স্কুলের বেতন দিতে পারত না বাবা, ভয়ে ভয়ে থাকতেন আমির!



বিনোদন ডেস্ক, বার্তা২৪.কম
আমির খান

আমির খান

  • Font increase
  • Font Decrease

আমির খান। বলিউড মিস্টার পারফেকশনিস্ট।যার সিনেমা মুক্তি পেলে দর্শকের লাইন লাগে। বক্স অফিসের একের পর এক রেকর্ড গড়েছেন। যেমন একাধিক অ্যাওয়ার্ড পেয়েছেন, তেমন হিট ছবির লম্বা লিস্ট রয়েছে। দিল, রাজা হিন্দুস্তানি, সরফরোশ, রং দে বসন্তি, লাগান, তারে জমিন পর, গজনি, থ্রি ইডিয়টস, ধুম ৩, পিকে, দঙ্গল।

আর তিনিই জানালেন কীভাবে স্কুলে থাকার সময় বেতন দিতে দেরি হত তার ও তার ভাইবোনদের। আর সে নিয়ে কতটা ভয়ে ভয়ে থাকতেন।


আমির খানের ‘লাল সিং চাড্ডা’ মুক্তির বাকি আর তিনদিন। এই ছবিতে করিনা কাপুরের সঙ্গে জুটি বেঁধে তিনি নিয়ে আসছেন হলিউড ছবি ‘ফরেস্ট গাম্প’-এর হিন্দি রিমেক। সম্প্রতি এক সাক্ষাৎকারে বলিউডের মিস্টার পারফেকশনিস্ট জানিয়েছেন পরিবার সম্পর্কে।

বলিউডের প্রযোজক তাহির হুসেন আর তাঁর স্ত্রী জিনত হুসেনের ছেলে আমির। চার ভাইবোন ফয়সল, ফারহাত আর নিখাতের মধ্যে তিনিই বড়। ১৯৭৩ সালে ‘ইয়াদো কা বারাত’ ছবি দিয়ে কেরিয়ারের শুরু। এরপর বড় হয়ে ১৯৮৮ সালে ‘কেয়ামত সে কেময়ামত তাক’-এ কাজ করেন জুহি চাওলার বিপরীতে। তাহির আমির খানের একটি ছবিই প্রযোজনা করেছিলেন, আর তা হল ১৯৯০ সালে ‘তুম মেরে হো’।


Humans of Bombay-কে দেওয়া সাক্ষাৎকারে আমির জানান, সেই ৮টা বছরের কথা যখন তাদের পরিবারের খুব টানাটানি চলছিল। সেই সময় স্কুলের বেতন দিতেও দেরি হয়ে যেত।  স্কুলের ফি ছিল কিছুটা এরকম ক্লাস সিক্সে ৬টাকা, ক্লাস সেভেনে সাত টাকা, ক্লাস ৮-এ আট টাকা। তা সত্ত্বেও আমি ও তাঁর ভাইভোনরা ‘সময়ে বেতন দিতে পারতেন না’। এক-দুবার সাবধান করে দেওয়ার পর, প্রিন্সিপাল তাঁদের নাম ঘোষণা করে দিত অ্যাসেম্বলিতে, গোটা স্কুলের সামনে। এই কথা বলতে গিয়েও কেঁদে ফেলেন আমির সেই সাক্ষাৎকারে।

এবার  চার বছর পর ফিরছেন বড় পরদায় ‘লাল সিং চাড্ডা’ দিয়ে। ১৯৯৪ সালে অস্কার পাওয়া ছবি ফরেস্ট গাম্পের হিন্দি রিমেক নিয়ে প্রথম থেকেই দর্শকদের উন্মাদনা তুঙ্গে। তবে ছবি মুক্তির আগে থেকেই এই সিনেমা বয়কট করার ডাক উঠেছে। যার কারণ হল আমিরের ২০১৫ সালে দেওয়া এক সাক্ষাৎকার। যেখানে তিনি ও তাঁর স্ত্রী কিরণ রাও বলেছিলেন ভারতের পরিস্থিতি দিনদিন অসহিষ্ণু হয়ে পড়ছে। তাই কখনও কখনও তাঁরা ছেলেকে নিয়ে দেশ ছাড়ার কথাও ভাবেন। যদিও পরে আমির জানিয়েছিলেন তাঁর কথার ভুল মানে করা হয়েছে। ভারত ছাড়ার কোনও ইচ্ছেই তাঁর নেই। 

   

২৭ দিনে কত আয় করল ‘জাওয়ান’?



