ফকির শাহাবুদ্দিনের আঞ্চলিক গানে মুগ্ধ আর্মি স্টেডিয়াম

  • স্টাফ করেসপন্ডেন্ট , বার্তাটোয়েন্টির.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

ফোক ফেস্টের মঞ্চে শিল্পী ফকির শাহাবুদ্দিন, ছবি: বার্তাটোয়েন্টিফোর.কম

ফোক ফেস্টের মঞ্চে শিল্পী ফকির শাহাবুদ্দিন, ছবি: বার্তাটোয়েন্টিফোর.কম

'একতারাটা দে আমায়, দোতারাটা দে' গান দিয়ে ফোক ফেস্টের মঞ্চে হাজির হন লোকসংগীত, বাউল ও সুফি গানের জনপ্রিয় শিল্পী ফকির শাহাবুদ্দিন।

এরপর স্কুল খুলেছে মাওয়ালা, একদিন মাটির ভিতরে হবে ঘর, দে দে পাল তুলে দে, আমারে আসিবার কথা কইয়া, রসিক আমার মন বান্ধাইছে, বয়স আমার বেশি না,বন্দে মায়া লাগাইছে'সহ দেশের প্রায় সব এলাকায় বেশ কয়েকটি আঞ্চলিক গান গেয়ে মুগ্ধতা ছড়ান এই শিল্পী।

বিজ্ঞাপন

এসময় আর্মি স্টেডিয়াম জুড়ে শ্রোতারা ফকির শাহাবুদ্দিনের গানের শুরু থেকে শেষ অবধি মুগ্ধ হয়ে শুনেছেন সঙ্গে নেচেছেন পুরাটা সময়।

 আর্মি স্টেডিয়াম জুড়ে শ্রোতারা মুগ্ধ হয়ে শুনেছেন 

ফকির শাহাবুদ্দিন তিন দশকের বেশি সময় ধরে বাউল সংগীতের সঙ্গে জড়িত তিনি। এ পর্যন্ত ৭টি একক অ্যালবাম এবং বেশ কয়েকটি যৌথ অ্যালবাম প্রকাশিত হয়েছে তার। ফকির শাহাবুদ্দিন দীর্ঘদিন ধরে বাউল গান নিয়ে গবেষণা করছেন, গ্রামে গ্রামে ঘুরে সংগ্রহ করেছেন প্রায় চল্লিশ থেকে পয়তাল্লিশ হাজার বাউল গান। বাংলা লোকসংগীতকে সারা বিশ্বে ছড়িয়ে দিতে দেশে-বিদেশে গান করেন তিনি।

বিজ্ঞাপন

এবারের আয়োজনে বাংলাদেশসহ বিশ্বের ছয়টি দেশ থেকে ২০০ জনের বেশি লোকশিল্পীর পরিবেশনা উপভোগ করবেন শ্রোতারা।

 আঞ্চলিক গানে মুগ্ধ আর্মি স্টেডিয়ামের দর্শক

এর আগে প্রথম দিন মঞ্চ মাতিয়ে গেছেন বাংলাদেশের প্রখ্যাত বাউল শিল্পী শাহ আলম সরকার, ভারতের দালের মেহেন্দি ও জর্জিয়ার শেভেনেবুরেবি। এছাড়া সামিনা হোসেন প্রেমার ভাবনা নৃত্য দল নৃত্য পরিবেশন করবে।

এবারও বিনামূল্যে এই আয়োজনে যোগ দিতে পারবেন শ্রোতারা। উৎসবস্থলের প্রবেশপথে প্রতিদিন প্রিন্ট করা এন্ট্রি পাস দেখিয়ে প্রবেশ করা যাবে এই আয়োজনে। এছাড়া সান ফাউন্ডেশনের উদ্যোগে লোকসংগীত উৎসব সরাসরি সম্প্রচার করবে মাছরাঙা টেলিভিশন। ২০১৫ সাল থেকে প্রতি বছর আয়োজিত এ অনুষ্ঠানের এবার পঞ্চম আসর।