন।

এছাড়া কার্যনির্বাহী পরিষদের ১১ জন সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন- সুচরিতা, রোজিনা, আলীরাজ, সুব্রত, দিলারা ইয়াসমীন, শাহনূর, নানা শাহ, রত্না কবির, চুন্নু এবং কলি-নিপুণ প্যানেলের পলি ও সনি রহমান।

শুক্রবার (১৯ এপ্রিল) সকাল ৯টা ৩০ মিনিটে শুরু হয় ভোটগ্রহণ। চলে বিকেল সাড়ে ৫টা পর্যন্ত। উৎসবমুখর পরিবেশে ভোট দেন ৪৭৫ জন শিল্পী। 

এবারের নির্বাচনে মোট ভোটার ছিলেন ৫৭০ জন। ২১ সদস্য বিশিষ্ট কমিটি গঠনের এই নির্বাচনে ছয়জন স্বতন্ত্রসহ দুটি প্যানেল থেকে ৪৮ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। প্রতিদ্বন্দ্বী দুই প্যানেলের মধ্যে একটি জোটে ছিলেন ঢাকাই চলচ্চিত্রের দাপুটে দুই অভিনেতা মিশা ও ডিপজল। আরেক প্যানেল থেকে লড়েন সোনালি দিনের নায়ক মাহমুদ কলি ও নায়িকা নিপুণ আক্তার।

এবারের নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে ছিলেন- খোরশেদ আলম খসরু এবং সদস্য হিসেবে ছিলেন এ জে রানা ও বিএইচ নিশান। শনিবার সকাল ৭টায় নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়।

;

শিল্পী সমিতির নির্বাচনে চলছে ভোট গণনা, আসেননি অনেক তারকা



বিনোদন ডেস্ক, বার্তা২৪.কম
ফেরদৌস আহমেদ, মৌসুমী, শাকিব খান ও পপি

ফেরদৌস আহমেদ, মৌসুমী, শাকিব খান ও পপি

  • Font increase
  • Font Decrease

আজ ১৯ এপ্রিল সকাল থেকে বিএফডিসি প্রাঙ্গণে চলছে চলচ্চিত্র শিল্পী সমিতির দ্বি-বার্ষিক (২০২৪-২৬) নির্বাচন। সকাল সাড়ে ৯টায় ভোটগ্রহণ শুরু হয়, দুপুরে এক ঘণ্টা বিরতি ছিল, ভোট গ্রহণ শেষ হয়েছে বিকেল সাড়ে ৫টায়। এখন চলছে ভোট গণনা। 

ভোট দিতে সকালে তেমন কোন ভোটার উপস্থিত না থাকলেও জুমার নামাযের পর কিছু তারকা এফডিসি প্রাঙ্গণে ভিড় জমান। ভোট গ্রহণের সময় শেষ দিকে চলে এলেও দেখা যায়নি চলচ্চিত্রের অনেক জনপ্রিয় তারকাদের। জানা গেছে, তাদের অনেকেই ব্যক্তিগত কাজে দেশের বাইরে অবস্থান করছেন। যার কারণে ভোট দিতে পারছেন না।

এরমধ্যে রয়েছেন ঢাকাই সিনেমার শীর্ষ নায়ক শাকিব খান। তিনি বর্তমান নতুন সিনেমার শুটিংয়ে ভারতের হায়দরাবাদে অবস্থান করছেন।

গত নির্বাচনে কার্যনির্বাহী সদস্য পদে জয়ী হলেও এবার ভোটের মাঠ থেকে নিজেকে দূরে রেখেছেন অরুণা বিশ্বাস। দেশে না থাকার কারণে এবার ভোট দিতে আসতে পারছেন না।

৮ বছর পর এফডিসিতে ভোট দিতে এলেন কাজী মারুফ

এছাড়াও এদিন ভোট দিতে পারছেন না এমন তালিকায় রয়েছেন সুপারস্টার শাবনূও, চিত্রনায়ক ও সাংসদ ফেরদৌস আহমেদ, প্রিয়দর্শিনী মৌসুমী, পপি, পূর্ণিমা, শাহরিয়ার নাজিম জয়, আজিজুল হাকিম, আনিসুর রহমান মিলন, রেসি, বিপাশা কবির, সোহানা সাবাসহ বেশ কয়েকজন শিল্পী।

২১ সদস্যবিশিষ্ট কমিটির এই নির্বাচনে ছয়জন স্বতন্ত্রসহ দুইটি প্যানেল থেকে ৪৮ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। একটি মিশা-ডিপজল পরিষদ, অন্যটি কলি-নিপুণ পরিষদ।

এর মধ্যে সভাপতি পদে লড়ছেন একসময়ের জনপ্রিয় নায়ক মাহমুদ কলি ও দাপুটে খল-অভিনেতা মিশা সওদাগর। আর সাধারণ সম্পাদক পদে গেল আসরের মতো এবারও প্রার্থী হয়েছেন চিত্রনায়িকা নিপুণ আক্তার। তার বিপরীতে দাঁড়িয়েছেন অভিনেতা মনোয়ার হোসেন ডিপজল। এবারের নির্বাচনে মোট ভোটার সংখ্যা ৫৭০ জন। নির্বাচন কমিশনারের দায়িত্বে রয়েছেন খোরশেদ আলম খসরু।

;