পাট-চিনির পর চামড়া শিল্পও ধ্বংসের আয়োজন!



মো: মোসলেহ উদ্দিন
পাট-চিনির পর চামড়া শিল্পও ধ্বংসের আয়োজন!

পাট-চিনির পর চামড়া শিল্পও ধ্বংসের আয়োজন!

  • Font increase
  • Font Decrease

পাট দিয়ে শুরু

এক সময় বিশ্বব্যাপী আমাদের দেশের পাটের খুব কদর ছিল। পাট রফতানি করে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা পেতাম বলে আয়েশ করে এর একটা যুৎসসই নামও দিয়েছিলাম আমরা। হ্যাঁ, ”সোনালী আঁশ।” বলাবাহুল্য সেসময় জাতীয় অর্থনীতিতে পাটের ভুমিকা ছিল মুখ্য। কিন্তু সেই পাট ঐতিহ্য হারিয়ে এখন অস্তিত্বও সংকটে। পাটের আন্তর্জাতিক বাজার চাহিদা নেই। পাটপণ্যের দেশীয় উৎপাদনের সেই সুদিনও নেই। একের পর এক সরকারি পাটকলগুলো বন্ধ হয়ে যাবার ঘটনা জানান দিচ্ছে পাটের কোনো ভবিষ্যতও আর বাংলাদেশে নেই।

পাটের সোনালী সময়ে রফতানি আদেশের পাটের সাথে নিম্নমানের ভেজাল পাট মেশানো, ভালো পাটের গাঁটের ভেতর ধুলোপানি মেশানো এমনকি ক্ষেত্র বিশেষে গাঁটের ভেতর কলা গাছ ঢুকিয়ে দেয়ার মতো নানাবিধ অসসতা ও দুর্নীতির কারণে পাট আন্তর্জাতিক বাজারে এক পর্যায়ে  আস্থার সংকটে পড়ে। আমাদের প্রতারণার সাথে নানাভাবে পেরে উঠতে না পেরে আমদানিকারক দেশগুলো ধীরে ধীরে বাংলার পাট থেকে মুখ ফেরাতে শুরু করে।

এরপর যখন পাটের বিকল্প কৃত্রিম আঁশ বাজারে এসে যায় তখনও আমাদের হঁশ ফিরেনি। বাজার ধরে রাখার কিছু চেষ্টা হলেও আমাদের চরিত্র না বদলানোয় আমদানিকারকদের আস্থা আর ফেরানো যায়নি। ফলে যা হবার তাই হলো। রফতানি আদেশ বাতিল হতে লাগলো। নতুন রফতানি আদেশ আসা বন্ধ হয়ে গেল। কৃষকদের অতি কষ্টে উৎপাদন করা পাট তাদের জন্য বোঝা হয়ে দাঁড়ালো। আয়েশ করে নাম দেয়া “সোনালী আঁশ” হয়ে দাঁড়ালো ”চাষির গলার ফাঁস।” লোকসান গুনতে গুনতে দেয়ালে পিঠ ঠেকে যাবার পর পাট চাষ ছাড়তে শুরু করে কৃষকরা।

আখের আখেরি খবর

অর্থকরি ফসল হিসেবে আখের চাষও দেশময় খুব জনপ্রিয় ছিল। বেলে-দোআঁশ জাতের অপেক্ষাকৃত উঁচু জমিতে আখের চাষ হতো। আখ দিয়ে দু’ধরণের চিনি তেরি হতো। সনাতনী পদ্ধতির মাড়াইয়ে আসতো লাল চিনি। এটা দিয়ে কৃষক পরিবারের সারা বছরের চিনির চাহিদা যেমন মিটতো তেমনি বিক্রয়ের মাধ্যমে তাদের হাতে আসতো প্রয়োজনীয় নগদ অর্থ। এর বাইরে বৃটিশ আমল থেকে স্বাধীনতার অব্যবহতি সময় পর্যন্ত দেশের বিভিন্ন স্থানে স্থাপিত চিনিকলগুলোতে একই আখ দিয়ে লালচে সাদা চিনির উৎপাদন হতো। চিনিকল এলাকায় আখের যোগান নিশ্চিত করতে সাধারণত: সনতনী মাড়াই নিষিদ্ধ ছিলো।

