কােনো একভাবে ভিকটিম মেয়েটা: স্পর্শিয়া



কামরুজ্জামান মিলু, কন্ট্রিবিউটিং এডিটর, বার্তা২৪.কম
অর্চিতা স্পর্শিয়া

অর্চিতা স্পর্শিয়া

  • Font increase
  • Font Decrease

অর্চিতা স্পর্শিয়া। তাঁর অভিনীত বেশকিছু কাজ এরইমধ্যে বেশ আলোচনায় এসেছে। তিনি অল্প সময়ে শােবিজে পেয়েছেন দর্শকদের ভালোবাসা। গ্ল্যামার এই অভিনেত্রী এবার ওটিটি (ওভার দ্য টপ স্ট্রিমিং) প্ল্যাটফর্ম-এর জন্য কাজ শুরু করেছেন।

ইতিমধ্যে তিনটি ওয়েব সিরিজে অভিনয় করেছেন তিনি। আজ দুপুরে স্পর্শিয়া এ প্রসঙ্গে বার্তা২৪.কমকে বলেন, “গত ডিসেম্বর থেকে টানা তিনটি ওয়েব সিরিজে অভিনয় করলাম। এগুলোর নাম হচ্ছে ‘দ্য হোলি গান’, ‘আইজ্যাক লিটন’ এবং ‌‘নিখোঁজ’। প্রতিটি কাজে আমাকে দর্শকরা ভিন্ন সব চরিত্রে দেখতে পাবেন।”


তিনটি ওয়েব সিরিজে স্পর্শিয়ার চরিত্র কেমন ছিল এবং গল্প কেমন জানতে চাইলে জবাবে তিনি বলেন, “সিনেবাজ অ্যাপের জন্য ‘দ্য হোলি গান’ নির্মাণ হয়েছে। এখানে এমন একটি চরিত্রে কাজ করেছি যা আমি বাস্তবে কখনো ভাবি নাই যে এই ধরনের একটি চরিত্রে কাজ করব। নারী চরিত্রটি নিয়ে বেশিকিছু এখনই বলতে চাই না। শুধু বলতে চাই কােনো একভাবে ভিকটিম মেয়েটা। এরকম একটি চরিত্র। আশা করি, দর্শকরা পছন্দ করবেন। এটি পরিচালনা করেছেন ইয়াসির আরাফাত জুয়েল।”

এছাড়া আশরাফুজ্জামানের ‘আইজ্যাক লিটন’ করলাম বিঞ্জের জন্য। এখানে বিদেশ থেকে আসা একটি মেয়ের চরিত্রে দর্শকরা আমাকে দেখতে পাবেন। এখানে আমার সহশিল্পী হিসেবে পেয়েছি মোশাররফ করিম ভাইকে।


চরকির জন্য বিশেষ একটি ওয়েব সিরিজে কাজ করলাম। এর নাম ‘নিখোঁজ'। ডাবিং শুধু বাকি এখন। রিহান রহমানের পরিচালনায় এ কাজটি দর্শকরা চরকিতে দেখতে পাবেন। শ্যামল মওলা, আফসানা মিমি, শিল্পী সরকার অপু, শতাব্দী ওয়াদুদসহ অনেকেই এতে অভিনয় করেছেন।

রহস্যঘেরা গল্পের ওয়েব সিরিজ ‘নিখোঁজ' দর্শকরা পছন্দ করবেন বলে আশাবাদ প্রকাশ করেছেন স্পর্শিয়া। বর্তমান সময়ের ওয়েব কাজগুলো কেমন হচ্ছে জানতে চাইলে জবাবে স্পর্শিয়া বলেন, আমরা অনেক এগিয়ে গেছি। ভারতের অনেক প্রোডাকশনের চেয়ে ভালো হয়েছে আমাদের কিছু প্রোডাকশন। আমরা দেশের বাইরের অনেক দর্শক এখন পাচ্ছি। নতুন মেধাবীরা এখন ওয়েব সিরিজের কাজে সুযোগ পাচ্ছে। ওয়েব সিরিজ বা প্ল্যাটফর্মগুলোর কাজগুলো নিয়ে ভালোর দিকেই যাচ্ছি আমরা।


এদিকে, চিত্রনায়িকা রোজিনার ‘ফিরে দেখা’ সিনেমার কাজ সম্পন্ন করেছেন স্পর্শিয়া। এর মধ্যে আরও সম্পন্ন করেছেন জেড এইচ মিন্টুর ‘ক্ষমা নেই’ ছবির কাজ। ওয়েব কিংবা সিনেমা যে কাজই হোক ভালো গল্প, চরিত্র পেলে সব ধরনের কাজই করতে আগ্রহী স্পর্শিয়া ।

