চিত্রনায়িকা মৌসুমীর বিরুদ্ধে চেক ডিজঅনার মামলায় গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন ঢাকার একটি আদালত। আইপিডিসি ফাইন্যান্স লিমিটেডের চেক ডিজঅনার মামলায় গত ২৪ জুলাই তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়। গ্রেফতারি-সংক্রান্ত তামিল প্রতিবেদন দাখিলের জন্য আগামী ১৬ অক্টোবর দিন ধার্য রয়েছে।
মৌসুমী বর্তমানে দেশের বাইরে রয়েছেন। বহুদিন ধরেই যুক্তরাষ্ট্রে মেয়েকে নিয়ে থাকছেন তিনি। এর মধ্যেই নায়িকার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হলো।
বিজ্ঞাপন
আইপিডিসি ফাইন্যান্স লিমিটেডের ১ লাখ ৬ হাজার ২১১ টাকার চেক ডিজ-অনারের অভিযোগে গত বছরের ৩ ডিসেম্বর ঢাকার একটি আদালতে অভিনেত্রী আরিফা পারভিন জামান মৌসুমীর বিরুদ্ধে মামলা করেন আইপিডিসির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা এম এম মুশফিকুর রশীদ।
আদালত মামলাটি আমলে নিয়ে তাকে হাজির হওয়ার জন্য সমন জারি করেন। আদালতে হাজির হওয়ার জন্য তার গুলশান-১-এর বাসায় এ সমন পাঠানো হয়। সেখান থেকে সমন ফেরত গেলে ২৮ এপ্রিল তার বসুন্ধরা আবাসিকের বাসায় ফের সমন পাঠানো হয়। এদিন সমন জারি হওয়ায় তিনি আদালতে উপস্থিত না হওয়ায় ২৪ জুলাই তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়।
বিজ্ঞাপন
এ বিষয়ে আইপিডিসি ফাইন্যান্স লিমিটেডের আইনজীবী আবু আল নাহিদ গণমাধ্যমকে বলেন, চিত্রনায়িকা মৌসুমীর বিরুদ্ধে চেক ডিজঅনার মামলা হয়েছে। এ মামলায় আদালতে উপস্থিত না হওয়ায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত।
সময়ের সঙ্গে সঙ্গে গান শোনার ধরণে এসেছে পরিবর্তন। একটা সময় ছিলো গ্রামোফোন, কলের গান। এরপর বেতারই ছিলো ভরসা। সিডি, ক্যাসেটও এখন অতীত। এখন সবচেয়ে বেশি গান শোনা হয় মোবাইল ফোনে।
আর জেন জি অনলাইনেই গান শুনতেই বেশি পছন্দ করে। তাইতো তাদের কাছে স্পটিফাই এখন দারুণ জনপ্রিয়। চলতি বছর স্পটিফাইয়ে সবচেয়ে বেশি স্ট্রিমিং হওয়া শিল্পীদের তালিকা প্রকাশ করেছে সংগীত স্ট্রিমিং এই প্ল্যাটফর্মটি।
তালিকার ১০ নম্বর অবস্থানে আছেন কলম্বিয়ার গায়ক ফেইড। গত বছরের সেপ্টেম্বরে মুক্তি পায় তার ৬ষ্ঠ স্টুডিও অ্যালবাম ‘ডিয়ার, ডোন্ট বি অ্যাফ্রেইড অব দ্য ডার্কনেস’। এই অ্যালবামসহ তার অন্যান্য গান শুনেছেন শ্রোতারা।
৯-এ আছেন মার্কিন গায়িকা-অভিনেত্রী আরিয়ানা গ্রান্দে। এখন অবশ্য তিনি আলোচনায় নতুন সিনেমা ‘উইকেড’-এ অভিনয় করে। তবে বছরজুড়েই তিনি আলোচনায় ছিলেন গান নিয়ে।
তালিকার ৮-এ আছেন বিতর্কিত মার্কিন র্যাপার কেনি ওয়েস্ট। যত বিতর্কই থাকুক, গানের জন্য বিশ্বজুড়ে জনপ্রিয় এই র্যাপার।