তবে এখানেও এক পর্যায়ে চিনিকলের হর্তাকর্তাদের দুর্নীতি রাজত্ব কায়েম হয়ে যায়। ট্রেড ইউনিয়নগুলোও একইরূপে দুর্নীতির অসুর হিসেবে আবির্ভূত হয়।  অনিয়ম এবং দুর্নীতির কারণে চিনিকলে সরবরাহকৃত আখের দাম সময়মত না পাওয়া কিংবা মাপ কারচুপি ঘটিয়ে চাষিদের ঠকানোর ফলে আখ চাষিদের লোকসান হতে থাকে। কর্তা ব্যক্তিদের নানারূপ আশ্বাসে বিশ্বাস করেও বার বার ঠকতে ঠকতে শেষ পর্যন্ত আখ চাষও থেকেও সরে দাঁড়ায় অনেক এলাকার চাষি। ফলাফল আখের অভাবে আখকলগুলো চালানো কঠিন হয়ে পড়ে। তখন আরো লোকসান ঠেকাতে বেশকিছু  চিনিকল লেঅফ ঘোষনা করে অনেকটা পানির দরে বিক্রি করে দেয়া হয়। আর বাকি যেগুলো চলছে সেগুলোর অবস্থাও নানা কারণে নাজুক।

আন্তর্জাতিক বাজার হারিয়ে পাট চাষ বন্ধ হয়ে পড়ায় দেশের বৈদেশিক মুদ্রা আহরণের একটি বড় পথ বন্ধ হয়ে পড়ার ক্ষতির চেয়ে চিনিকল বন্ধ হয়ে পড়ার তাৎক্ষণিক এবং দীর্ঘমেয়াদি ক্ষতিকর প্রভাব ছিল অনেক বেশি। কারণ চাষিদের নিজেদের প্রয়োজনে যে পরিমাণ পাট এখানো দেশে উৎপাদন হয় তা দিয়ে অভ্যন্তরীণ চাহিদা মিটে যায়। কিন্তু চিনির ক্ষেত্রে ব্যাপারটি সম্পূর্ণ ভিন্নই বলা যায়। কারণ উৎপাদন এবং বাজার হাতছাড়া হবার পর আমাদের অভ্যন্তরীণ চাহিদা পূরণের জন্য চিনির আমদানি নির্ভরতা বেড়ে গেছে। আর সেইসব আমদানিকৃত চিনি প্রকৃত কিংবা স্বাস্থ্যসম্মত চিনিও নয়।

উল্লেখ্য যে, বিশ্বের ৮০ ভাগ চিনি উৎপাদন হয় আখ থেকে।আর ২০ শতাংশ হয় সুগার বিট থেকে।আখের চিনি হলো স্বাস্থ্যসম্মত ও মানব দেহের জন্য উপকারি।অপরদিকে পরিশোধিত চিনি হয়  রাসায়নিক সংমিশ্রণে সম্পুর্ণ কৃত্তিম উপায়ে। মানব দেহের জন্য মারাত্মক ক্ষতিকর বলে বিশ্বের বিভিন্ন দেশ এখন পরিশোধিত চিনি বর্জন শুরু করছে। তবে আন্তর্জাতিক বাজারে দাম কম হওয়ায় পরিশোধিত চিনি কিংবা অপরিশোধিত বিট বাংলাদেশের মতো মুনাফাখোর আমদানিকারক এবং ব্যবসায়িদের প্রথম পছন্দ। ফলে চিনি নামের এই কৃত্রিম পণ্যটিই আমরা পাচ্ছি এবং খাচ্ছি প্রতিনিয়ত।

বলাবাহুল্য, বর্তমানে বাজারে পাওয়া আমাদের দেশের চিনির প্রায় শতভাগই আমদানি নির্ভর। দেশে কাগজেপত্রে ১৫টি চিনিকল চালু থাকা সত্বেও স্বাদ আর গুণগত মানে উন্নত এবং স্বাস্থ্যসম্মত দেশীয় আখজাত ভিজে  এবং লালচে চিনি পাওয়া যায় না অজ্ঞাত কারণে। মজার ব্যাপার হলো দেখতে ধবধবে সাদা এবং ঝরঝরে মিহি দানার চিনি আসলে চিনিই না সেকথাটাও আমাদের জানা নেই।

