পর্দা নামলো এনএসইউ ইন্টারন্যাশনাল শর্ট ফিল্ম ফেস্টিভালের



বিনোদন ডেস্ক, বার্তা২৪.কম
এনএসইউ ইন্টারন্যাশনাল শর্ট ফিল্ম ফেস্টিভাল

এনএসইউ ইন্টারন্যাশনাল শর্ট ফিল্ম ফেস্টিভাল

  • Font increase
  • Font Decrease

নর্থ সাউথ ইউনিভার্সিটির (এনএসইউ) সিনে এন্ড ড্রামা ক্লাবের আয়োজনে গেল ২৩ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া ১০ দিন ব্যাপী এনএসইউ ইন্টারন্যাশনাল শর্ট ফিল্ম ফেস্টিভালের পর্দা নামলো ৩ মার্চ রাতে। রাজধানী ঢাকার নিজস্ব ক্যাম্পাস অডিটোরিয়ামরে এক জমকালো অনুষ্ঠানের মাধ্যমে এই মহাযজ্ঞের সমাপ্তি ঘটে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নর্থ সাউথ ইউনিভার্সিটির উপ উপাচার্য ড. ইসমাইল হোসেন।

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনপ্রিয় চলচ্চিত্র নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী, অভিনেতা শহিদুজ্জামান সেলিম, ইউনিভার্সিটির স্টুডেন্ট এফেয়ারস ডিরেক্টর পারিসা শাকুর, আয়োজনের জুরি সামির আহমেদসহ অনেকেই।

অনুষ্ঠানে মোস্তফা সরয়ার ফারুকী বলেন, এ সময়ে এই ধরনের আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভ্যাল করা অনেক বড় ব্যাপার। এনএসইউ'র সিনে এন্ড ড্রামা ক্লাবকে সাধুবাদ জানাই। ফেস্টিভ্যাল ছাড়াও ফিল্ম প্রোডাকশন কীভাবে বাড়ানো যায় আমাদের সে দিকে মনযোগ দিতে হবে। বিশ্ববিদ্যালয় পর্যায়ে এই ধরনের আয়োজন সত্যিই প্রশংসার দাবি রাখে।

আয়োজনে ইন্ডিয়ান ফিল্ম কিউরেটর অঙ্কিত বাগচি বলেন, কলকাতা এবং পুরো ভারত থেকেই অনেক শর্টফিল্ম সিলেক্টেড হয় এই ফিল্ম ফেস্টিভ্যালে, তবে এবার রূপকলা কেন্দ্র অন্যতম এই ফেস্টিভ্যালে জায়গা করে নিয়েছে, আশা করি নর্থ সাউথ ইউনিভার্সিটি সিনে এন্ড ড্রামা ক্লাব নিয়মিত এই ধরনের ফিল্ম ফেস্টিভ্যাল এর আয়োজন করবে।

এবারের আয়োজনে বেস্ট ফিল্ম এওয়ার্ড পেয়েছেন ইউল্যাব বিশ্ববিদ্যালয়ের ফুয়াদুজ্জামান ফুয়াদ তার IS IT GOOD TO RUN AWAY? সিনেমার জন্য।

আয়োজনে পুরস্কার নিচ্ছেন বিজয়ীরা

এছাড়া আয়োজনে জাতীয় ক্যাটাগরি সেরা ১০ এর পুরস্কার পেয়েছে গোলাম মুন্তাকিম (টোটাল বাংলাদেশ ৫ টন), রাইয়ান মাহবুবুল মোমেন (ডিসটরশন), এস এম বায়োজিদ হোসেন (বিজয় আসুক মনুষ্যত্বে), জায়েদ সিদ্দিকি (টেল অফ এ একলিপটিক টাইম), জিয়াউল হক রাজু (পেপার কাইট), মহিতোষ কান্তি রয় (পরান পুতুল), আহসাবুল ইয়ামিন (বিষপিপড়া), মিস নোভেরা হাসান নিক্কন (আগোয়ান), যুব যোবায়ের হোসাইন (আলিফ)। চলচ্চিত্র উৎসবে ফেস্টিভ্যাল জুরি হিসেবে ছিলেন - জাহিদুর রাহিম অঞ্জন শামীম আক্তার সামির আহমেদ।

