বাবা হয়েছেন ‘সুপারম্যান’ সিনেমা দিয়ে বিশ্বব্যাপী পরিচিতি পাওয়া ৪১ বছর বয়সী অভিনেতা হেনরি ক্যাভিল। তার প্রেমিকা নাটালি ভিসকুসো প্রথম সন্তানের জন্ম দিয়েছেন বলে পিপল ম্যাগাজিনকে জানিয়েছে একটি সূত্র। তবে সন্তানের নাম, লিঙ্গ বা জন্মতারিখ সম্পর্কিত কোনো তথ্য এখনও প্রকাশ করা হয়নি।
২০২৪ সালের এপ্রিলে ক্যাভিল ঘোষণা করেছিলেন যে, তিনি ও ভিসকুসো তাদের প্রথম সন্তানের প্রত্যাশায় রয়েছেন।
বিজ্ঞাপন
তিনি সেই সময় দ্য মিনিস্ট্রি অব আনজেন্টলম্যানলি ওয়ারফেয়ার-এর নিউইয়র্ক প্রিমিয়ারে অ্যাক্সেস হলিউডকে বলেছিলেন, ‘আমি খুবই রোমাঞ্চিত। ন্যাটালি ও আমি দুজনেই খুব উচ্ছ্বসিত। আশা করি, এর আরও অনেক কিছু আপনি সামনে দেখতে পাবেন।’
হেনরি ক্যাভিল ও তার প্রেমিকা নাটালি ভিসকুসো
এরপর, ক্যাভিল ফাদার্স ডে-তে তার ইনস্টাগ্রাম ফলোয়ারদের কাছ থেকে প্রথম সন্তান আসার আগে পিতৃত্বের বিষয়ে পরামর্শ চেয়েছিলেন।
বিজ্ঞাপন
ক্যাভিল ও নাটালি ভিসকুসো তাদের সম্পর্কের আনুষ্ঠানিক ঘোষণা দেন ২০২১ সালের এপ্রিলে। তারা তখন একটি দাবা খেলার সময় তোলা ছবি পোস্ট করেছিলেন ইনস্টাগ্রামে।
ভিসকুসো সেই পোস্টে লিখেছিলেন, ‘হেনরিকে কিছু দাবা খেলা শেখাচ্ছিলাম... অথবা... হয়তো সে আমাকে জিততে দিয়েছে?’
‘সুপারম্যান’ চরিত্রে হেনরি ক্যাভিল
বড়পর্দার পর ফের ছোটপর্দা, ভালোবাসা দিবসে আসছেন মেহজাবীন
মাসিদ রণ, সিনিয়র নিউজরুম এডিটর, বার্তা২৪.কম
|
‘নীল সুখ’-এর পোস্টারে মেহজাবীন চৌধুরী ও ফররুখ আহমেদ রেহান
বিনোদন
‘প্রিয় মালতী’ সিনেমাটি দিয়ে গত বছর বড়পর্দায় দারুণ অভিষেক হয়েছে ছোটপর্দা থেকে সুপারস্টার হয়ে ওঠা মেহজাবীন চৌধুরীর। বর্তমানে সেই ছবিটি ওটিটি প্ল্যাটফর্মে চরকিতেও দেখা যাচ্ছে।
এরইমধ্যে নতুন খবর আসলো জনপ্রিয় এই অভিনেত্রীর। ভালোবাসা দিবসে তার কাজ মানেই দর্শকের কাছে আলাদা আকর্ষন। তাই তো এবারও ভালোবাসা দিবসে নতুন কাজ নিয়ে হাজির হচ্ছেন মেহজাবীন।
মেহজাবীন চৌধুরী
গতকাল থেকেই শুরু হয়েছে সেই কাজটির প্রচারণা। নাম ‘নীল সুখ’। সোশ্যাল মিডিয়ায় ‘অর্পা ও মারুফ আসছে তাদের ভালোবাসার গল্প নিয়ে’ এমন ট্যাগ লাইনে চলছে প্রচারণা। তবে মেহজাবীনের কাজ ফ্রিতে দেখার সুযোগ এবারও পাচ্ছেন না দর্শক।
কারণ ‘নীল সুখ’ মূলত একটি ওয়েব কনটেন্ট, আর সেটি মুক্তি পাবে দেশিয় ওটিটি প্ল্যাটফর্ম বিঞ্জে। এটি নির্মাণ করেছেন মেহজাবীনের অনেক সাড়া জাগানো কাজের নির্মাতা ভিকি জাহেদ। তবে এবার আর মেহজাবীনের সঙ্গে তার জনপ্রিয় কোন জুটিকে দেখা যাবে না। ‘নীল সুখ’-এ মেহজাবীনের বিপরীতে অভিনয় করেছেন মডেলিং থেকে জনপ্রিয়তা পাওয়া ফররুখ আহমেদ রেহান।
ফররুখ আহমেদ রেহান
