করোনা ভ্যাকসিন নিলেন সাইফ

করোনা ভ্যাকসিন গ্রহণের পর বুথ থেকে বের হচ্ছেন সাইফ আলি খান
করোনা ভ্যাকসিনের প্রথম ডোজ গ্রহণ করলেন সাইফ আলি খান।
শুক্রবার (০৫ মার্চ) বান্দ্রার কুর্লা কমপ্লেক্সে গিয়ে করোনা ভ্যাকসিনের প্রথম ডোজ গ্রহণ করেছেন বলিউডের এই অভিনেতা।
ভ্যাকসিন গ্রহণের সময় ৫০ বছর বয়সী এই তারকার পরনে ছিলো গাঢ় নীল রঙের শার্ট ও গ্রে প্যান্ট। সেই সঙ্গে তিনি মুখ ঢেকেছিলেন লাল রঙের রুমাল দিয়ে।
সাইফের আগে করোনা ভ্যাকসিন গ্রহণ করেছেন হৃত্বিক রোশনের বাবা প্রযোজক রাকেশ রোশন মা পিংকি রোশন, অভিনেতা শতীস শাহ এবং দক্ষিণী সুপারস্টার কমল হাসান।