বিনোদন ডেস্ক, বার্তা২৪.কম
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

দীর্ঘ বিরতির পর চলতি বছরের শুরুতেই ‘পাঠান’ ছবির মাধ্যমে বড় পর্দায় প্রত্যাবর্তন করেন শাহরুখ খান। ‘পাঠান’ মুক্তির ঠিক নয় মাস পর আবারও ‘জাওয়ান’র মাধ্যমে নিজের জাত চেনালেন বলিউড এই অভিনেতা। 

আর মাত্র ৩ দিন পরেই সিনেমাটি মুক্তির ১ মাস পূর্ণ হবে। এখনো বক্স অফিস দাপিয়ে বেড়াচ্ছে বলিউড বাদশার এই সিনেমা। এর মধ্যেই ভারতের বাজারে ৬০০ কোটির রুপি আয় করেছে ‘জাওয়ান’। বিশ্বব্যাপী ‘জাওয়ান’ এখন পৌঁছেছে ১১০০ কোটির ঘরে। সিনেমাটি চতুর্থ সপ্তাহে পৌঁছেও বিপুল ব্যবসা অব্যাহত রয়েছে।

৩ অক্টোবর ‘জাওয়ান’ ভারতে আয় করেছে ২.৫০ কোটি রুপি। শুধু ভারতেই এই সিনেমা’র আয় এখন ৬১৪.১৭ কোটি। সব মিলিয়ে এরই মধ্যে ১ হাজার কোটি রুপি পার করে ফেলেছে সিনেমাটি।

২৭ দিনে এ সিনেমার আয় পৌঁছেছে মোট ১০৮৫.০৭ কোটিতে। খুব তাড়াতাড়িই ‘জাওয়ান’ ১১’শ কোটি অতিক্রম করবে বলে অনুমান করা হচ্ছে।

৭ সেপ্টেম্বর মুক্তি পেয়েছিল ‘জাওয়ান’। প্রথম দিনে বিশ্বজুড়ে ১২৯.০৬ কোটি রুপি আয় করে রেকর্ড গড়েছিল সিনেমাটি। এরপর থেকেই একের পর এক রেকর্ড গড়ে যাচ্ছিল বলিউড বাদশা’র এই সিনেমা।

;

২৭ অক্টোবর মুক্তি পাচ্ছে আদর-প্রকৃতির ‘যন্ত্রণা’



বিনোদন ডেস্ক, বার্তা ২৪.কম
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

ঢালিউড চলচ্চিত্রের সম্ভাবনাময় নতুন জুটি চিত্রনায়ক আদর আজাদ ও চিত্রনায়িকা মানসী প্রকৃতি। প্রথমবার তারা জুটি বেঁধে অভিনয় করেছেন ভালোবাসার গল্পে নির্মিত ‘যন্ত্রণা’ নামের সিনেমায়।

আব্দুল্লাহ জহির বাবুর গল্পে সিনেমাটি পরিচালনা করেছেন আরিফুর জামান আরিফ। অনেক আগেই সিনেমাটির নির্মাণ কাজ শেষ হয়েছে। নতুন খবর হচ্ছে, আগামী ২৭ অক্টোবর (শুক্রবার) দেশজুড়ে সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে বলে জানান এর নির্মাতা।

এই সিনেমার মাধ্যমে দীর্ঘ বিরতির পর নতুনভাবে বড় পর্দার জন্য কাজ করেছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী মানসী প্রকৃতি।

তিনি বলেন, দীর্ঘ সময় পর নতুন সিনেমা নিয়ে দর্শকদের মুখোমুখি হতে যাচ্ছি। যেহেতু অনেক দিন পর সিনেমায় কাজ করেছি। তাই বুঝেশুনে ভালো একটি গল্প দিয়েই ফিরতে চেয়েছিলাম। ‘যন্ত্রণা’ তেমনই একটি গল্প। নিজের সর্বোচ্চ দিয়ে চেষ্টা করেছি চরিত্রটি ফুটিয়ে তুলতে। বাকিটা দর্শক বলতে পারবেন কতটুকু পেরেছি। সময় যতটা ঘনিয়ে আসছে ততটা নার্ভাস লাগছে। তবে এতটুকু বলতে পারব প্রেক্ষাগৃহে এসে দর্শক নিরাশ হবেন না। সবাইকে প্রেক্ষাগৃহে এসে সিনেমাটি দেখার আহ্বান রইল। আশা করছি, আমাদের প্রথম জুটির কাজ দর্শক ভালো ভাবে গ্রহণ করবেন।