অতঃপর চামড়া শিল্প

বর্তমানে রফতানি খাতে ৯ শতাংশেরও বেশি অবদান রাখা চামড়া শিল্পের যে শক্তিশালী ভিতটা আমাদের নড়বড়ে হয়ে পড়ছে তা দেখে এক ধরণের শংকাবোধ থেকেই পাট এবং চিনির সোনালী ইতিহাসের যৎকিঞ্চিৎ এবং বর্তমান বাস্তবতা তুলে ধরলাম। এ শিল্প নিয়েও মনে হয় আমারা ধ্বংসাত্মক খেলায় মেতে উঠেছি। বিগত এক দশকেরও বেশি সময় ধরে চামড়া আহরণের সবচে’ বড় মওসুম ঈদুল আযহার সময় চামড়ার দাম নির্ধারণ এবং ক্রয়বিক্রয় নিয়ে গড়িমসি লক্ষ্য করা যায়। নানা রকম চালবাজিতে বড় ব্যবসায়ী কর্তৃক মওসুমী চামড়া ব্যবসায়িদের চামড়া ছিলে নেবার কুটকৌশলে দিশেহারা হয়ে পড়ে তারা। ফলস্বরূপ মাঠ পর্যায়ে ক্রেতার অভাবে চামড়ার দাম কমতে কমতে এমন পর্যায়ে এসে ঠেকেছে বিকির বদলে চামড়া এখন মাটি চাপা হয় কিংবা নদীর স্রোতে ভাসে।

অথচ অপার সম্ভাবনাময় আমাদের চামড়া খাত।  ‍গুণগত মানে ফরাসিদের ‘ফ্রেঞ্চ কাফের’ পর আমাদের দেশের চামড়াই দুনিয়া সেরা। এরকম স্মোথ গ্রেইনের চামড়া বিশ্বের আর কোথাও মেলে না। গত এক দশকে সমানতালে বৃদ্ধি পাচ্ছে চামড়াজাত পণ্য রফতানির পরিমাণ ও বাজার।আমাদের দেশের চামড়া দিয়ে বিশ্বমানের হুগো বসের মতো প্রতিষ্ঠান জুতা তৈরি করে বিশ্ববাজারে বিক্রি করছে। প্রতিষ্ঠানটির তৈরি এক জোড়া জুতা বাংলাদেশের অর্থমানে ৩০ থেকে ৪০ হাজার টাকা। ইউরোপের সবচেয়ে বড় জুতা বিক্রেতা ডাচ্ম্যানের প্রায় চার হাজার শোরুমে এখন বাংলাদেশ থেকে আমদানিকৃত চামড়াজাত জুতা বিক্রি হয়। এছাড়া  আমেরিকা, ইউরোপ জার্মানি, ফ্রান্স, ডেনমার্ক, ইতালি, পোল্যান্ড, পর্তুগাল, স্পেন, যুক্তরাজ্য, অস্ট্রিয়া, বেলজিয়াম রাশিয়া, কানাডা, অস্ট্রেলিয়াতেও বাংলাদেশের চামড়ার জুতার বাজার রয়েছে। এশিয়ার জাপানেও খুব পছন্দ বাংলাদেশি জুতা।

ধারণা করা হয়, গার্মেন্টস শিল্পের পর চামড়া শিল্পই এখনো দেশি বিনিয়োগের পাশাপাশি বিদেশি বিনিয়োগের অতি সম্ভাবনাময় খাত। দেশে বর্তমানে ১১০টি রফতানিমুখী কারখানায় চামড়ার জুতা তৈরি হয়। এর মধ্যে এপেক্স, এফবি, পিকার্ড বাংলাদেশ, জেনিস, আকিজ, আরএমএম, বেঙ্গল এবং বে’র রয়েছে নিজস্ব ট্যানারি ও চামড়া প্রক্রিয়াজাতকরণ কারখানা। এর বাইরে শুধু চামড়া প্রক্রিয়াজাত করে এমন কারখানার সংখ্যা ২০৭টি। এরপরও কাঁচা চামড়া অবহেলিত। ভাবা যায় ব্যাপারটি?

