ঠাণ্ডা যুদ্ধ চলছে বলিউড অভিনেত্রী কঙ্গনা রনৌত ও আলিয়া ভাটের মধ্যে। কিছুদিন আগে এতে শামিল হয়েছেন কঙ্গনার বোন রঙ্গলি চান্দেল ও আলিয়ার মা সোনি রাজদানও।
কিন্তু কোনো ঝামেলায় জড়াতে চান না আলিয়া, তাই বিষয়টি নিয়ে কখনও কোনো মন্তব্য করতে দেখা যায়নি তাকে।
বিজ্ঞাপন
রোববার (২১ এপ্রিল) ‘ক্রিটিকস চয়েজ অ্যাওয়ার্ড-২০১৯’-এ হাজির হয়েছিলেন আলিয়া ভাট। সেখানে গণমাধ্যমকর্মীরা কঙ্গনার প্রসঙ্গে আলিয়ার কাছে জানতে চাইলে তিনি বলেন- ‘আপনারা ভালো করেই জানেন আমি এসব ঝামেলার মধ্যে একদম পড়তে চাই না। আমি শুধু চাই সুখে থাকতে, কঠোর পরিশ্রম করতে এবং নিজেকে প্রতিদিন একজন ভালো মানুষ হিসেবে গড়ে তুলতে। লোকে কী বললো না বললো সেদিকে নজর দিতে চাই না। প্রত্যেকের বলার অধিকার আছে। যার যা ইচ্ছে তাই বলুক। আমি শুধু চুপ থেকে সব শুনবো। আর এটি হবে আমার প্রতিবাদ।’
‘মনিকর্নিকা’ ছবির পক্ষে দাঁড়াননি বলে আলিয়া ভাটের ওপর চটেছেন কঙ্গনা রনৌত। অন্যদিকে, কঙ্গনার মনে কোনো কষ্ট দিয়ে থাকলে তার কাছে ক্ষমা প্রার্থনাও করেছিলেন আলিয়া ভাট। কিন্তু তাতেও মন গলেনি কঙ্গনার। এরপর থেকেই শুরু হয় বলিউডের এই দুই অভিনেত্রীর দ্বৈরথ।
বিতর্ক যেন পিছু ছাড়ছে না ঐশ্বরিয়া রাইকে। ডিভোর্সের জল্পনার মধ্যেই এবার তার ভাবি শ্রীমা রাই এই তারকাকে নিয়ে করলেন বেস্ফোরক মন্তব্য! শ্রীমার ফেসবুক পোস্ট ঘিরে বিতর্কের সূত্রপাত।
সম্প্রতি শ্রীমা পারিবারিক অনুষ্ঠানের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করেছেন। সেই ছবিতে পরিবারের সবাই থাকলেও ঐশ্বরিয়া রাই ও তার কন্যা আরাধ্যা বচ্চনেরে কোন ছবি নেই। এই পোস্ট দেখে ঐশ্বরিয়ার ভক্তরা প্রশ্ন তুলেছেন কেন তিনি পারিবারিক ছবিতে নেই।
সেই প্রশ্নের কঠিন জবাব দিয়েছেন শ্রীমা। তিনি বলেন, আপনারা ঐশ্বরিয়ার সামাজিক যোগাযোগ মাধ্যমে গিয়ে দেখুন। সেখানে শুধুই তিনি এবং তার মেয়ের ছবি। কোথাও আমাদের ছবি শেয়ার করেছেন? এর পরে শ্রীমা আরও একটি পোস্ট করেন ঐশ্বরিয়ার ননদ শ্বেতা বচ্চন ও নন্দাই নিখিল নন্দাকে ধন্যবাদ জানিয়ে। নেটিজেনরা বলছেন বৌদির সঙ্গে অভিনেত্রীর নাকি বিন্দুমাত্র মিল নেই।
ঐশ্বরিয়া ভক্তরাও পাল্টা জবাব দিয়েছেন। তারা দাবি করেন, এর আগে বহু বার ঐশ্বরিয়ার পারিবারিক ছবিতে দেখা গিয়েছে আদিত্য ও শ্রীমাকে। তিনি ছবি শেয়ার না করলে শ্রীমাকে কেউই চিনত না। ঐশ্বরিয়াকে নাকি হিংসা করেন শ্রীমা!