আদর আজাদ বলেন, ভালোবাসার গল্পে সিনেমাটি নির্মিত হয়েছে। গল্পে নতুনত্ব আছে। বর্তমান সময়কে মাথায় রেখেই সিনেমাটি নির্মিত হয়েছে। এই সিনেমার মাধ্যমে প্রথমবার আমরা একসঙ্গে কাজ করেছি। আশা করছি, সিনেমাটি মুক্তি পেলে দর্শক পছন্দ করবেন।

স্মার্ট মাল্টিমিডিয়া প্রযোজিত সিনেমাটিতে চারটি গান রয়েছে। দুটি করে চারটি গান লিখেছেন জনপ্রিয় গীতিকার সুদীপ কুমার দীপ ও রবিন ইসলাম। গানগুলো গেয়েছেন আকাশ সেন, কনা, বেলী আফরোজ, মিলন, আতিয়া আনিসা, অয়ন চাকলাদার ও কর্ণিয়া। আবহ সঙ্গীত পরিচালনা করেছেন রাষ্ট্রীয় পুরস্কারপ্রাপ্ত সঙ্গীত পরিচালক ইমন সাহা। সঙ্গীতায়োজনে রবিন ইসলাম।

সিনেমাটিতে আদর-প্রকৃতি ছাড়াও আরও অভিনয় করেছেন- সায়মা স্মৃতি, শতাব্দী ওয়াদুদ, ডন, বড়দা মিঠু, আশরাফ কবির, সোহেল রশিদ, গাঙ্গুয়া, জাহিদ, পারভেজ সুমন, শেখ স্বপ্না, পারভিন আক্তার, অতিথি শিল্পী তনামি হক প্রমুখ। পনির আহমদের চিত্রগ্রহণে চলচ্চিত্রটি সম্পাদনা করেছেন রাষ্ট্রীয় পুরস্কারপ্রাপ্ত চলচ্চিত্র সম্পাদক তৌহিদ হোসেন চৌধুরী।

;

৩২ বছর পর একসঙ্গে অমিতাভ-রজনীকান্ত



বিনোদন ডেস্ক, বার্তা২৪.কম
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

ভারতীয় সিনেমার দুই মহাতারকা রজনীকান্ত ও অমিতাভ বচ্চন ৩২ বছর পর এক সিনেমায় হাজির হচ্ছেন। পরিচালক টিজে জ্ঞানভেলের হাত ধরে সিনেপ্রেমীদের দীর্ঘ অপেক্ষার অবসান। ছবির নাম এখনও চূড়ান্ত হয়নি।

মঙ্গলবার (৩ অক্টোবর) লাইকা প্রোডাকশনের পক্ষ থেকে ঘোষণা করা হয়, এটি রজনীকান্তের ১৭০তম সিনেমা। তাই আপাতত এটিকে ‘থালাইভার ১৭০’ নামে অভিহিত করা হচ্ছে। 

প্রযোজনা সংস্থা সোশ্যাল মিডিয়া পোস্টে জানায়, ‘ভারতীয় সিনেমার শাহেনশাকে স্বাগতম। ‘থালাইভার ১৭০-এ’ থাকছেন অমিতাভ বচ্চন। প্রতিভায় ভরপুর অমিতাভ বচ্চন আমাদের টিমে যোগ দেওয়ায় আমরা নতুন উচ্চতায় পৌঁছালাম’।

‘হাম’ ছবিতেই শেষবার একসঙ্গে দেখা গিয়েছিল দুই মেগাস্টারকে। দীর্ঘ তিন দশকে একসঙ্গে কাজ না করলেও তাদের বন্ধুত্ব ছিল অটুট। রজনীকান্তের কাজের প্রশংসায় হামেশাই পঞ্চমুখ অমিতাভ। এমনকি রোবট ছবির সাংবাদিক বৈঠকেও সামিল হয়েছিলেন বিগ বি। এই ছবিতে রজনীকান্তের নায়িকা ছিলেন বচ্চন-বধূ ঐশ্বর্য রাই বচ্চন। ‘আন্ধা কানুন’ (১৯৮৩), ‘গ্রেফতার’ (১৯৮৫) এবং ‘হাম' (১৯৯১) ছবিতে এর আগে একসঙ্গে কাজ করেছেন দুজনে।