অথচ নানা কারণে চামড়া শিল্পে বাংলাদেশ হয়ে উঠছে বিদেশি ক্রেতা ও বিনিয়োগকারীদের প্রধান আকর্ষণ। কারণ এ শিল্পের জন্য পর্যাপ্ত কাঁচামাল, চামড়া প্রক্রিয়াজাত করার প্রয়োজনীয় অবকাঠামো এবং জুতা তৈরির জন্য যন্ত্রপাতি আমদানিতে শুল্কমুক্ত সুবিধা রয়েছে আমাদের। সস্তায় পাওয়া দক্ষ জনবলও এ খাতে বিনিয়োগ আকর্ষণের অন্যতম প্রধান কারণ। বাড়তি সুবিধার মধ্যে চামড়াজাত পণ্য রফতানিতে সরকারের ১৫ ভাগ ভর্তুকি সুবিধাও রয়েছে।

সম্ভাবনার দুয়ার খুলে যাবার নতুন খবর হলো ,চামড়ার জুতা উৎপাদনকারী প্রধান দেশ চীন, ভিয়েতনাম এবং ব্রাজিল এ খাত থেকে ধীরে ধীরে নিজেদের গুটিয়ে নিচ্ছে। ফলে গার্মেন্টসের মতো আমাদের দেশে এখন এ খাতের ব্যবসা খুব দ্রুত বৃদ্ধি পাওয়ার সুযোগ রয়েছে। ওসব দেশের ছেড়ে দেয়া বিশ্বের জুতার বাজারের ওই অংশটিই ধরতে পারেন বাংলাদেশের উদ্যোক্তারাই।

দেশের প্রায় ৭৬ শতাংশ ট্যানারি রফতানিমুখী। এ খাতে বর্তমানে আমাদের রফতানি আয় ১ বিলিয়নের বেশি এবং এটি আরএমজির পর দেশের দ্বিতীয় বৃহত্তম রফতানি খাত হিসেবে তৈরি হয়েছে। গত এক দশকে দেশের চামড়া শিল্পের রফতানি ৫০০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। বাংলাদেশ উৎপাদনে বিশ্বে ৬ষ্ঠ স্থান এবং বিশ্বব্যাপী রফতানিতে ২০তম স্থান অর্জন করেছে। বাংলাদেশ ইউরোপীয় ইউনিয়নের ২৮টি দেশে এবং ইউরোপীয় ইউনিয়নের বাইরে আরও ১০টি দেশে জিএসপি সুবিধা পাচ্ছে। ২০১৮-১৯ অর্থবছরে চামড়া শিল্পে রফতানি আয় হয়েছে রেকর্ড ১০১৯.৭৮ মিলিয়ন মার্কিন ডলার, যেখানে অন্যান্য পাদুকা (চামড়াবিহীন) শিল্পের রফতানি আয় ১১.২৪ শতাংশ বৃদ্ধি পেয়েছে। আশা করা হচ্ছে, ২০২২ সালের মধ্যে এ খাত থেকে ৫ বিলিয়ন ডলার রফতানি আয় করা সম্ভব হবে। এমন সম্ভাবনার মাঝেও চামড়ার প্রতি কি অবহেলা এবং অবিচারটাই না করছি আমরা? আন্তর্জাতিক বাজারে চামড়া ও চামড়াজাত পণ্যের দাম বেশি হওয়া সত্ত্বেও আমাদের দেশে চামড়ার দাম নেই। ভাবা যায় ব্যপারটা ?

মনে করার যথেষ্ট কারণ আছে যে, জাতীয়ভাবে গুরুত্ব না দেয়ায় এই পণ্যটি নিয়ে এক ধরণের খেলা চলছে। আগে যখন কাঁচা চামড়ার দাম ভালো ছিলো তখন পার্শ্ববর্তি দেশে চামড়া পাচার ঠেকাতে সীমান্তে কড়াকড়ি আরোপ করা হতো। আর এখন দেশে প্রায় মূল্যহীন এ চামড়া একদিকে রাস্তায় পড়ে থাকা, মাটি চাপা দেয়া কিংবা পানিতে ভাসিয়ে দেবার ঘটনাবলির আড়ালে তা যে পাচার হয়ে যাচ্ছে না তারও কিন্তু খবর নেই।

অথচ কথায় আছে, ঘরের সহজলভ্য জিনিসকে অবহেলা করলে সেটা একসময় হাতছড়া হয়ে যায়। আমাদের অবহেলায় পাটের সুদিন গেল। গেল চিনির রাজত্বও।  এভাবে চলতে থাকলে চামড়া শিল্পের শেষ পরিণতি দেখাও হয়তো সময়ে ব্যাপার হয়ে দাঁড়াবে।

লেখক: মো. মোসলেহ উদ্দিন, কবি, প্রাবন্ধিক ও ব্যাংকার

 

   

মাঝরাতে আইসক্রিম, পিৎজা খাওয়া নিষিদ্ধ করল মিলান!