আন্তর্জাতিক পর্যায়ে প্রথম স্থানে ছিল ইউনিভার্সিটি অফ আর্টস লন্ডন এর সোফিয়া রোভল্টারে swan Cage. দ্বিতীয় স্থানে ছিল রুপকলা কেন্দ্রের সৌরভ ভদ্রের চলচ্চিত্র BOD JAAT (the out cast). তৃতীয় স্থানে ছিল লন্ডন কলেজ অফ কমিউনিকেশনের টম ডিনের Going home.

অনুষ্ঠানের শেষে এক মনোমুগ্ধকর সাংস্কৃতিক সন্ধ্যা উপহার দেন নর্থ সাউথ ইউনিভার্সিটি সিনে এন্ড ড্রামা ক্লাব এর সদস্যরা।

আয়োজনে পুরস্কার হাতে বিজয়ী

এ প্রসঙ্গে ক্লাবটির প্রেসিডেন্ট দেবাংশু পল্লব জানান, প্রথমবারের মত বিশ্ববিদ্যালয়ের কোন ফিল্ম ডিপার্টমেন্ট ছাড়াই এই ধরনের আন্তর্জাতিক পর্যায়ের আয়োজন সফলভাবে সম্পন্ন করতে পেরে আমরা আনন্দিত।

ক্লাবটির জয়েন্ট সেক্রেটারি হুমায়ুন আহমেদ বলেন, আমরা প্রথমবারের মত আন্তর্জাতিক পর্যায়ে এই ধরনের শর্টফিল্ম ফেস্টিভ্যালের আয়োজন করলাম এবং আমাদের ইচ্ছা প্রতিবছর এ ধারা অব্যাহত রাখার যাতে করে ফেস্টিভ্যালটি আন্তর্জাতিক পর্যায়ে ছাত্রদের গ্রহণযোগ্যতা বাড়ায়।এর আগে ২০ জানুয়ারি থেকে শুরু হয় দেশ এবং বিদেশ থেকে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নির্মাণ করা শর্ট ফিল্ম জমা নেওয়ার কাজ। সেখানে রাশিয়া,আমেরিকা অস্ট্রেলিয়া, ব্রাজিল,কানাডা,জাপান,মরক্কো, মালয়েশিয়াসহ ২০টি দেশ থেকে ২০০ এর বেশি শর্ট ফিল্ম জমা পড়ে।

গত ২৩ ফেব্রুআরি থেকে শুরু হওয়া এই শর্ট ফিল্ম ফেস্টিভ্যালের এবারের আয়োজনে ওয়ার্কশপ, মাস্টার ক্লাস, সেমিনারের পাশাপাশি থাকছে অভিনয় শিল্পী দের সাথে চলচ্চিত্র আড্ডা। নর্থ সাউথ ইউনিভার্সিটির এই শর্ট ফিল্ম ফেস্টিভালের যাত্রা শুরু হয় ২০১২ সালে বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ শর্ট ফিল্ম ফেস্টিভাল হিসেবে। যা ২০১৫ সালে আন্তঃ বিশ্ববিদ্যালয় ফিল্ম ফেস্টিভালে রূপ নেয়। এবারের আয়োজনটির অনলাইন মিডিয়া পার্টনার হিসাবে যুক্ত হয়েছে মাল্টিমিডিয়া নিউজ পোর্টাল বার্তা২৪.কম।

   