‘দ্য কনসার্ট ফর বাংলাদেশ’ সিনেমার মুক্তির স্মৃতি স্মরণ করলেন বব ডিলান



বিনোদন ডেস্ক, বার্তা২৪.কম
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

বাংলাদেশের মুক্তিসংগ্রামে সাহায্যার্থে ১৯৭১ সালের ১ আগস্ট যুক্তরাষ্ট্রের ম্যাডিসন স্কয়ার গার্ডেনে ‘দ্য কনসার্ট ফর বাংলাদেশ’ শীর্ষক কনসার্টের আয়োজন করেছিলেন পণ্ডিত রবি শঙ্কর ও জর্জ হ্যারিসন। সেই কনসার্টে মানবতার ডাকে ছুটে এসেছিলেন হাজার হাজার মানুষ। আর তাদের গানে গানে মাতিয়েছিলেন হ্যারিসনের দলের বব ডিলান, আলী আকবর খান, রিঙ্গো স্টার, বিলি প্রেস্টন, এরিক ক্ল্যাপটনের মতো তারকারা।

কনসার্টের নেপথ্যের ঘটনা নিয়ে পরের বছর একই নামে তথ্যচিত্র বানান সল সুইমার। ২৩ মার্চ ছবিটি মুক্তির ৫১ বছর হয়েছে। বিশেষ এই দিনে স্বর্ণালি স্মৃতি স্মরণ করলেন বব ডিলান, শেয়ার করলেন বাংলাদেশকে নিয়ে আয়োজিত কনসার্টের বিশেষ মুহূর্ত।

বিশ্ব সংগীতের সর্বকালের সেরাদের একজন বব ডিলান। নোবেল, পুলিৎজার, অস্কার কিংবা গ্র্যামির মতো বিখ্যাত সব পুরস্কার যার অর্জনে, সেই কিংবদন্তি শিল্পীই শেয়ার করলেন বাংলাদেশকে নিয়ে আয়োজিত কনসার্টের বিশেষ মুহূর্ত।

নিউইয়র্কের ম্যাডিসন স্কয়ার গার্ডেনে আয়োজিত সেই কনসার্টে চমক হিসেবে উপস্থিত হয়েছিলেন বব ডিলান। এর পর গিটার-মাউথ অর্গান বাজিয়ে শোনান তার বিখ্যাত কিছু গান। এর মধ্যে ‘জাস্ট লাইক আ ওম্যানের ভিডিও ক্লিপ নিজের অফিসিয়াল ফেসবুক পেজে পোস্ট করেছেন শিল্পী।

ভিডিওর ক্যাপশনে বব ডিলান লিখেছেন, “মার্চ ২৩, ১৯৭২: ‘দ্য কনসার্ট ফর বাংলাদেশ’ সিনেমার মুক্তির দিন।”

ভিডিওতে দেখা যায়, বব ডিলানের সঙ্গে জর্জ হ্যারিসনও গিটারে সঙ্গ দিচ্ছেন। ঐতিহাসিক আয়োজনের এমন দুর্লভ মুহূর্ত দেখে তাই উচ্ছ্বাস শ্রোতাদের মনে। বিশেষত বাংলাদেশিদের মুগ্ধতার ছাপ লক্ষ্য করা গেল ডিলানের পোস্টের নিচে। অনেকেই তাকে ভালোবাসা জানাচ্ছেন। এ ছাড়া দেশের সংগীতাঙ্গনের অনেকেও ভিডিওটি নিজ নিজ ফেসবুক ওয়ালে শেয়ার করেছেন।

‘দ্য কনসার্ট ফর বাংলাদেশ’ সিনেমার পরিচালনা করেছিলেন মার্কিন নির্মাতা সল সুইমার। এর প্রযোজনায় ছিলেন জর্জ হ্যারিসন ও অ্যালেন ক্লেইন। এই ছবিতে মূলত কনসার্টের পরিকল্পনা থেকে শুরু করে এর বাস্তবায়ন অব্দি সব কিছু তুলে ধরা হয়েছে। মুক্তির পর ছবিটি আড়াই মিলিয়ন মার্কিন ডলার আয় করেছিল।

;

প্রথমবার এক ফ্রেমে জয়া-স্বস্তিকা



বিনোদন ডেস্ক, বার্তা২৪.কম
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

টলিউডে জয়া আহসানের যাত্রা এক দশকের। এই সময়ে, তিনি বেশ কয়েকটি জনপ্রিয় চলচ্চিত্রে অভিনয় করে খ্যাতি অর্জন করেছেন, অর্জন করেছেন অসংখ্য পুরস্কার। স্বস্তিকা মুখার্জি এই দৌড়ে জয়ার অন্যতম প্রতিদ্বন্দ্বী যিনি টলিউডে অনেক আগে থেকেই প্রতিষ্ঠিত। গ্ল্যামারের সীমানা ছাড়িয়ে, তারা দুজনেই গল্প-ভিত্তিক কাজে মুগ্ধতা ছড়াতে সক্ষম। তাই ভক্তরা তাদের অভিনয়কে ভালোবাসে এবং তাদের বাংলার দেবী বলে ডাকে।