ফিচার ডেস্ক, বার্তা২৪.কম
ছবি: স্কাই নিউজ

ছবি: স্কাই নিউজ

  • Font increase
  • Font Decrease

আইসক্রিম, পিৎজা অনেকের কাছেই ভীষণ পছন্দের খাবার। তবে ইউরোপসহ পশ্চিমা দেশগুলোতে মাঝরাতে এসব মুখরোচক খাবার ও পানীয় খাওয়ার প্রবণতা বেশি দেখা যায়। ইতালিতে জেলাটিনের তৈরি আইসক্রিম খুব বিখ্যাত। এজন্য ইতালিতে 'জেলাটো সংস্কৃতি' নামে একটা কালচার গড়ে উঠেছে। সম্প্রতি ইতালির মিলানের বাসিন্দাদের জন্য একটি নতুন আইন প্রস্তাব করা হয়েছে। প্রতিবেদন- স্কাই নিউজ।

মিলানে বসবাসকারীদের অধিকাংশই মাঝরাতে রাস্তায় ঘোরাঘুরি করে আইসক্রিম, পিৎজা, ফাষ্টফুড জাতীয় খাবার ও পানীয় পান করে থাকে। এতে করে সেখানকার এলাকাবাসীদের রাতের ঘুম বিঘ্নিত হয়। নতুন প্রস্তাবিত আইনে শহরবাসীর রাতের ঘুম নির্বিঘ্ন করতে মধ্যরাতের পর পিৎজা ও পানীয়সহ সব ধরনের টেকওয়ে খাবার নিষিদ্ধ করার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

তবে মধ্যরাতের পর আইসক্রিম নিষিদ্ধ করার চেষ্টা এবারই প্রথম নয়। ২০১৩ সালে, তৎকালীন মেয়র গিউলিয়ানো পিসাপিয়া অনুরূপ ব্যবস্থা বাস্তবায়নের চেষ্টা করেছিলেন কিন্তু 'অকুপাই জেলাটো' আন্দোলনসহ তীব্র প্রতিক্রিয়ার পরে তিনি এ সিদ্ধান্ত থেকে সরে আসেন।

এরপর আবারও মিলানে এ আইনটি প্রস্তাব করেছেন ডেপুটি মেয়র মার্কো গ্রানেল্লি। দেশটির ১২টি জেলা এই প্রস্তাবের আওতাভুক্ত হবে বলে জানিয়েছে মিলান কর্তৃপক্ষ। এ বিষয়ে মিলানের মেয়র গ্রানেল্লি বলেন, 'আমাদের লক্ষ্য হচ্ছে সামাজিকতা ও বিনোদন এবং বাসিন্দাদের শান্তি ও প্রশান্তির মধ্যে ভারসাম্য বজায় রাখা।

প্রস্তাবটি নিম্নলিখিত এলাকাগুলোতে প্রযোজ্য হবে বলে জানিয়েছে মিলান কর্তৃপক্ষ: নোলো, লাজারেটো, মেলজো, ইসোলা, সারপি, ভায়া সিজারিয়ানো, আরকো ডেলা পেস, কোমো-গাইআউলেন্টি, পোর্টা গ্যারিবল্ডি, ব্রেরা, টিসিনিজ এবং দারসেনা-নাভিগলি।

জানা যায়, প্রস্তাবটি মে মাসের মাঝামাঝি থেকে কার্যকর থাকবে এবং নভেম্বর পর্যন্ত চলবে। এটি প্রতিদিন রাত ১২.৩০ টায় এবং সাপ্তাহিক ছুটির দিন এবং সরকারী ছুটির দিনে রাত ১.৩০ টা থেকে প্রয়োগ করা হবে। তবে এ প্রস্তাবের বিরুদ্ধে নাগরিকদের মে মাসের শুরু পর্যন্ত আপিল করার এবং আইন পরিবর্তনের পরামর্শ দেওয়ার সময় রয়েছে।

 

 

 

;

