রাজের সিনেমায় নায়ক রাজ

ছবি: সংগৃহীত
শরীফুল রাজকে সর্বশেষ বড় পর্দায় দেখা গিয়েছে ‘দামাল’ সিনেমায়’। এবার নির্মাতা মোস্তফা কামাল রাজের পরিচালিত ‘ওমর’ সিনেমায় দেখা যাবে এই অভিনেতাকে।
কয়েক দিন আগে পোস্টার প্রকাশের মাধ্যমে ‘ওমর’ শিরোনামের সিনেমার ঘোষণা দেন রাজ। এরপর জানিয়েছিলেন সিনেমায় অভিনয় করা তিন অভিনয়শিল্পীর নাম। এবার রাজ জানিয়েছেন, সিনেমাটির নাম ভূমিকায় অভিনয় করবেন অভিনেতা শরিফুল রাজ।
আজ শনিবার দুপুরে রাজ ফেসবুকে লিখেছেন, ‘“ওমর” সিনেমার নাম ভূমিকায় যাঁকে নির্বাচন করেছি, তাঁর সঙ্গে আমার নামের মিল আছে। আমি রাজ, সে-ও রাজ। শরিফুল রাজ। ‘‘ওমর’’ সিনেমার ওমর হয়ে দর্শকদের সামনে আসবেন রাজ। আমার নতুন সিনেমার নাম ভূমিকায় তাঁকে পেয়ে আমি খুশি। সেই সঙ্গে অনেক আশাবাদী। রাজের অভিনয় নৈপুণ্য নিয়ে আলাদাভাবে বলার কিছু নেই।
এদিকে শরীফুল রাজ বলেন, ‘গল্পটি নিয়ে অনেক দিন ধরে আলাপ–আলোচনা চলছিল। আমরা অনেকবার বসেছি। ভালো লাগার কারণে গল্পটার সঙ্গে যুক্ত হতে সম্মত হয়েছি। আমার মনে হয়েছে, একেবারে ভিন্নধর্মী একটা ভাবনায় গল্পটি এগোবে, যা সবাইকে অন্য রকম আনন্দ দেবে। এর বাইরে আপাতত আর কিছুই বলা সম্ভব না।’
নির্মাতা রাজ জানিয়েছেন, শরীফুল রাজকে নিয়ে ১ সেপ্টেম্বর থেকে কক্সবাজারে ‘ওমর’ ছবিটির শুটিং শুরু হয়। এ বছরই সিনেমাটি মুক্তি দেওয়ার পরিকল্পনা রয়েছে তাঁর।। কুমিল্লা, সিলেট, কক্সবাজার, মানিকগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে চলবে ওমর সিনেমার কাজ।
‘ওমর’ সিনেমায় আরও অভিনয় করছেন ফজলুর রহমান বাবু, শহীদুজ্জামান সেলিম, নাসির উদ্দিন খানের মতো অভিনয়শিল্পী।