তবে তারা দুজন একই ইন্ডাষ্ট্রিতে কাজ করলেও, এতোদিন সরাসরি তাদের দেখাই হয়নি। একসঙ্গে অভিনয়তো দূরের কথা। এবার প্রথমবারের মতো এই দুই অভিনেত্রীকে মুখোমুখি করলেন কলকাতার একটি ম্যাগাজিন। একসঙ্গে কাজের পাশাপাশি ক্যামেরাবন্দীও হয়েছেন তারা।

ভারতীয় গণমাধ্যম “দ্য নিউ ইন্ডিয়ান এক্সপ্রেস” এর ম্যাগাজিন “ইনডালজ” এর জন্য প্রথমবার একসঙ্গে একটি ফটোশুটে অংশ নিলেন জয়া ও স্বস্তিকা। তাদের শেয়ার করা ছবিতে গ্ল্যামারাস লুকে দেখা গেছে এই লাস্যময়ী দুই অভিনেত্রীকে।

পত্রিকাটির সিনিয়র সহকারী সম্পাদক শর্মিষ্ঠা ঘোষাল ফটোশুটের একটি ছবি পোস্ট করে বিষয়টি সামনে আনেন। তারকা জুটিকে 'দেবী' বলেও সম্বোধন করেন তিনি।

তিনি লিখেছেন, “এই সময়ে ব্রেকিং নিউজ সম্ভব নয় কে বলেছে? প্রশ্রয় শুধু এটা করেছে! প্রথমবারের মতো আমরা অভিনয়ের দুই দেবী স্বস্তিকা মুখার্জি এবং জয়া আহসানকে বাংলা নববর্ষ উপলক্ষে একটি নতুন ফটোশুটের জন্য একসঙ্গে পেয়েছি।”

শর্মিষ্ঠা জানান, দু”জনেই নিজ নিজ জায়গায় তারকা। তবে জয়া ও স্বস্তিকার এর আগে কখনো মুখোমুখি হননি। তাদের ফটোশুটের বিশদ বিবরণ ৩১ মার্চ ম্যাগাজিনের বিশেষ সংখ্যায় প্রকাশিত হবে।

;

দীপিকা-রণবীরের সংসারে ভাঙনের গুঞ্জন!



বিনোদন ডেস্ক, বার্তা২৪.কম
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

বলিউডের জনপ্রিয় জুটি দীপিকা পাড়ুকোন ও রণবীর সিং। দীর্ঘ দিন ধরেই সুখের সংসার করছেন এই তারকা দম্পতি। যতই চারিত্রিক বৈপরীত্য থাকুক না কেন দাম্পত্যে মনের মিলটাই যে আসল, তা বারে বারে প্রমাণ করেছেন রণবীর-দীপিকা।

অন্যদিকে, দীপিকা মিতভাষী, ব্যক্তিত্বময়ী। অভিনেত্রী হিসেবেও তার খ্যাতি বিপুল। রণবীরের আবার সদা চনমনে জাহিরে বিশ্বাসী। ব্যক্তিগত জীবনেও জুটি বাঁধবেন এমনটা হয়তো আশা করেননি অনুরাগীরা। তার পর যখন দাম্পত্যে রয়েছেন, কেমন আছেন দুজনে?

বিভিন্ন সময়ে জিজ্ঞাসা করেও দীপিকার থেকে বিশেষ কোনো কথা বের করা যায়নি। আর রণবীর? তার উত্তর তো সব সময়ে হেঁয়ালি। তবে এবার যেন অশনিসংকেত দেখতে পাচ্ছেন অনেকেই। তবে এটা প্রথম নয় এর আগেও একাধিকবার বিভিন্ন সময় তাদের সম্পর্কে ভাঙনের কথা শোনা গেছে। তবে প্রতিবারই গুজব বলে উড়িয়ে দিয়েছেন এই যুগল। কিন্তু সম্প্রতি একটি অনুষ্ঠানের ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে, সেখানে ধরা পড়েছে দুজনের সম্পর্কের ছন্দপতন।

ঠিক কী হয়েছিল সেই অনুষ্ঠানে? দীপিকা গাড়ি থেকে নামলেন। দুজনেই কালো পোশাকে সুসজ্জিত। অভিনেত্রীর জন্য অপেক্ষারত রণবীর। নিজেদের পোশাক ঠিক আছে কিনা, তা একবার ভাল ভাবে দেখে নেন। তার পর বেশ কয়েকজনের সঙ্গে কথাও বলেন তারা। এর পর যা ঘটে, তাতেই উঠছে প্রশ্ন। দীপিকার জন্য হাত বাড়ালেন রণবীর। স্বামীর দিকে তাকালেন না দীপিকা, এমনকি, হাতও ধরলেন না। শেষে বাবা প্রকাশ পাড়ুকোনকে মাঝখানে রেখে ছবি তোলেন। নিমেষেই ছড়িয়ে পড়ে এই ভিডিও। অনুরাগীদের জল্পনা, তাদের মধ্যে সবকিছু ঠিক আছে তো?