শুটিং ফেলে মাকে নিয়ে হাসপাতালে ছুটলেন আমির খান



মাসিদ রণ, সিনিয়র নিউজরুম এডিটর, বার্তা২৪.কম
মা জিনাত হুসেনের সঙ্গে সুপারস্টার আমির খান

মা জিনাত হুসেনের সঙ্গে সুপারস্টার আমির খান

  • Font increase
  • Font Decrease

বলিউডের অন্য তারকারা সবাই মন্দ না বলা যাবে না। তবে সুপারস্টার আমির খান সবার থেকে একটু আলাদা, সে কথা বলাই যায়। তিনি বরাবরই অন্য তারকাদের থেকে জীবনটাকে আলাদাভাবে দেখেন।

অহেতুক প্রচারণা তিনি পছন্দ করেন না। অন্য অনেক তারকার মতো বিশালবহুল জীবনযাপন পছন্দ নয় তার। পোশাক পরিচ্ছদেও শো অফ একদম অপছন্দ করেন।

তিনি শুধু তার অভিনয়টাকে প্রার্থনা জ্ঞান করেন। সেজন্যই তাকে বলিউডের মিস্টার পারফেকশনিস্টও বলা হয়। এর বাইরে পুরো সময়টাই রেখে দেন নিজের মেধার উন্নয়ন ও পরিবারের জন্য।

যদিও তার দুটি সংসার ভেঙেছে, তবে নিজের মায়ের প্রশ্নে তিনি আর কিছুরই তোয়াক্কা করেন না। বরাবরই মা জিনাত হুসেনকে তিনি আগলে রাখেন, যেটা আসলে সকল সন্তানেরই কর্তব্য।

মা জিনাত হুসেনের সঙ্গে সুপারস্টার আমির খান

আবারও তেমন একটি নজির গড়লেন আমির। নিজের ড্রিম প্রজেক্ট ‘লাল সিং চাড্ডা’র ভরাডুবির পর আমির বেশ মুশড়ে পড়েছিলেন। অনেকদিন নতুন সিনেমায় নিজেকে যুক্ত করেননি। তবে এখন তিনি সেই আগের মতো ডেডিকেশন দিয়ে নতুন ছবি ‘সিতারে জামিন পার’-এর কাজ করছেন।

তারমধ্যেই মায়ের শরীরের কথা চিন্তা করে তাকে নিয়ে হাসপাতালে পৌঁছান। মায়ের রুটিন চেক-আপ শেষে তাকে নিয়ে ঘরে ফেরেন।

প্রসঙ্গত, ২০২২-এর ৩১ অক্টোবর হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি আমির খানের মা জিনাত হুসেন। মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি। সেই থেকে মায়ের স্বাস্থ্যের দিকে আমিরের নজর আরও বেশি।

তথ্যসূত্র : টাইমস অব ইন্ডিয়া

;

জন্মদিনে সিনেমার লম্বা বিরতি ভাঙলেন সিয়াম



মাসিদ রণ, সিনিয়র নিউজরুম এডিটর, বার্তা২৪.কম
‘জংলি’ সিনেমায় মারদাঙ্গা সিয়াম আহমেদ

‘জংলি’ সিনেমায় মারদাঙ্গা সিয়াম আহমেদ

  • Font increase
  • Font Decrease

ক্যারিয়ারের সবচেয়ে সুপারহিট সিনেমা ‘পোড়ামন ২’-এ গ্রামের সহজ-সরল তরুণের চরিত্রে অনবদ্য অভিনয় করলেও চিত্রনায়ক সিয়াম আহমেদের ইমেজ আর্বান হিরোর। দারুণ ফ্যাশন সেন্স, শহুরে চলন বলন, এমনকি চেহারায় আভিজাত্য- সবমিলিয়ে সিয়াম আহমেদ কেতাদুরস্ত তারকা।

তবে কী আবারও নিজেকে বৈচিত্র্যময়তার জানান দিতে আসছেন একাধিকবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত এই তারকা?