অস্ট্রেলিয়ায় নিখোঁজ কুকুর ফিরলো যুক্তরাজ্যের মালিকের কাছে



ফিচার ডেস্ক, বার্তা২৪.কম
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

অস্ট্রেলিয়ায় ঘুরতে এসে নিখোঁজ হয় যুক্তরাজ্যের এক দম্পতির পালিত কুকুর। যুক্তরাজ্যে আসার ১৭ দিন পর মিলো নামের কুকুরটিকে ফিরে পেয়েছেন জেসন হোয়াটনাল নিক রোল্যান্ডস দম্পতি।

হোয়াটনাল এবং তার সঙ্গী নিক সম্প্রতি তাদের কুকুর মিলোকে নিয়ে অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়া পরিদর্শনে যান। তারা যখন সোয়ানসিতে বাড়িতে যাচ্ছিলেন তখন মেলবোর্ন বিমানবন্দরে তার হ্যান্ডলার থেকে কুকুরটি পালিয়ে যায়।

সাড়ে পাঁচ বছর বয়সী কুকুরটিকে অবশেষে মেলবোর্নের শহরতলিতে ১৭ দিন পর খুঁজে পাওয়া যায়।


হোয়াটনাল স্কাই নিউজকে বলেন, ‘মিলোকে ফিরে পাওয়াটা খুবই আশ্চর্যজনক ছিল আমার জন্য। যখন আমি আমার প্রিয় মিলোর (কুকুর) সাথে পুনরায় মিলিত হয়েছিলাম, তখন আমি কান্নায় ভেঙে পড়েছিলাম। আমার কান্না দেখে অন্যরাও কেঁদেছিল। এটি সত্যিই আবেগপ্রবণ ছিল।

তিনি আরও বলেন, বিশ্বের অন্য প্রান্তে থেকে মিলোর কথা চিন্তা করে উদ্বিগ্ন হয়ে পড়েছিলাম। আমরা জানতাম না মিলো কোথায় আছে। এটি বেশ হতাশাজনক ছিল আমাদের জন্য, কিছুটা আশা হারিয়ে ফেলেছিলাম। তাকে ফিরে পাবো ভাবিনি।

মিলোকে পাওয়ার জন্য সামাজিক মাধ্যমে জানিয়েছিলাম, তখন স্বেচ্ছাসেবকদের কাছ থেকে সাহায্য আসে, তারা মিলোর সন্ধান দেয়। মিলোকে আমাদের কাছে ফিরিয়ে দেওয়ার জন্য তাদের ধন্যবাদ।

;

আমার হাতের পাখা যেন তাদের আরাম দিচ্ছে!



মৃত্যুঞ্জয় রায়, ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, সাতক্ষীরা
ছবি: বার্তা২৪, তালপাতার পাখা বিক্রি করছে পাঁচ বছরের শিশু মাহমুদুল্লাহ

ছবি: বার্তা২৪, তালপাতার পাখা বিক্রি করছে পাঁচ বছরের শিশু মাহমুদুল্লাহ

  • Font increase
  • Font Decrease

আবু বক্কর (৬২)। বয়সের ভারে অসুস্থ হয়ে তিনি এখন পাকা বিক্রেতা। প্রচণ্ড তাপদাহে মানুষ যখন ঠান্ডা বাতাসের প্রশান্তি খুঁজছে, তখন তিনি গ্রামে গ্রামে গিয়ে তালপাতার পাখা বিক্রি করছেন।

আবু বক্কর বার্তা২৪.কমকে বলেন, স্ত্রীসহ ছয় মেয়ে নিয়ে আমার সংসার। তবে মেয়েদের বিয়ে দিতে পেরেছি। কিন্তু বয়সের ভারে ঠিকই আমরা একা থেকে গেলাম। শেষ বয়সে গ্রামে গ্রামে তালপাতা পাখা বিক্রি করে সংসার চালাচ্ছি। শুধু সংসার না, এই টাকায় আমার পায়ের শিরার ব্যথার ওষুধও কিনতে হয়। একবেলা ওষুধ না খেলে চলতে পারি না।

এদিকে, পুরনো ব্যবসার ঋণের বোঝা আর অন্যদিকে অসুস্থ হয়ে ওষুধসহ সংসারের খরচ। শেষ বয়সে তালপাতার পাখাই আমার একমাত্র জীবনসঙ্গী বলেন আবু বক্কর।