২৫ বছর বয়সী মেক্সিকান শিল্পী পেসো প্লুমা তরুণদের কাছে ব্যাপকভাবে জনপ্রিয়। গত কয়েক বছর ধরেই তার গান মুক্তির পর বিশ্বজুড়ে আলোচিত হয়েছে। স্পটিফাইয়ের তালিকায় তিনি আছেন ৭-এ।
তালিকার ৬ নম্বরে আছেন মার্কিন র্যাপার ট্র্যাভিস স্কট। গত বছর কাইলি জেনারের সঙ্গে বিচ্ছেদ হয়েছে, এ ছাড়াও নানা কারণে ব্যক্তিজীবনে দুঃসময় পার করছেন। তবে শিল্পীর জনপ্রিয়তায় ভাটা পড়েনি।
এই তালিকার ৫-এ রয়েছেন এই সময়ের তুমুল জনপ্রিয় আরেক গায়িকা বিলি আইলিশ। ২২ বছর বয়সী এই শিল্পীর তৃতীয় স্টুডিও অ্যালবাম ‘হিট মি হার্ড অ্যান্ড সফট’ মুক্তি পেয়েছে চলতি বছরের ১৭ মে। গান দিয়ে বছরজুড়েই আলোচিত ছিলেন তিনি।
চলতি বছরের আরেক আলোচিত গায়ক ড্রেক। এই কানাডীয় র্যাপার আছেন তালিকার ৪ নম্বরে। শুরুতে অভিনয় করতেন, তবে ২০১০, ২০১১ ও ২০১৩ সালে তিন অ্যালবাম দিয়ে বলা যায় রাতারাতি বিশ্বসংগীতে নিজের অস্তিত্ব জানান দেন তিনি। গত ১৫ বছরে হয়ে উঠেছেন তরুণদের অন্যতম প্রিয় শিল্পী।
তালিকার ৩-এ রয়েছেন পুয়ের্তো রিকোর র্যাপার ব্যাড বানি। নানা কারণে আলোচিত-সমালোচিত এই শিল্পীর বিশ্বজুড়েই আলাদা শ্রোতাশ্রেণি রয়েছে।
তালিকার ২-এ রয়েছেন আরেক কানাডীয় শিল্পী দ্য উইকেন্ড। ৩৪ বছর বয়সী এই শিল্পী গানের সঙ্গে এখন অভিনয়ও করছেন, আগামী বছর মুক্তি পাবে তার নতুন অ্যালবাম। সব মিলিয়ে বছরজুড়েই তার গান শুনেছেন শ্রোতারা।
তালিকার শীর্ষে অনুমিতভাবেই রয়েছেন টেইলর সুইফট। কেননা তিনি বর্তমান সময়ে বিশ্বের শীর্ষ সঙ্গীতশিল্পীর জায়গাটি ধরে রেখেছেন। মাত্র ১৭ বছর বয়সে সংগীতে তার যাত্রা শুরু হয়েছিল। এরপর দুর্দান্ত সব গান, একের পর এক পুরস্কার, রেকর্ড কোম্পানির সঙ্গে লড়াই মিলিয়ে সুইফট হয়ে উঠেছেন বিশ্বসংগীতের অন্যতম শীর্ষ তারকা।
তিনি তৈরি করেছেন অবিশ্বাস্য এক ভক্ত-অনুরাগীর দল, যারা পরিচিতি পেয়েছে ‘সুইফটিজ’ নামে। তার চলমান ‘দ্য ইরাস ট্যুর’ কনসার্ট নানা বিচারেই হয়ে উঠেছে এই শতকের অন্যতম গুরুত্বপূর্ণ কনসার্ট ট্যুর। সব মিলিয়ে চলতি বছর স্পটিফাইয়েও রাজত্ব করেছেন তিনি।
আজকাল প্রায়ই হলিউডের তারকাদের সঙ্গে ছবি প্রকাশ করেন দেশের জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। না, তিনি সাধারণ ভক্তদের মতো হলিউড তারকাদের শুটিং দেখতে যান না। মেহজাবীন সেখান থেকে ছবিগুলো তোলেন সেখানে হলিউড তারকাদের মতো তিনিও আমন্ত্রিত অতিথি হিসেবে যান।
তেমনি এক উৎসব থেকে হলিউডের প্রখ্যাত দুই তারকা উইল স্মিথ ও এমিলি ব্লান্টের সঙ্গে সেলফি প্রকাশ করেছেন নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে।