নিজের জন্মদিনের সন্ধ্যায় ভালোই ভেলকি দেখালেন এই নায়ক। একেবারে জংলি বেশে হাজির! না, এই ‘জংলি’ কথাটা দিয়ে নায়ককে কটাক্ষ করা হয়নি। সিয়ামের নতুন সিনেমার নামই ‘জংলি’। আর সেই চরিত্রে যে তিনি বাজিমাত করবেন তার আঁচ ঘোষণা পোস্টারেই পাওয়া যাচ্ছে।

‘জংলি’র ফার্স্ট লুকে সিয়ামকে চেনাই দায়! উস্কো খুস্কো বড় চুল, মুখ ভর্তি কাচা পাকা লম্বা দাড়ি, ঠোটে চুরোট গোজা আর চোখে মুখে ভংঙ্কর নেশা! শত্রুকে যে এইমাত্র ঘায়েল করেছেন তার প্রমান হাতভর্তি রক্ত। পায়ের নিচে চাপা পড়ে আছে হয়ত সে!

‘জংলি’ সিনেমার ফার্স্ট লুকে সিয়াম আহমেদ

এভাবেই নতুন ছবির ঘোষণা দিলেন সিয়াম। আর এই ছবির ঘোষণার মধ্য দিয়ে বেশ লম্বা বিরতি ভাঙলেন নায়ক।

ঢালিউডে প্রথমসারির নায়ক হয়েও এতোদিন কেন হাতে নতুন ছবি নিচ্ছিলেন না তা নিয়ে বেশ ভালোই প্রশ্নের মুখোমুখি হতে হয়েছে তাকে। এবার জন্মদিনে নতুন ছবির ঘোষণা দিয়ে ভক্তদের অন্যরকম আনন্দ উপহার দিলেন নায়ক।

ছবিটি পরিচালনা করবেন এম রহিম। এর আগেও এই নির্মাতার ‘শান’ ছবিতে অভিনয় করেছিলেন সিয়াম। তার বিপরীতে ছিলেন পূজা চেরী। ছবিটির পোস্টারে জানানো হয়েছে, ‘জংলি’ মুক্তি পাবে আসছে ঈদুল আযহায়। তারমানে বোঝাই যাচ্ছে, ছবিটির কাজ অনেকদূর এগিয়ে নিয়েই ঘোষণাটা দিলেন নায়ক। এতোদিন সবাই না জানলেও তিনি ঠিকই সিনেমার কাজ করে গেছেন চুপিসারে। তবে এই সিনেমায় নায়িকা কে তা এখনো জানানো হয়নি।

ভক্তরা তাকে জন্মদিনের শুভেচ্ছার পাশাপাশি ‘জংলি’র সাফল্যের জন্যও শুভকামনা জানাচ্ছেন।

;

কোনাল-বালামের ‘রাজকুমার’-এ মজেছে দর্শক



বিনোদন ডেস্ক, বার্তা২৪.কম
(বাঁমে) ‘রাজকুমার’ গানে কোর্টনি কফি ও শাকিব খান, বালাম ও কোনাল (ডানে)

(বাঁমে) ‘রাজকুমার’ গানে কোর্টনি কফি ও শাকিব খান, বালাম ও কোনাল (ডানে)

  • Font increase
  • Font Decrease

নানা আয়োজনের মাধ্যমে উদযাপিত হয়েছে ঢালিউডের শীর্ষ নায়ক শাকিব খানের ৪৫তম জন্মদিন। নিউইয়র্কের টাইমস স্কয়ারে নায়কের পোস্টার টানান ভক্তরা। জন্মদিনের আগের দিনই কোরবানির ঈদের সিনেমা ‘তুফান’র ফার্স্ট লুক প্রকাশিত হয়। মুহূর্তেই ভাইরাল হয়ে যায় সেই পোস্টার। পোস্টারে দুর্ধর্ষ গ্যাংস্টারের মতো হাজির হয়ে সবাইকে চমকে দেন ঢালিউডের বার্থডে বয়।

