আজ ফোক ফেস্ট মাতাবেন যারা

  • বিনোদন ডেস্ক, বার্তাটোয়েন্টিফোর.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ঢাকা ইন্টারন্যাশনাল ফোক ফেস্ট

ঢাকা ইন্টারন্যাশনাল ফোক ফেস্ট

বাংলাদেশ আর্মি স্টেডিয়ামে প্রতি বছরের মতো আজ (১৪ নভেম্বর) থেকে এবারও বসতে যাচ্ছে লোকসংগীতের মহোৎসব ঢাকা ইন্টারন্যাশনাল ফোক ফেস্ট। তিন দিনব্যাপী এ আয়োজন চলবে সন্ধ্যা ৬টা থেকে রাত ১২টা পর্যন্ত।

এবারের আয়োজনে বাংলাদেশসহ বিশ্বের ছয়টি দেশ থেকে ২০০ জনের বেশি লোকশিল্পীর পরিবেশনা উপভোগ করবেন শ্রোতারা। উৎসবের প্রথম দিন আজ মঞ্চ মাতাবেন বাংলাদেশের প্রখ্যাত বাউলশিল্পী শাহ আলম সরকার, ভারতের দালের মেহেন্দি ও জর্জিয়ার শেভেনেবুরেবি। এছাড়া সামিনা হোসেন প্রেমার ভাবনা নৃত্যদল নৃত্য পরিবেশন করবে।

বিজ্ঞাপন

এবারও বিনামূল্যে এই আয়োজনে যোগ দিতে পারবেন শ্রোতারা। উৎসবস্থলের প্রবেশপথে প্রতিদিন প্রিন্টকৃত এন্ট্রি পাসটি দেখিয়ে প্রবেশ করা যাবে আয়োজনে। এছাড়া সান ফাউন্ডেশনের উদ্যোগে লোকসংগীত উৎসব সরাসরি সম্প্রচার করবে মাছরাঙা টেলিভিশন।

২০১৫ সাল থেকে প্রতি বছর আয়োজিত এ অনুষ্ঠানের এবার পঞ্চম আসর।

বিজ্ঞাপন