এতে বেজায় চটেছেন শ্রীমা! পাল্টা জবাবে তিনি বলেন, ‘আমি ব্লগার হওয়ার আগে দীর্ঘ দিন ব্যাংকে চাকরি করেছি। ২০০৯ সালে সৌন্দর্য প্রতিযোগিতায় বিজয়ী হয়েছি। এটা সকলকে জানিয়ে রাখা ভাল আমি কারও নাম ভাঙিয়ে জীবনে কিছু করিনি। আমি নিজের ক্ষমতায় নিজের ক্যারিয়ার তৈরি করেছি।
তরুণ গীতিকার মামুন আফনান রুমির কথা ও সুরে কন্ঠ দিলেন জনপ্রিয় সংগীতশিল্পী মৌসুমী আক্তার সালমা। "একমাত্র ঠিকানা" ও "ভালোবাসার মূল্য দিলানা" শিরোনামে সালমার গাওয়া দু’টি গানের সংগীত আয়োজন করেছেন এস ডি সাগর।
মিউজিক ভিডিওসহ পৃথক দুই প্রযোজনা প্রতিষ্ঠান থেকে শিঘ্রই গানগুলো প্রকাশিত হবে বলে জানা গেছে।
গীতিকার মামুন আফনান রুমি বলেন, সালমার জন্য এর আগেও গান লিখেছি। তবে এবারের অভিজ্ঞতা অন্যরকম। গান দু’টি লেখার পাশাপাশি নিজেই সুর করেছি। গানগুলো একটু ভিন্ন আঙ্গিকে সাজানো চেষ্টা করেছি। এবারের কাজগুলো নিয়ে আমি অনেক আশাবাদী।
গান দু’টি প্রসঙ্গে সংগীতশিল্পী সালমা বলেন, সুন্দর ও সাবলীল কথায় দু’টি মৌলিক গান করলাম। গান দু’টি সম্পূর্ণ ভিন্ন ধরণের, তাই গাইতেও ভালো লাগলো। আশা করি গানগুলো সবাই পছন্দ করবেন।
উল্লেখ্য, মামুন আফনান রুমি এই প্রজন্মের গীতিকার হিসেবে নিজেকে পরিচিত করেছেন সংগীতাঙ্গনে। তার কথায় গেয়েছেন আসিফ আকবর, কাজী শুভ, এফ এ সুমন, মিলন, ন্যান্সি, শামস্, ইলিয়াস, অরিন, নিশ্চুপ বৃষ্টি, ইমন খান, সাফায়াত বেলাল, সাথী খান সহ অনেকেই। গান লেখার পাশাপাশি কয়েকটি মিউজিক ভিডিওতেও মডেল হিসেবে কাজ করেছেন তিনি।
বলিউডের জনপ্রিয় কমেডি সিনেমার একটি ‘হাউসফুল’ সিরিজ। ২০১০ সালে মুক্তি পেয়েছিল হাউসফুলের প্রথম পর্ব। দারুণ হিট হওয়ার পর দুই বছরের মাথায় আসে ‘হাউসফুল টু’। এটিও আলোচিত হয়। ২০১৬ সালে ‘হাউসফুল থ্রি’ এবং ২০১৯ সালে আসে ‘হাউসফুল ফোর’। এবার আসছে এই সিনেমার পঞ্চম কিস্তি।
ইতোপূর্বেই জানা গিয়েছিল, বলিউডের আলোচিত এই ফ্র্যাঞ্চাইজির পঞ্চম কিস্তিতে থাকবেন তিন নায়ক ও পাঁচ নায়িকা। এবার জানা গেল, আসন্ন এই ছবিটি হতে চলেছে পুরোপুরি তারকাখচিত। বলিউডের প্রথমসারির ২০ জন তারকা নিয়ে ‘হাউজফুল ৫’-এর ঘোষণা দিয়েছে প্রযোজনা প্রতিষ্ঠান।
গতকাল (২৭ নভেম্বর) ট্রেড অ্যানালিস্ট তরণ আদর্শ একটি ছবি পোস্ট করেন। যেখানে দেখা যাচ্ছে, বলিউডের তাবড় তাবড় অভিনেতারা সব দল বেঁধে একটি সিঁড়িতে দাঁড়িয়ে আছেন। এই ছবিটি পোস্ট করে তিনি জানান, ছবির সবক’জন তারকাই থাকবেন ‘হাউজফুল ৫’ ছবিটিতে।