এবার ঈদে মুক্তি পেতে যাচ্ছে শাকিব খানের বিগ বাজেটের সিনেমা ‘রাজকুমার’। জন্মদিন উপলক্ষে গতকাল সন্ধ্যায় প্রকাশিত হয় সিনেমার টাইটেল ট্র্যাক। ‘রাজকুমার’ গানটিও গেয়েছেন তুমুল জনপ্রিয় গান ‘প্রিয়তমা’র কণ্ঠজুটি বালাম ও কোনাল। ‘রাজকুমার’ গানটিও তেমনই হবে- সেই প্রত্যাশা ছিল গায়ক-গায়িকার।

বৃহস্পতিবার সন্ধ্যায় গানটি অনলাইনে আসার পর পরই মজেছে দর্শক। প্রকাশের সঙ্গে সঙ্গে এ গান ট্রেন্ডিংয়ে উঠে আসে!

এমনকি গানের পাঞ্চ লাইন ও রাজকুমার সং নামগুলোও ট্রেন্ডিংয়ে আছে। গান প্রকাশের চার ঘণ্টার মধ্যে মিলিয়ন ভিউস অতিক্রম করে। এর আগে শাকিবের ‘প্রিয়তমা’ গানেও এমন দেখা গিয়েছিল।
রাজকুমার গান ফেসবুকে ছাড়ার পর ১৮ ঘণ্টায় ২ লাখ ২০ হাজার লাইকস ২৮ হাজার মন্তব্য এবং ১১ হাজারের বেশি শেয়ার দেখা যায়! এতো অল্প সময়ে যা রীতিমত বিস্ময়কর!

বালাম ও কোনাল

গানটিতে শাকিব খান আর মার্কিন অভিনেত্রী কোর্টনি কফির জাদুকরি রসায়নে মুগ্ধ ভক্তরা। যুক্তরাষ্ট্রের চোখজুড়ানো বিভিন্ন স্থানে হয়েছে গানের দৃশ্যধারণ। গানটি লিখেছেন আসিফ ইকবাল এবং সুর-সংগীত করেন আকাশ সেন।

কিছুদিন আগে গুলশানে সীমিত পরিসরে করা এক সংবাদ সম্মেলনে, ‘প্রিয়তমার’ চেয়েও ‘রাজকুমার’কে অনেকাংশেই এগিয়ে রেখেছেন শাকিব খান। বলেছেন, ‘রাজকুমার’ একটি পরিপূর্ণ ছবি। বিশ্বব্যাপী আরও বড় পরিসরে মুক্তি পাবে সিনেমাটি।

কিছুদিন আগে ফেসবুকে এক স্ট্যাটাসে পরিচালক হিমেল আশরাফ লিখেছেন, ‘এমন এমন লোকেশনে, এমন এমন আয়োজনে “রাজকুমার”–এর শুটিং হয়েছে, যা কিছুদিন আগেও বাংলা সিনেমার জন্য স্বপ্ন ছিল। শুধু নিউইয়র্কেই টানা ১৮ দিন শুটিং হয়েছে, যেখানে প্রতিদিন অনেক আমেরিকান পেশাদার কলাকুশলী কাজ করেছেন, সঙ্গে বাংলাদেশের টিম তো ছিলই।

‘রাজকুমার’ গানে কোর্টনি কফি ও শাকিব খান

পরিচালক হিমেল আশরাফ লিখেছেন, ‘এই গানের সুন্দর চিত্রায়ণের জন্য মুম্বাইয়ের আদিল শেখের মতো কোরিওগ্রাফারকে আমরা নিউইয়র্কে নিয়ে আসি। অন্য একটি গানের জন্য তামিলের অশোক রাজার মতো কোরিওগ্রাফারকে ঢাকায় নিয়ে আসা হয়েছিল। অ্যাকশনের জন্য আমরা চলে গিয়েছিলাম চেন্নাইয়ে, তখন আমেরিকা থেকে ভারতে আনা হয়েছিল কোর্টনি কফি, খলনায়ক ও ফাইটারদের।’