;

সিক্স প্যাক নিয়ে হাজির নবাগত নায়ক দিদার



বিনোদন ডেস্ক, বার্তা ২৪.কম
সিক্স প্যাক নিয়ে হাজির নবাগত নায়ক দিদার

সিক্স প্যাক নিয়ে হাজির নবাগত নায়ক দিদার

  • Font increase
  • Font Decrease

আব্দুল কাদের দিদার। এবার ঢালিউডের নতুন অ্যাকশন হিরো হিসেবে অভিষেক হতে যাচ্ছে। পরিচালক অনিক বিশ্বাস পরিচালিত এবং ভিন্টেজ মাল্টিমিডিয়া প্রযোজিত 'খোদা হাফেজ' নামের সিনেমা দিয়ে নবাগত নায়ক এর অভিষেক হতে যাচ্ছে। এই সিনেমায় দিদার এর বিপরীতে নায়িকা হিসেবে কাজ করছেন নিপা আহমেদ রিয়েলি।

সম্প্রতি শেষ হয়েছে থ্রিলার ও অ্যাকশনধর্মী চলচ্চিত্রটির শুটিং। চলচ্চিত্রের একটি অ্যাকশন দৃশ্যের জন্য সময় নিয়েছেন দুই মাস। বানিয়েছেন নিজের সিক্স প্যাক। সিক্স প্যাক এর ছবি দিয়ে সম্প্রতি এমনি একটি ফেসবুক পোস্ট দিয়েছেন নবাগত চিত্রনায়ক দিদার।

গত বছর ও কক্সবাজারে শুটিংয়ের সময় নতুন এই অ্যাকশন হিরো ঝুঁকিপূর্ণ একটি দৃশ্য ধারণের সময় ১৬/১৭ ফুট উঁচু থেকে পড়ে যেয়ে বাঁ পায়ের হাঁটুতে আঘাত পেয়েছিলেন তিনি।

এখনকার সময়ের হলিউডের বলিউড অ্যাকশন হিরোরা ফাইটের সময় স্টান্ডম্যানদের ওপর নির্ভরশীলতা কমিয়ে দিয়েছেন, তারা নিজেরাই রিস্কি এই দৃশ্যগুলো করে থাকেন। তেমন করেই নিজেকে তৈরি করেছেন এই চিত্র নায়ক।

সিক্স প্যাক নিয়ে দিদার বলেন, গতানুগতিক ধারার চলচ্চিত্রের বাইরে থ্রিলার ও অ্যাকশনধর্মী চলচ্চিত্র 'খোদা হাফেজ'। আমি সেখানে আমার সেরাটা দিয়ে কাজ করেছি। চরিত্রের জন্য যেখানে যেমনটা দরকার হয়েছে আমি তেমনটাই দিয়েছি। দর্শকরা সিনেমা হলে গিয়ে চলচ্চিত্রটি উপভোগ করবেন। এখানকার দর্শক যেমন ভিন্ন ধাঁচের গল্প পছন্দ করেন তেমনই গল্প এটি। দর্শকরা কেউ নিরাশ হবে না আশা করি।

পরিচালক তানভীর শেহজাদের হাত ধরে বিজ্ঞাপন এবং মিউজিক ভিডিওর মধ্য দিয়ে শোবিজে পা রাখেন মডেল ও অভিনেতা আব্দুল কাদের দিদার। তিনি কালব রিসোর্ট এর একটি বিজ্ঞাপনে অভিনেত্রী মিমের সাথে জুটি বেঁধেছিল। তার অন্যতম মিউজিক ভিডিওর মধ্যে রয়েছে ডুবসাঁতার ও মন দরিয়া। ইউএস-বাংলা কোম্পানির ভাইব্রান্ট ও বাঁধন গ্রুপের টিভি কমার্শিয়ালে ব্যাপক দর্শকপ্রিয়তা করিয়েছেন তিনি।

আসছে ঈদে মুক্তির কথা চলছে 'খোদা হাফেজ' চলচ্চিত্রের বলে ও জানিয়েছেন তিনি।চলচ্চিত্রটিতে আরও অভিনয় করছেন আমান রেজা সহ আরও অনেকেই।

;