বলা দরকার, ভিকি জাহেদের হাত ধরেই অভিনয়ে প্রথম নজর কাড়েন রেহান। মজার বিষয় হলো, ‘আরারাত’ নামের সেই ওয়েব কনটেন্টেও রেহানের সহকর্মী ছিলেন মেহজাবীন চৌধুরী। তবে সেখানে রেহানের উপস্থিতি ছিলো স্বল্প। ফলে বলা যায় এবারই প্রথম দেখা যাবে মেহজাবীন-রেহান জুটিকে। বরের সাজে শুয়ে থাকা রেহানের ঠোটে জলন্ত সিগারেট, তার বুকে সী গ্রীণ শাড়ি পরা রহস্যময়ী মেহজাবীনের হাতে ধরা নীল ফুল। এমন পোস্টার দেখেই দর্শকের আগ্রহ বেড়েছে কাজটি দেখার জন্য।
‘নীল সুখ’-এর পোস্টারে মেহজাবীন চৌধুরী ও ফররুখ আহমেদ রেহান
যদিও কাজটি নিয়ে এখনো বিস্তারিত কিছুই জানাননি নির্মাতা কিংবা অভিনয়শিল্পীরা। প্রযোজনা প্রতিষ্ঠান বিঞ্জ জানিয়েছে, আগামী ১০ তারিখ একটি অনুষ্ঠানের মাধ্যমে ‘নীল সুখ’ নিয়ে বিস্তারিত জানানো হবে।
কেন খুলনা গিয়েছিলেন প্রমাণসহ পপি, ফাঁস করলেন বিস্ফোরক তথ্য
মাসিদ রণ, সিনিয়র নিউজরুম এডিটর, বার্তা২৪.কম
|
চিত্রনায়িকা সাদিকা পারভীন পপি
বিনোদন
গত কয়েকদিন ধরেই হঠাৎ আলোচনায় জনপ্রিয় চিত্রনায়িকা সাদিকা পারভীন পপি। বিগত কয়েক বছর একেবারেই লোকচক্ষুর আড়ালে থাকা এই নায়িকা আলোচনায় আসেন নেতিবাচক সংবাদের শিরোনাম হয়ে।
কয়েকটি গণমাধ্যমে খবর প্রকাশ পায়, বাবার জমি দখলের চেষ্টায় পপির নামে জিডি করেছেন তার বোন! এ নিয়ে যখন চরম সমালোচনার মুখে পপি তখন তিনিও মুখ খোলেন এক দীর্ঘ ভিডিও বার্তার মাধ্যমে।
এরপর থেকেই নেটিজেনরা দুই ভাগে বিভক্ত হয়ে যায়। কেউ পপির জন্য দুঃখ প্রকাশ করেন, কেউ আবার পপির মায়ের করা অভিযোগকে সত্য মনে করছেন।
চিত্রনায়িকা সাদিকা পারভীন পপি
এমন পরিস্থিতিতে পপি আবারও গণমাধ্যমে কথা বললেন। এই দীর্ঘ অডিও বার্তায় তিনি তুলে ধরেন নতুন কিছু তথ্য। তিনবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত এই অভিনেত্রী জানান, তার নামে শুরুতেই মিথ্যা খবর ছড়িয়ে দিয়েছে তার মা ও ভাই-বোন। তিনি সেই তথ্য অস্বীকার করে বলেন, ‘আমি কেন বাবার জমি দখল করতে যাবো। আমি শিল্পী, আমি কি ভূমিদস্যু? আমি সেখানে গিয়েছি খুলনা ওয়াসার ডাকে। তারা আমাকে নোটিশ পাঠায় বলে সেখানে গিয়েছিলাম।’
চিত্রনায়িকা সাদিকা পারভীন পপি
পপি গণমাধ্যমকে সেই নোটিশের কপিও হস্তান্তর করেন। এরপর পপি দুঃখ প্রকাশ করে বলেন, ‘আমারই ভুল ছিলো শুরুতে চুপ থাকা। চুপ থাকা তো অন্যায় নয়, কিন্তু সেটাকেই সবাই দুর্বলতা মনে করছে। কিন্তু আমি তো এতো নিচে নামতে শিখিনি। আমি তো অনেকের মতো আজেবাজে ভাষা ব্যবহার করা কিংবা নোংরামি করতে পারবো না। আমারই ভুল ছিলো আমার সর্বস্ব দিয়ে ভাই বোনকে মানুষ করার চেষ্টা করেছি। এটা দেখে আমার অনেক সহকর্মী কিংবা পরিচালকরা বলতেন, তুমি যা করছ তাতে ওরা মানুষ হবে না। শাবনূরের কথা খুব মনে পড়ছে, ওই এই কথা আমাকে একাধিকবার বলেছে। সে ঠিক ছিলো, আমি ভুল ছিলাম। আমি তাদের মানুষ করতে পারিনি।’