বিনোদন অঙ্গনে এ মুহূর্তে আলোচনায় রয়েছে সৌদি আরবের রেড সি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। এই আলোচনায় থাকার অন্যতম কারণ, হলিউড ও বলিউডের জনপ্রিয় তারকাদের উপস্থিতি। ৫ ডিসেম্বর সৌদি আরবের জেদ্দায় উৎসবের উদ্বোধনী আসরে অংশ নেন এসব তারকা। সেই আসরে নামী তারকাদের সঙ্গে উৎসবের লাল গালিচায় হেঁটেছেন বাংলাদেশি অভিনেত্রী মেহজাবীন চৌধুরী ও নির্মাতা মাকসুদ হোসাইন। তারা এই উৎসবে অংশ নিয়েছেন ‘সাবা’ সিনেমাটি দিয়ে।
পরিচালক মাকসুদ হোসাইন জানান, ‘‘এই আয়োজনের অংশ হতে পারা গৌরবের। ‘সাবা’ এই উৎসবে অফিশিয়াল মনোনয়ন পেয়েছে। এ নিয়ে চারটি উৎসবে অফিশিয়াল মনোনয়ন পেল সিনেমাটি। আমি সিনেমাটি দেখার জন্য আমন্ত্রণ জানিয়েছি উইল স্মিথ, এমিলি ব্লান্টসহ অন্যদের।’’
মাকসুদ আরও বলেন, ‘‘রেড কার্পেট আয়োজনে ছিল আমাদের জন্য চমক। সাধারণত দেখা যায়, নির্বাচিত সিনেমার পরিচালকেরা একই সময়ে রেড কার্পেটে হাঁটেন। সেখানে এই উৎসব ছিল ব্যতিক্রম। পাশাপাশি আমির খান, উইল স্মিথসহ আমন্ত্রিত অতিথি সবাই হেঁটেছি। রেড কার্পেট পর্বের পরে উইল স্মিথসহ অনেকের সঙ্গে আমাদের কথা হয়। তিনি আমাদের ‘সাবা’ সিনেমাটি নিয়ে জানতে চান। পরে তাকে গল্পটি বলি। টপিক তার ভালো লেগেছে। আমাদের প্রিমিয়ারে আসার ইচ্ছা পোষণ করেছেন। বলেছেন চেষ্টা করবেন।’’
অস্কারের চড়–কাণ্ডে ১০ বছরের জন্য নিষিদ্ধ উইল স্মিথ। তবে এর আগে ‘কিং রিচার্ড’ সিনেমায় অভিনয় করে অস্কার জয় করেন। ‘সাবা’র জন্য শুভকামনা জানিয়েছেন ‘ওপেনহাইমার’ তারকা এমিলি ব্লান্ট। অস্কারে মনোনয়ন পাওয়া এই তারকা এর আগে ‘গিডিয়ন্স ডটার’ সিনেমা দিয়ে গোল্ডেন গ্লোব পুরস্কার জয় করেন।
প্রযোজক, সুরকার সিমন ফ্রাঞ্জলেনের নামের সঙ্গে জড়িয়ে আছে ‘টাইটানিক’, ‘অ্যাভাটার’ সিনেমার নাম। পেয়েছেন গ্র্যামিসহ একাধিক আয়োজনের পুরস্কার ও সম্মাননা। এমন বিশ্বের গুরুত্বপূর্ণ তারকাদের অনেকেই ‘সাবা’ নিয়ে কথা বলেছেন। মাকসুদ হোসাইন জানান, আগামীকাল থেকে পরপর তিনটি শো হবে সিনেমাটির।
তিনি বলেন, ‘নতুন আয়োজন হলেও রেড সি এখন অনেক অনেক গুরুত্বপূর্ণ উৎসব। এই উৎসব নিয়ে অনেক পরিচালক, প্রযোজকের আগ্রহ রয়েছে। আমাদের সিনেমাটি নিয়ে তাঁরা কী বলেন, সেটাই জানার অপেক্ষায় রয়েছি।’
৫ থেকে ১৪ ডিসেম্বর পর্যন্ত চলবে এবারের উৎসব। ১০ দিনের উৎসবে ৮১টি দেশের ১২০টি সিনেমা প্রদর্শিত হবে। এবার মূল প্রতিযোগিতা বিভাগে লড়বে ১৬টি চলচ্চিত্র। প্রতিযোগিতা বিভাগের প্রধান বিচারকের দায়িত্ব পালন করবেন অস্কারজয়ী মার্কিন নির্মাতা স্পাইক লি।
