সমালোচকদের পছন্দে সেরা ‘টুয়েলভ’থ ফেল’

  • বিনোদন ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

সমালোচকদের পছন্দে সেরা ‘টুয়েলভ’থ ফেল’

সমালোচকদের পছন্দে সেরা ‘টুয়েলভ’থ ফেল’

অর্ধযুগ আগে হলিউডের মতো বলিউডের সমালোচকদের পছন্দে পুরস্কার প্রদার অনুষ্ঠান আয়োজন করা হচ্ছে। ২০২৪ সালের ৬ষ্ঠ ‘বলিউড ক্রিটিকস অ্যাওয়ার্ডস’ শো অনুষ্ঠিত হয় মঙ্গলবার (১২/০৩/২০২৪)। সেই অনুষ্ঠানে বলিউডের অনেক শিল্পী উপস্থিত ছিলেন। রিচা চাড্ডা, আলি ফজল, করণ জোহর, কিরণ রাও, অনিল কাপুর, বিদ্যা বালান সহ অনেকেই মঞ্চ আলোকিত করেন।

সবচেয়ে বেশি আলোচনায় আছেন বাজিমাত করা বিক্রান্ত মাসে। তার সিনেমা ‘টুয়েলভ’থ ফেল’ জনগণের মনে জায়গা করে নেওয়ার পর, এবার জাতীয় পর্যায়ে সম্মাননা অর্জন করছে। চলচ্চিত্র হিসেবে সমালোচকদের মনে সেরার স্থান দখল করেছে এই সিনেমা। বাকি ক্যাটাগরিতে কে হলো সেরা, জেনে নেওয়া যাক!

বিজ্ঞাপন

চলচ্চিত্র:

বিজ্ঞাপন

সেরা চলচ্চিত্র- টুয়েলভ’থ ফেল

সেরা পরিচালক- পিএস বিনোথরাজ (কুজহাঙ্গাল)

সেরা লেখক- দেবাশীষ মাখিজা (জোরাম )

সেরা সম্পাদক- অভ্র ব্যানার্জি (জোরাম)

সেরা সিনেমাটোগ্রাফার- অবিনাশ অরুণ (থ্রি অব আস)

সেরা অভিনেতা- বিক্রান্ত মাসে (টুয়েলভ’থ ফেল)

সেরা অভিনেত্রী- শেফালি শাহ (থ্রি অব আস)

সেরা পার্শ্ব অভিনেতা-জয়দীপ আহলাওয়াত (জানে জানে) 

সেরা পার্শ্ব অভিনেত্রী- দীপ্তি নাভাল (গোল্ডফিশ)

লিঙ্গ সংবেদনশীলতা- ফায়ার ইন দ্য মাউন্টেন

শর্টফিল্ম:

সেরা শর্ট ফিল্ম- নকটার্নাল বার্গার

সেরা অভিনেতা- সঞ্জয় মিশ্রা (গিদ্ধ:দ্য স্ক্যাভেঞ্জার)

সেরা পরিচালক- রিমা মায়া (নকটার্নাল বার্গার)

সেরা অভিনেত্রী – মিলো সুনকা (নকটার্নাল বার্গার)

সেরা লেখা - অশোক শঙ্খলা এবং মনীশ সাইনি (গিদ্ধ:দ্য স্ক্যাভেঞ্জার)

সেরা সিনেমাটোগ্রাফি -  জিগমেট ওয়াংচুক (লাস্ট ডে’জ অব সামার)

ওয়েব সিরিজ:

সেরা সিরিজ- কোহরা

সেরা পরিচালক- বিক্রমাদিত্য মোতওয়ানে (জুবলি)

সেরা লেখক- গুঞ্জিত চোপড়া, দিগ্গি সিসোদিয়া এবং সুদীপ শর্মা (কোহরা)

সেরা অভিনেতা- সাবিন্দরপাল ভিকি (কোহরা)

সেরা অভিনেত্রী- রাজশ্রী দেশপান্ডে (ট্রায়াল বাই ফায়ার)

শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেতা- সিদ্ধান্ত গুপ্ত (জুবলি)

সেরা পার্শ্ব অভিনেত্রী- অমৃতা সুভাষ (লাস্ট স্টোরিজ সিজন টু: দ্য মিরোর)

 তথ্যসূত্র: হিন্দুস্তান টাইমস