পরিণীতি-রাঘবের রাজকীয় বিয়ের সাক্ষী হবে উদয়পুর

সাত পাকে ঘুরতে যাচ্ছেন পরিণীতি চোপড়া এবং রাঘব চাড্ডা
আগামী রোববার (২৪ সেপ্টেম্বর) বিয়ে করতে চলেছেন রাঘব চাড্ডা এবং পরিণীতি চোপড়া। হিন্দি সিনেমাপ্রেমী এবং পরিণীতি ভক্তদের নজর এখন এই বলিউড অভিনেত্রীর বিয়ের আনুষ্ঠানিকতার দিকে। রাজস্থানের উদয়পুরে অবস্থিত লীলা প্যালেসে আগামীকাল (২৩ সেপ্টেম্বর) থেকে শুরু হবে বিয়ের আনুষ্ঠানিকতা।
পরিণীতি চোপড়া এবং রাঘব চাড্ডা রাজকীয় বিয়ের অনুষ্ঠানের জন্য লীলা প্যালেসের মহারাজা এবং রয়্যাল স্যুট বুক করেছেন। রয়্যাল স্যুটে সোনার গম্বুজ এবং কাঁচের তৈরি শিল্প রয়েছে যা মেওয়ারের সংস্কৃতিকে প্রতিনিধিত্ব করে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল লীলা প্যালেস হোটেলের ডাইনিং এরিয়া কাঁচের তৈরি এবং খুব সুন্দর।
গতকাল অভিনেত্রী পরিণীতি চোপড়া এবং আম আদমী পার্টির সংসদ সদস্য রাঘব চাড্ডা উদয়পুরে বিমানবন্দরে পৌঁছালে সেখানে একটি দুর্দান্ত আয়োজনের মাধ্যমে স্বাগত জানানো হয় তাদের। দুই তারকাকে অভিবাদন জানাতে বিমানবন্দরের বহির্গমন গেটে একটি লাল গালিচা বিছানো হয়। এর পাশেই ছিল রাঘব-পরিণীতির বিয়ের হোর্ডিং। এ সময় বিমানবন্দরে কঠোর নিরাপত্তা ব্যবস্থা ছিল। এরপরে গাড়িতে উঠে হোটেলের উদ্দেশ্যে রওনা হন তারা। সন্ধ্যায় একটি সংবর্ধনারও আয়োজন করা হয়েছে।
২৪ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া রাজকীয় বিয়ের উদযাপনের প্রথম দিনে মেহেদী অনুষ্ঠান এবং গায়ে হলুদ অনুষ্ঠান হবে। মেহেদীর জন্য রাখা হয়েছে সবুজ ও গোলাপি রঙের থিম। হলুদ অনুষ্ঠানের জন্য পুরো আয়োজনকে দেওয়া হবে হলুদ রূপ। এছাড়াও বিয়ের দিন সাদা ফুল দিয়ে সাজসজ্জার জন্য ৬০ জন কারিগরের একটি দল ডাকা হয়েছে, যারা বিয়ের ফুল সাজানোর সমস্ত কাজ করবে।
রাজকীয় বিয়ের অতিথি তালিকায় থাকবেন রাজনীতিবিদসহ বলিউড ইন্ডাস্ট্রির অনেক তারকা। পরিণীতির বোন প্রিয়াঙ্কা চোপড়া তাদের মধ্যে অন্যতম একজন।
রাঘব চাড্ডা এবং পরিণীতি চোপড়া ২৪ সেপ্টেম্বর বিকেলে সাত পাকে ঘুরবেন। চার হাত বাঁধা পরবে প্রণয়ের বন্ধনে। জমকালো বিয়ের আয়োজনকে ঘিরে ভক্তদের মাঝে বিরাজ করছে মধুর বিড়ম্বনা।