হায়দরাবাদে ‘পুষ্পা ২’ ছবির প্রিমিয়ারে গিয়ে পদপিষ্ট হয়ে মারা যান ৩৫ বছর বয়সী নারী রেবতী। গতকাল শুক্রবারই জানা যায়, তার মৃত্যুকে কেন্দ্র করে আইনি ঝামেলায় পড়েছেন আল্লু অর্জুন। এই দক্ষিণি অভিনেতা এবং প্রেক্ষাগৃহের মালিকের বিরুদ্ধে মামলা করা হয়েছে। এবার জানা গেল, নিহত ওই নারীর পরিবারকে ২৫ লাখ রুপি (বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩৫ লাখ টাকা) সহায়তার ঘোষণা দিয়েছেন আল্লু অর্জুন।
৪ ডিসেম্বর হায়দরাবাদের আরটিসি ক্রসরোডসের চিক্কদপল্লির সন্ধ্যা থিয়েটারে রাত সাড়ে ৯টায় ‘পুষ্পা ২: দ্য রুল’ ছবির প্রিমিয়ারের আয়োজন ছিল। ভিড়ে ঠাসা এই প্রেক্ষাগৃহে পদপিষ্ট হয়ে রেবতী মারা যান।
রেবতীর সঙ্গে ছিল তার ১৩ বছরের ছেলে শ্রীতেজ। প্রেক্ষাগৃহে অস্বাভাবিক ভিড়ের কারণে দম বন্ধ হয়ে গিয়েছিল শ্রীতেজের। আর সে জ্ঞান হারিয়ে ফেলেছিল।
ভিড়ে পদদলিত হয়ে নারীর মৃত্যু এবং তার ছেলের আহত হওয়ার ঘটনার দুই দিন পর দুঃখ প্রকাশ করেছেন দক্ষিণি তারকা আল্লু অর্জুন। ক্ষতিগ্রস্ত ওই পরিবারের জন্য ২৫ লাখ রুপি সহায়তার ঘোষণা দিয়েছেন তিনি।
সেই সঙ্গে ওই আহত শিশুর চিকিৎসার সব ব্যয়ভার বহন করবেন তিনি। গতকাল এক্স হ্যান্ডেলে এসব জানিয়ে পোস্ট করেন এই তারকা।
আল্লু অর্জুন পোস্টে লেখেন, তিনি ‘গভীরভাবে মর্মাহত’। শোকসন্তপ্ত পরিবারটির সঙ্গে ব্যক্তিগতভাবে সাক্ষাৎসহ সব ধরনের সহায়তার আশ্বাস দিয়েছেন জনপ্রিয় এই অভিনেতা।
কয়েক মাস ধরে ঐশ্বরিয়া রাই ও অভিষেক বচ্চনের বিচ্ছেদের গুঞ্জন নিয়ে সরগরম বলিপাড়া। আম্বানিদের বিয়ের অনুষ্ঠানে একসঙ্গে উপস্থিত না হওয়া, আরব আমিরাতের একটি শোতে নাম থেকে বচ্চন পদবি বাদ দেওয়া- এসব নিয়ে চলছে বিচ্ছেদের গুঞ্জন। মাঝেমধ্যে অমিতাভ বচ্চন সোশ্যাল মিডিয়ায় হাজির হচ্ছেন ইঙ্গিতপূর্ণ পোস্ট নিয়ে। তবে সব গুঞ্জনকে এক পাশে রেখে এক ফ্রেমে হাজির সবাইকে চমকে দিলেন ঐশ্বরিয়া ও অভিষেক দম্পতি।
গত বৃহস্পতিবার রাতে মুম্বাইয়ের সান এন স্যান্ড হোটেলে একটি বিয়ের সংবর্ধনায় ঐশ্বরিয়া-অভিষেককে একই ফ্রেমে দেখা গেল! সাধারণত জনসমক্ষে কম দেখা দেওয়া এই দম্পতি ঐশ্বরিয়ার মা বৃন্দা রাইয়ের সঙ্গে অনুষ্ঠানে যোগ দেন।
চলচ্চিত্র প্রযোজক অনু রঞ্জন সামাজিক যোগাযোগমাধ্যমে তাদের ছবি শেয়ার করে লিখেছেন, ‘এতটা ভালোবাসা আর উষ্ণতা!’
ঐশ্বরিয়া ও অভিষেক হাস্যোজ্জ্বল মুখে ছবি তুলেছেন। চলচ্চিত্র প্রযোজক মনীশ গোস্বামীর শেয়ার করা একটি ছবিতে দেখা যায়, এই দম্পতি অতিথিদের সঙ্গে দাঁড়িয়ে ছবি তুলছেন। অভিনেত্রী আয়েশা জুলকাও অনুষ্ঠানের কিছু ছবি শেয়ার করেছেন।
১৭ বছরের বেশি সময় একসঙ্গে পার করেছেন এই দম্পতি। তাদের একমাত্র সন্তান আরাধ্যা। সম্প্রতি অভিষেক তার চলচ্চিত্র ক্যারিয়ার চালিয়ে যেতে পারার জন্য আরাধ্যাকে সামলানোয় ঐশ্বরিয়ার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।