পপির দেওয়া ডকুমেন্টস
পপি আরও বিস্ফোরক তথ্য দেন। তিনি বলেন, ‘আমার বোন খেয়ালী আমার চাচির বরকে বিয়ে করেছে, তাও সেই লোক একজন হিন্দু ধর্মের মানুষ। সে স্মাগলিংয়ের সঙ্গে জড়িত। আমার মা তাকে সাপোর্ট করে। আমার ভাইরা আমার আলমারী ভেঙে একাধিকবার অর্থ চুরি করেছে। এ নিয়ে আমি রমনা থানায় জিডিও করেছি। আমার গায়ে তারা হাত তুলেছে। আমাকে খুন করে ফেলতেও চক্রান্ত করেছে। আমি সব মুখ বুঝে সহ্য করেছি। এখন আমার নিজের টাকায় কেনা জমির ভোগ দখল করতে গিয়েছি, সেটাও তারা বাধা দিচ্ছে।’
চিত্রনায়িকা সাদিকা পারভীন পপি
সবশেষে পপি বলেন, আর কতো দিনই বা বেঁচে থাকব। যে ক’দিন বাঁচি একটু ভালোভাবে বাঁচতে চাই। আল্লাহ খোদার নাম করতে চাই। পপির কথায় বোঝা যায়, তিনি আর শোবিজে ফিরতে চান না। স্বামী সন্তান নিয়ে এখন ভালো আছেন বলেই তার মন্তব্য। তার স্বামীর বিরুদ্ধে তার মায়ের যে অভিযোগ সেগুলোও তিনি অস্বীকার করেন। বরং তার প্রাইভেসি নষ্ট করে স্বামী ও সন্তানের ছবি পাবলিক প্ল্যাটফর্মে প্রকাশ করার জন্য পপি তার মা ও ভাই বোনদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেবেন বলেও জানান।
স্বামী-সন্তান নিয়ে পপি
একঝাঁক তরুণ শিল্পীদের হাত ধরে যাত্রা শুরু করল ‘আরবিট ক্রিয়েটিভ হাব’
বিনোদন
একঝাঁক তরুণ শিল্পীদের হাত ধরে যাত্রা শুরু করল বিজ্ঞাপনী সংস্থা ‘আরবিট ক্রিয়েটিভ হাব’। গত ৫ ফেব্রুয়ারি এটি উদ্বোধন করেন জনপ্রিয় চিত্রনায়ক ইমনসহ অনেকে। এই প্রতিষ্ঠান থেকে বিজ্ঞাপন, ওভিসি, কন্টেন্ট মার্কেটিংয়ের পাশাপাশি গ্রাফিক্স ডিজাইন, ওয়েবসাইট ডিজাইন ও ডেভেলপমেন্ট, ডিজিটাল মার্কেটিং, ইভেন্ট ম্যানেজমেন্টসহ সকল ধরনের ক্রিয়েটিভ সার্ভিস দেয়া হবে।
চিত্রনায়ক ইমন বলেন, ‘এটি ভালো একটি উদ্যোগ। যেকোনো ভালো উদ্যোগের সঙ্গে থাকতে পারলে ভালো লাগে। আরবিট ক্রিয়েটিভ হাব যেকোনো সমস্যার বড় সমাধান। অনলাইন ও অফলাইন ব্যবসার সকল প্রকার বিজ্ঞাপন আরবিট ক্রিয়েটিভ হাব আরও সহজ করছে। আমার শুরুটা হয়েছিল বিজ্ঞাপন দিয়ে। তারাও বেশকিছু বিজ্ঞাপন নির্মাণের পরিকল্পনা করেছে। সেই কাজগুলোতেও আমাকে পাওয়া যাবে। আশা করি, ভালো কিছু হবে।’
একঝাঁক তরুণ শিল্পীদের হাত ধরে যাত্রা শুরু করল ‘আরবিট ক্রিয়েটিভ হাব’
চিত্রনায়িকা সুবহা বলেন, ‘এটি ক্রিয়েশনের জায়গা। আমরা ভালো কাজের জন্য ভালো জায়গা পাই না। কিন্তু আরবিট ক্রিয়েটিভ হাব সেরা। আমি এই প্রতিষ্ঠানের সঙ্গে আছি।’