পোস্ট করা সেই ছবিটিতে দেখা গেছে অক্ষয় কুমার, অভিষেক বচ্চন, রীতেশ দেশমুখ, ফারদিন খান, জ্যাকলিন ফার্নান্দেজ, সোনাম বাজওয়া, নার্গিস ফাকরি, চিত্রাঙ্গদা সিং, সৌন্দর্য শর্মা, সঞ্জয় দত্ত, জ্যাকি শ্রফ, জনি লিভার, নানা পাটেকার, চাঙ্কি পান্ডে, শ্রেয়স তালপাড়ে, জাফরি, সাজিদ নাদিয়াদওয়ালার মতো তারকারা। এদিন প্রকাশ্যে আসা ছবিটিতে অভিষেককে ছবির একেবারে মধ্যমণি হয়ে থাকতে দেখা গেছে। আর এই সকল অভিনেতারা মিলে যে কমেডির ডোজ কয়েক গুণ বাড়াবেন সেটা বলার অপেক্ষা রাখে না।
হাউসফুল ফ্র্যাঞ্চাইজির মধ্যে পঞ্চম পর্বের বাজেটই সবচেয়ে বেশি। ৩০০ কোটি রুপি ব্যয়ে তৈরি হবে সিনেমাটি। তাই আয়োজনও বড়। ছবিটি পরিচালনা করছেন তরুণ মনসুখানি। ২০২৫ সালের ৬ জুন মুক্তির উদ্দেশ্যে হাউসফুল ফাইভের কাজ এগিয়ে নিচ্ছেন নির্মাতারা।
আগামী ৬ ডিসেম্বর দেশজুড়ে প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে বানভাসি মানুষের গল্পে নির্মিত জনপ্রিয় লাক্স তারকা মৌসৈুমী হামিদ অভিনীত সিনেমা ‘নয়া মানুষ’। সিনেমাটির মুক্তি সামনে রেখে গতকাল (২৭ নভেম্বর) বিকেলে সংবাদ সম্মেলনের মাধ্যমে ট্রেলার প্রকাশ করা হয়। এ সময় সিনেমার পরিচালক সোহেল রানা বয়াতি, প্রধাণ চরিত্রের অভিনয়শিল্পী মৌসুমী হামিদ, রওনক হাসান, আশীষ খন্দকারসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
চরের মেহনতী মানুষের জীবন ও প্রকৃতির খেয়ালিপনার বিভিন্ন দিক নিয়ে আ. মা. ম. হাসানুজ্জামানের ‘বেদনার বালু চরে’ গল্প অবলম্বনে মাসুম রেজার চিত্রনাট্যে প্রথমবারের মতো সিনেমা নির্মাণ করেছেন তরুণ নির্মাতা সোহেল।
সিনেমাটি নিয়ে অনেক আশাবাদী জানিয়ে নির্মাতা বলেন, ‘নানা চড়াই-উৎরাই পেরিয়ে অবশেষে আমার প্রথম সিনেমাটি আলোর মুখ দেখতে যাচ্ছে। প্রথম সিনেমা নিয়ে অনেক স্বপ্ন থাকলেও প্রতিটি মুহূর্তে বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হয়েছিল। মাত্র ৩৭ হাজার টাকা নিয়ে এই সিনেমার শুটিংয়ের জন্য আউটডোর রওনা দেই। একটা সময় টাকার অভাবে এর নির্মাণ কাজ বন্ধ হয়ে যায়। শেষ মুহূর্তে যখন সিনেমাটি নিয়ে হতাশ ছিলাম তখন জি-সিরিজের খালেদ ভাই হাল ধরেন। সবার সহযোগিতায় সিনেমাটি নির্মাণ করেছি। এই সিনেমা মানুষের মনে দাগ কাটবে। নয়া মানুষ হওয়ার জন্য অনেকেই চাইবে।’
