জাওয়ানের দাপটেও ‘অন্তর্জালের’ তিন দিনের সব টিকিট বিক্রি

  • বিনোদন ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

জাওয়ানের দাপটকে উপেক্ষা করেই সিনেপ্লেক্সগুলোতে বিক্রি হয়ে গেছে অন্তর্জালের আগামী তিন দিনের সব টিকিট। অন্যদিকে বাংলা সিনেমার ইতিহাসে দেশীয় সিনেমা অন্তর্জালের সবচেয়ে বড় স্ক্রিনিং অনুষ্ঠিত হয়েছে যুক্তরাষ্ট্রে।

শুক্রবার (২২ সেপ্টেম্বর) দেশ বিদেশ মিলিয়ে ১৮৪টি প্রেক্ষাগৃহে এক সঙ্গে মুক্তি পেয়েছে সিনেমাটি।

বিজ্ঞাপন

অন্তর্জাল মুক্তির প্রথম শো’তে সব-টিকিট বিক্রি হয়ে গেছে দুই দিন আগেই। সিনেমাটি বেশ কয়েকবার মুক্তির তারিখ পিছিয়ে দেয়ার কারণে শঙ্কা ছিল হয়তো অন্তর্জাল থেকে মুখ ফিরিয়ে নেবেন দর্শক। কিন্তু অন্তর্জালের রহস্যের মতোই দর্শক শেষ মুহূর্তে এসে জানিয়ে দিল সিনেমাটির জন্যই দিনের পর দিন অপেক্ষায় ছিলেন তারা।

অভিনেতা এবিএম সুমন বলেছেন, ‘আমি অনেক এক্সাইটেড। কারণ আমরা অনেকদিন এই প্রজেক্টের পেছনে লেগে ছিলাম। আমাদের শুটিং শেষের পরেও আমাদের পোস্টে অনেক কাজ ছিলো। আপনারা জানেন আমরা বেশ কয়েকবার পিছিয়েছি। আমরা বিশ্বাস করি এ সিনেমা সবার ভালো লাগবে।’

পরিচালক দীপংকর দীপন বলেন, ‘অন্তর্জাল আসলে খুব এক্সক্লুসিভ ছবি। দেখলেই বুঝতে পারবেন, ছবিটা আমরা তিন বছর ধরে বানিয়েছি এমনি এমনি নয়। এ ছবিটার পেছনে আমাদের বিশাল অংকের অর্থ খরচ হয়েছে, প্রায় ছয় কোটির মতো। এ ছবির মধ্যে আমরা যে ধরনের ভিজুয়াল তৈরি করেছি, গল্প, সেট ও ক্যারেক্টার তৈরি করেছি, এটা সিনেমা হলে না দেখলে বুঝতে পারবেন না বিষয়টি নিয়ে আমরা কতটা গবেষণা করে তৈরি করেছি।’

অন্তর্জালের মুক্তির কারণে প্রদর্শনীর সংখ্যা কমিয়ে দেয়া হয়েছে জাওয়ান সিনেমার। স্টার সিনেপ্লেক্সের প্রতিদিনের শো দেয়া হয়েছে ১৪টি আর যমুনা ব্লকবাস্টারে চারটি। সব মিলিয়ে দেশের প্রেক্ষাগৃহে অন্তর্জালের হল সংখ্যা ৩৫টি হলেও বাংলাদেশে মুক্তির দিনেই সিনেমাটি মুক্তি দেয়া হয়েছে আমেরিকাতেও। তাই সিনেমাটির সফলতা নিয়ে আশাবাদী প্রযোজক পরিচালক।

সিনেমাটির প্রযোজনা প্রতিষ্ঠান মনে করে যেহেতু বর্তমানের তরুণ দর্শকেরা ভিন্ন নির্মাণ আর গল্পের সিনেমা পছন্দ করে তাই তারকা বহুল অন্তর্জাল সিনেমাটি দেখতে ভিড় হবে দেশীয় প্রেক্ষাগৃহগুলোতে।