এসময় আরও উপস্থিত ছিলেন আরবিট ক্রিয়েটিভ হাব-এর প্রতিষ্ঠাতা সিইও মো. কাজী কাদের নেওয়াজ এবং ম্যানেজিং ডিরেক্টর মোহাম্মদ রেজওয়ান, কণ্ঠশিল্পী ও কোরিওগ্রাফার আর্শিনা প্রিয়া, চলচ্চিত্র পরিচালক অনিক বিশ্বাস, অভিনেতা এস এম জনি, অভিনেতা রুশ শেখ, নাট্যপরিচালক জিয়াউদ্দিন আলম, তন্ময় খান, অভিনেতা আরফান আনিক, কণ্ঠশিল্পী এফ এ প্রীতম প্রমুখ।
কালো তালিকাভুক্ত থেকে একুশে পদকপ্রাপ্তি, যা বললেন ফেরদৌস আরা
বিনোদন ডেস্ক, বার্তা২৪.কম
|
ফেরদৌস আরা
বিনোদন
ভিন্ন মতের কারণে বিগত ১৫ বছর বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) ও বাংলাদেশ বেতারে গান গাইতে দেওয়া হয়নি জনপ্রিয় নজরুলসংগীত শিল্পী ফেরদৌস আরাকে। বিগত সরকারের রোষানলের শিকার হয়েছিলেন তিনি। ছিলেন কালো তালিকাভুক্ত। গত ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর এই অবস্থার পরিবর্তন ঘটে। আবারও বিটিভি ও বেতারের অনুষ্ঠানে ফিরেছেন তিনি। নজরুল ইনস্টিটিউটের সদস্যও নির্বাচিত হয়েছেন। এবার পেলেন রাষ্ট্রের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক পুরস্কার একুশে পদক।
বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য এ বছর ১৫ জন বিশিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানকে একুশে পদকের জন্য মনোনীত করেছে সরকার। বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয় থেকে মনোনীতদের নাম ঘোষণা করা হয়।
ফেরদৌস আরা
সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী মনোনীতদের নাম প্রকাশ করেন। এই তালিকায় নিজের নাম দেখে ফেরদৌস আরা বার্তা২৪.কমকে বলেন, ‘একুশে পদক পাওয়ায় আমি ভীষণ আনন্দিত। এই অনুভূতি সত্যিই প্রকাশের ভাষা নেই। আমার দীর্ঘ সংগীত ক্যারিয়ারে যারা পাশে ছিলেন, শ্রোতা, ভক্ত, অনুরাগী এবং আমার পরিবারের সবার কাছেই কৃতজ্ঞতা জানাই। একজন শিল্পী হিসেবে এমন পুরস্কারে দায়িত্ব আরও বেড়ে গেল। সবার কাছে দোয়া চাই যেন সুস্থ থেকে গান করে যেতে পারি।’
তিনি বলেন, ‘স্বীকৃতি ব্যাপারটা কাগজ-কলমের। কিন্তু মানুষের ভালোবাসাটাই একজন শিল্পীর জন্য বড় পাওয়া। মানুষ ভালোবাসে বলেই গান গেয়ে যেতে পারছি। মাঝে কিছু অনুষ্ঠানে এমনও হয়েছে, মানুষ বাধভাঙা উচ্ছ্বাস নিয়ে আসছে শুধু দেখার জন্য। এমন পরিস্থিতি হয়েছে, তাদের জন্য তিনটি রাস্তার মোড় আটকে রাখতে হয়েছিল। এই যে মানুষের ভালোবাসা সেটা তো অ্যাওয়ার্ডে পাওয়া যায় না। তবে স্বীকৃতি শিল্পীসত্তার পূর্ণতা দেয়।’
ফেরদৌস আরা
প্রসঙ্গত, চার যুগেরও বেশি সময় ধরে সংগীতচর্চা করছেন ফেরদৌস আরা। দেশের প্রথিতযশা নজরুলসংগীত শিল্পীদের মধ্যে অন্যতম তিনি। সব ধরনের গান গাইলেও নজরুলসংগীতের জন্য সমাদৃত এই শিল্পী।