প্রেম, পারিবারিক সম্পর্ক এবং একজন স্বপ্নবাজ তরুণের বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্রে পাড়ি জমানোর গল্পে নির্মিত হয়েছে ‘রাজকুমার’। ঈদে ‘প্রিয়তমা’র সব রেকর্ড ভাঙার চ্যালেঞ্জ নিয়ে হলে পা দেবে বিগ বাজেটের এই সিনেমা।

;

সারাজীবন এই ছবি দিয়েই সিয়ামকে জন্মদিনের শুভেচ্ছা জানাবেন পরী!



বিনোদন ডেস্ক, বার্তা২৪.কম
সিয়ামের সঙ্গে নিজের এই ছবিটির কথাই বলেছেন পরীমনি

সিয়ামের সঙ্গে নিজের এই ছবিটির কথাই বলেছেন পরীমনি

  • Font increase
  • Font Decrease

ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়ক সিয়াম আহমেদের জন্মদিন আজ। ৩৪ বছরে পদার্পণ করলেন সিয়াম। অভিনেতাকে জন্মদিনে শুভেচ্ছায় ভাসাচ্ছেন ভক্ত অনুরাগী থেকে শুরু করে তারকা সহকর্মীরাও। শুভেচ্ছায় ভাসালেন তার পর্দার নায়িকা পরীমনিও।

সিয়ামের বিশেষ এই দিনে সামাজিক যোগাযোগমাধ্যমে আবেগঘন পোস্ট দিয়েছেন পরী। এদিন নিজের ভেরিফায়েড ফেসবুকে সিয়ামের সঙ্গে উপরের পুরনো ছবিটি শেয়ার করে ক্যাপশনে পরীমনি লিখেছেন, ‘ডিয়ার সিয়াম আহমেদ, আমি সারা জীবন তোমাকে এই ছবিটা দিয়েই বার্থডে উইশ জানাব। এই ছবিটা আমাদের কাছে একটা সুন্দর মেমোরি। প্রতিবছর ঘুরে ঘুরে ঠিক এই দিনে ছবিটার দিকে তাকিয়ে আজকের মতোই ভাববো, আমরা বড় হচ্ছি! আমাদের বন্ধুত্ব দৃঢ় হচ্ছে, পারিবারিকভাবে সখ্যতা বাড়ছে।’

‘বিশ্বসুন্দরী’ সিনেমায় সিয়াম ও পরী

পরীমনি আরো লেখেন, ‘আমরা দুজনেই বাবা-মা হয়েছি। এখন শুধু দারুণ দারুণ কাজ হবে। আমরা কাজেও অনেক বড় হবো দেখো ইনশাআল্লাহ। আমার দেখা একজন গোছানো মানুষ তুমি। জীবনে, সংসারে। দায়িত্ববান, সৎ, পরিশ্রমী একজন ভালো মানুষ। সুস্থতা নিয়ে অনেক আনন্দে বাঁচো। হ্যাপি বার্থডে।’

সামাজিক যোগাযোগমাধ্যমে পরীমনি পোস্টটি শেয়ার করা মাত্রই সেটি ভাইরাল হয়ে যায়। ভক্তরা হুমড়ি খেয়ে পড়ছেন মন্তব্যে সিযামকে শুভেচ্ছা জানাতে। জন্মদিনের শুভেচ্ছায় সিক্ত করছেন অভিনেতাকে।

প্রসঙ্গত, সিয়াম ও পরীমনি জুটি হয়ে এ পর্যন্ত দুটি সিনেমায় অভিনয় করেছেন। একটি ‘বিশ্বসুন্দরী’, অন্যটি ‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’।

;