নাচতে নাচতে বিয়ের মণ্ডপে রাঘব-পরিণীতি!
ছবি: সংগৃহীত
সম্প্রতি সাত পাকে বাঁধা পড়েছেন রাঘব-পরিণীতি। উদয়পুর লীলা প্যালেসের পিচোলা হ্রদের ধারে তাদের বিয়ে সম্পন্ন হয়। তবে, মণ্ডপে ঢুকার সময়ের নাচ এখন ‘টক অফ দ্য টাউন’। রাঘব-পরিণীতির সাদা থিমের বিয়ে ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।
যেখানে দেখা যাচ্ছে, মালা বদলের পর মঞ্চের দিকে নাচতে নাচতে চলেছেন তাঁরা। রাঘব এক হাতে ধরে রয়েছেন ছাতা। পরিণীতি পুরো নাচের মুডে। বউয়ের এনার্জির সঙ্গে তাল মেলাতে চেষ্টা করছেন রাঘব নিজেও।
ইনস্টাগ্রামে একজন পাপারাজ্জি তার অ্যাকাউন্ট থেকে ভিডিও শেয়ার করেছেন। যেখানে ভালোবাসা ও শুভেচ্ছা জানিয়েছেন নেট-নাগরিকরা। একজন লিখেছেন, ‘কী কিউট…’। আরেকজন লিখেছেন, ‘আমি চোখ ফেরাতে পারছি না ওদের থেকে।’
সোমবার (২৫ সেপ্টেম্বর) সকালে বিয়ের একাধিক ছবি শেয়ার করে পরিণীতি আর রাঘব যৌথ বিবৃতি দিয়ে লিখেছেন, ‘ব্রেকফাস্ট টেবিলে আমাদের প্রথম কথা থেকেই হৃদয় জানত। এই দিনটার জন্য কতদিনই না অপেক্ষা করলাম। মিস্টার ও মিসেস হতে পেরে ধন্য। একে-অপরকে ছেড়ে আর থাকতে পারছিলাম না। আমাদের একসাথে পথ চলা শুরু হলো।’
কনের তরফে নিমন্ত্রিতের তালিকায় তারকাদের মধ্যে ছিলেন সানিয়া মির্জা, মণীশ মলহোত্রা। রাঘবের তরফে ছিলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল, পঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগওয়াত মান, ক্রিকেটার হরভজন সিং, যুবসেনা প্রেসিডেন্ট আদিত্য ঠাকরে।
বিয়েতে সাদা ও বেইজ পোশাকে সেজেছিলেন রাঘব-পরিণীতি। মণীশ মলহোত্রার ডিজাইনে লেহেঙ্গা পরেছিলেন অভিনেত্রী। সঙ্গে এমারেল্ডের গয়না। মাথার লম্বা ভেইলে খোদাই করা ছিল রাঘবের নাম। আর রাঘব পরেছিলেন সাদা রঙের শেরওয়ানি ও বেইজ রঙের পাগড়ি।