সাইফকে বিয়ে না করতে সবাই সতর্ক করেছিল কারিনাকে

  • বিনোদন ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

সাইফ আলি খান ও কারিনা কাপুর খান

সাইফ আলি খান ও কারিনা কাপুর খান

‌‘তাশান’ ছবিতে কাজ করতে গিয়ে কারিনা কাপুরের প্রেমে পড়েন সাইফ আলি খান। পরে ২০১২ সালের অক্টোবরে বিয়ের বন্ধনে আবদ্ধ হন তারা। কাপুর থেকে খান বনে যান কারিনা।

কিন্তু কারিনা কাপুর খান যেনো সাইফকে বিয়ে না করে সে বিষয়ে সবাই সতর্ক করেছিল বলিউডের এই অভিনেত্রীকে। কেননা সাইফের আগে একটি বিয়ে হয়েছিলো এবং সে ঘরে দুটি সন্তানও রয়েছে।

বিজ্ঞাপন

এ প্রসঙ্গে কারিনা কাপুর খান বলেন, “একটা সময় যারা আমাকে সাইফকে বিয়ে করতে নিষেধ করেছিলেন এখন তারাই আমাদের ভালোবাসার গল্প বলেন। আমি যখন সাইফকে বিয়ে করার সিদ্ধান্ত নেই সকলেই একটি প্রশ্ন যে, তিনি আগে একটি বিয়ে করেছিলেন এবং তার দুটি সন্তান রয়েছে তবুও আমি তাকে বিয়ে করতে চাই কিনা। এমনকি অনেকে ভেবেছিল তাকে বিয়ে করলে আমার ক্যারিয়ার শেষ হয়ে যাবে। বিষয়টি এমন ছিলো যে তাকে ভালোবেসে আমি অনেক বড় অপরাধ করে ফেলেছি।”

কারিনা কাপুর খানের আগে অভিনেত্রী অমৃতা সিংয়ের সঙ্গে বিয়ের বন্ধনে আবদ্ধ হয়েছিলেন সাইফ আলি খান। পরে ২০০৪ সালে সংসার জীবনের ইতি টানেন তারা। সারা আলি খান ও ইব্রাহিম খান নামে সাবেক এই দম্পতির দুটি সন্তানও রয়েছে।

বিজ্ঞাপন