এখনও ঠিক হয়নি ‘জয় ভীম’ পরিচালক টিজে জ্ঞানভেলের নতুন ছবির নাম। রজনীকান্তের কেরিয়ারের ১৭০তম ছবি এটি। সেইসূত্রেই আপতত ছবির ওয়ার্কিং টাইটেল ‘থালাইভার ১৭০’। 


এই তামিল ছবির সঙ্গীতের দায়িত্বে থাকবেন ‘জাওয়ান’-এর কম্পোজার অনিরুদ্ধ রবিচন্দর। এই ছবিতে অমিতাভ-রজনীকান্ত ছাড়াও দেখা যাবে রানা দগ্গুবতি, ফাহাদ ফাসিলের মতো নামী তারকাদের। সঙ্গে থাকছেন, মঞ্জু ওয়ারিয়ার, ঋত্বিকা সিং।

বক্স অফিসে দারুণ সাড়া ফেলেছে রজনীকান্তের শেষ রিলিজ ‘জেলর’। তামান্না-রজনী ‘কাভালা’ গানে নেচেছে গোটা দেশ। এই ছবির সাফল্যে বেজায় উত্তেজিত রজনীকান্ত। ৭২ বছর বয়সেও দাপটের সঙ্গে নায়কের ভূমিকায় অভিনয় করে চলেছেন তিনি।

 

;

শুরু হতে যাচ্ছে সিসিএলের স্থগিত ম্যাচ



বিনোদন ডেস্ক, বার্তা২৪.কম, ঢাকা
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

আবারো শুরু হতে যাচ্ছে সেলিব্রিটি ক্রিকেট লীগের খেলা।

মঙ্গলবার (৩ অক্টোবর) আয়োজক প্রতিষ্ঠান জি নেক্সটের কর্মকর্তা অর্নিল হাসান গণমাধ্যমকে এ তথ্য জানান। 

তিনি বলেন, আগামী ১৫ থেকে ২০ অক্টোবরের মধ্যে যেকোনো একদিন লীগের বাকি খেলাগুলোর আয়োজন করতে চাই। যথাযথ কর্তৃপক্ষের অনুমতি পাওয়ার পর তারিখ জানানো হবে।

মিরপুর শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে শুরু হয় সেলিব্রিটি ক্রিকেট লীগ (সিসিএল) ২০২৩। মোট আটটি দলে ভাগ হয়ে খেলায় অংশ নেন বিনোদন অঙ্গনের তারকা ও কলাকুশলীরা। প্রতি দলে নারী-পুরুষ তারকারা অংশ নিয়েছেন ১৮ জন করে। এসব দলের নেতৃত্বে আছেন গিয়াস উদ্দিন সেলিম, সালাহউদ্দিন লাভলু, শিহাব শাহীন, চয়নিকা চৌধুরী, দীপংকর দীপন, সকাল আহমেদ, মোস্তফা কামাল রাজ ও রায়হান রাফী। 

গত ২৯ সেপ্টেম্বর একটি অনাকাঙ্ক্ষিত খটনার কারণে সাময়ক স্থগিত হয়ে যায় সেলেব্রিটি ক্রিকেট লীগ। আট দলের ক্যাপ্টেনদের সাথে আলোচনা করে পরে সিদ্ধান্তে উপনীত হয়ে যে সেলেব্রিটি ক্রিকেট লীগ-২০২৩ এর খেলা এই মাসের মধ্যে সম্পুন্ন হবে। অংশগ্রহণ করা সকল দলের ক্যাপ্টেন এবং আয়োজক কমিটি জেনারেশন নেক্সট (জিনেক্সট) এই সিধান্তে উপনীত হয় যে, ঠিক যেখান থেকে গ্রুপ পর্বের খেলা বন্ধ হয়েছিল সেখান থেকেই শুরু হবে এই খেলা। 

ইতিমধ্যে জানা গেছে, খেলার ভেতর যারা বিশৃঙ্খলা সৃষ্টি করে তাদের বিরুদ্ধে দেশের প্রচলিত আইনে আয়োজক জিনেক্সট ইতিমধ্যে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করেছে। তদন্তের সার্থে মামলা সম্পর্কে বিস্তারিত কিছু প্রকাশ করা হয়নি।

অর্নীল হাসান বলেন, আগামী ১৫ থেকে ২০ তারিখ এর মধ্যে সুন্দর একটি দিন দেখে সেলেব্রিটি ক্রিকেট লীগ ২০২৩ এর ফাইনাল অনুষ্ঠিত হবে।

 



;