প্রযোজক নাজমুল হক ভূঁইয়া বলেন, ‘শেষ পর্যন্ত নয়া মানুষ মুক্তি পাচ্ছে। শুরুতে যখন সিনেমার নামটি শুনি তখন আমাকে আকর্ষণ করে। পুরো টিম আবেগ নিয়ে কাজ করেছেন।’
অভিনেতা রওনক হাসান বলেন, ‘এই কাজটা অসম্ভব কষ্ট করে করা। আমাদের সব কথা নয়া মানুষের মাধ্যমে বলা হয়েছে। যার জন্য সিনেমাটি দেখতে হবে। মানুষের চোখকেও সিনেমাটা আরাম দেবে।’
সহশিল্পী মৌসুমী হামিদের প্রশংসা করে এই অভিনেতা বলেন, ‘মৌসুমী চরের মানুষের সঙ্গে একেবারে মিশে গেছে। এতটা মিশে গিয়েছিল যে, কখনো ওকে (মৌসুমী) আলাদা মনে হয়নি। সিনেমাটির জন্য আমরা বিশাল যুদ্ধ করেছি। সবাই হলে এসে সিনেমাটি দেখবেন। বাংলা, মাটি ও মানুষের গল্প নয়া মানুষ।’
অভিনেত্রী মৌসুমী হামিদ বলেন, ‘এই সিনেমাটি আমাকে শক্তি জোগায়। নয়া মানুষের জার্নি আমার জীবনে কাজে লেগেছে। নানা ঘাত প্রতিঘাত পেরিয়ে সিনেমাটি নির্মিত হয়েছে। সিনেমাটি যখন বন্ধ হয়ে যায় তখন নাজমুল হক ভূঁইয়া (খালেদ) হাল ধরেছেন। তিনি না হলে সিনেমাটি শেষ হতো না। আমরা নয়া মানুষ নিয়ে অনেক বেশি আশাবাদী।’
অনেকটা মজার ছলে আশীষ খন্দকার বলেন, ‘ল্যাটিন আমেরিকার মতো এই সিনেমাটি না খাওয়া মানুষের গল্প। জিরো থেকে সিনেমাটির নির্মাণ কাজ শুরু হয়ে মুক্তির মিছিলে। সবমিলিয়ে দারুণ একটি সিনেমা হয়েছে। আশা করি, নয়া মানুষ একটি স্বার্থকপূর্ণ জায়গায় যাবে।’
এর আগে গত ২১ নভেম্বর সিনেমাটির অফিসিয়াল পোস্টার প্রকাশ করে নির্মাতা জানান আগামী ৬ ডিসেম্বর দেশজুড়ে ‘নয়া মানুষ’ মুক্তি পাবে। সিনেমাটিতে আরও অভিনয় করেছেন নিলুফার ওয়াহিদ, বদরুদ্দোজা, স্মরণ সাহা, শিখা কর্মকার, মাহিন রহমান, মেহারান সানজানা, পারভীন পারু, মেরি ও শিশুশিল্পী ঊষশী প্রমুখ। দেশের অডিও-ভিডিও প্রযোজনা প্রতিষ্ঠান জি-সিরিজ’র ব্যানারে নান্দনিক ফিল্মসের প্রযোজনায় নির্মিত হয়েছে সিনেমাটি। সিনেমার প্রযোজক নাজমুল হক ভূঁইয়া।
২০২২ সালের অক্টোবরে চলচ্চিত্রটির চিত্রধারণ শুরু হয়। কিন্তু সুপার সাইক্লোন সিত্রাংয়ের তাণ্ডবে শুটিং সেট চরম ক্ষতিগ্রস্ত হয় এবং কাজ বন্ধ হয়ে যায়। ২০২৩ সালের ৬ই এপ্রিল থেকে আবার নতুন করে শুরু হয় চলচ্চিত্রটির কাজ, শেষ হয় ১২ই এপ্রিল। পোস্ট প্রোডাকশন শেষ করে গত ১৮ সেপ্টেম্বর সার্টিফিকেশন বোর্ডে জমা হয় এবং ২ অক্টোবর সদস্যরা সিনেমাটি দেখে ২৩ অক্টোবর আনকাট সনদ নথিভুক্ত করেন।