মৃত্যুবার্ষিকীতে ২ এতিমখানায় খাওয়াচ্ছে আইয়ুব বাচ্চু পরিবার

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম
  • |
  • Font increase
  • Font Decrease

আইয়ুব বাচ্চু পরিবার ,ছবি: সংগৃহীত

আইয়ুব বাচ্চু পরিবার ,ছবি: সংগৃহীত

২০১৮ সালের ১৮ অক্টোবর না ফেরার দেশে পাড়ি জমিয়েছিলেন বাংলাদেশের কিংবদন্তি সংগীত শিল্পী ও গিটার জাদুকর আইয়ুব বাচ্চু। আজ তার চলে যাওয়ার ১ বছর। এই দিনে তাঁকে নিয়ে বিভিন্ন আয়োজন করেছে দেশের টেলিভিশন ও সংবাদমাধ্যমগুলো। অনেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে তাকে নিয়ে করেছে স্মৃতিচারণ। তাবে এমন দিনে কি করেছে আইয়ুব বাচ্চু পরিবার।

খোঁজ নিয়ে জানা গেলো, মেয়ে ফাইরুজ সাফরা আইয়ুবকে নিয়ে স্ত্রী ফেরদৌস চন্দনা অবস্থান করছেন চট্টগ্রামে। সেখান থেকে বার্তাটোয়েন্টিফোর.কমকে ফেরদৌস চন্দনা জানালেন, ‘আমরা এখানে উনার কবর জিয়ারত করব। এছাড়া মিলাদের আয়োজন করা হয়েছে। আর ঢাকাতে আজ দুইটা এতিমখানায় খাওয়ানোর ব্যবস্থা করা হয়েছে। ঢাকাতেও কোরআন খতম ও দোয়ার মাহফিলের আয়োজন করা হয়েছে।’

বিজ্ঞাপন

ব্যক্তি জীবনে আইয়ুব বাচ্চু ১৯৯১ সালের ৩১শে জানুয়ারি বান্ধবী ফেরদৌস চন্দনাকে বিয়ে করেছিলেন। তাদের দুইটি সন্তান আছে। মেয়ে ফাইরুজ সাফরা আইয়ুব এবং ছেলে আহনাফ তাজওযার আইয়ুব।

বিজ্ঞাপন