তালপাতার পাখা বিক্রি করছেন আবু বক্কর, ছবি- বার্তা২৪.কম

বুধবার (২৪ এপ্রিল) সাতক্ষীরা জেলার তালা উপজেলার কলাগাছি গ্রামের কবিগানের অনুষ্ঠানে সরেজমিন দেখা যায়, একপাশে তালপাতার পাখা বিক্রি করতে ব্যস্ত ছোট্ট পাঁচ বছরের শিশু মাহমুদুল্লাহ। এই গরমে যখন তার ঘরে থাকার কথা, তখন সে নানা-নানীর সঙ্গে এসে তালপাতার পাখা বিক্রি করছে। কবিগানে বসে থাকা সব শ্রোতার কাছে গিয়ে বলছে, পাখা লাগবে, পাখা! কথা বলতে চাইলেও এ পাশ ওপাশ দিয়ে চলে যাচ্ছে, ক্রেতার কাছে।

এক ফাঁকে তাকে কাছে পেয়ে জিজ্ঞাসা করা হয়, এই বয়সে পাখা বিক্রি করছো কেন! এ প্রশ্নের উত্তরে বার্তা২৪.কমকে মাহমুদুল্লাহ বলে, প্রচণ্ড গরমে স্কুল ছুটি। তাই, নানা-নানীর সঙ্গে চলে এসেছি মেলায় পাখা বিক্রি করতে। মানুষজন আমার কাছ থেকে যেন বেশি পাখা কেনে (ক্রয়), তাই আমি মেলায় তাদের সঙ্গে এসেছি।

অনেক উৎসাহের সঙ্গে সে বলে, গরমে আমার হাতের পাখায় যেন তাদের আরাম দিচ্ছে! মেলা হলে আমি সেখানে চলে যাই পাখা বিক্রি করতে। ঘোরাঘুরিও হয় আর টাকা ইনকামও হয়। টাকার জন্য বের হয়ে পড়েছি। আমরা পাখা বিক্রি করে পেট চালাই। নানা-নানী বুড়ো হয়ে গেছে। তাই, আমি সঙ্গে এসে তাদের কষ্টটাকে একটু ভাগাভাগি করে নিচ্ছি।

যেখানে প্রচণ্ড তাপে মানুষজন নাজেহাল, সেখানে ছোট্ট মাহমুদুল্লাহ ছুটে চলেছে এক প্রান্ত থেকে আরেক প্রান্তে পাখা বিক্রি করতে। ছোট্ট শিশু হলেও গরম যেন তার কাছে কিছু না, পেটের তাগিদে!

আরেক পাখা বিক্রেতা তালা উপজেলার হরিণখোলা গ্রামের বাসিন্দা ভদ্রকান্ত সরকার (৭০)। ১২-১৪ বছর ধরে এই পেশায় আছেন তিনি।

চলছে তালপাতার পাখার বিকিকিনি, ছবি- বার্তা২৪.কম

শেষ বয়সে পাখা কেন বিক্রি করছেন এমন প্রশ্নের উত্তরে বার্তা২৪.কমকে ভদ্রকান্ত বলেন, চাল কিনে খেতে হয়। খুব কষ্টের সংসার! ছেলে-মেয়ে আছে। তারা তাদের মতো কাজ করে খায়। মা বাবার বয়স হয়ে গেলে ছেলে আর আমাদের থাকে না। আমরা বৃদ্ধ বয়সে কেমন আছি, সেটা জানার সুযোগ তাদের থাকে না। শেষজীবনটা এভাবে পাখা বিক্রি করে কাটিয়ে দেবো। কী আর করবো! কপালে যা আছে, শেষপর্যন্ত তাই হবে। কপালে ছিল, এমন বৃদ্ধ বয়সে গ্রামে গ্রামে পাখা বিক্রি করতে হবে!

;

৪ লাখ বছর আগে আদিম মানুষের যাত্রা শুরু



ফিচার ডেস্ক, বার্তা২৪.কম
ছবি: সংগৃহীত, নিউ সায়েন্টিস্ট থেকে

ছবি: সংগৃহীত, নিউ সায়েন্টিস্ট থেকে

  • Font increase
  • Font Decrease

৪ লাখ বছর আগে রাশিয়ার সাইবেরিয়া থেকে আদিম মানুষের যাত্রা শুরু হয়েছিল বলে নতুন এক গবেষণা থেকে জানা গেছে। এখান থেকে যাত্রা শুরু করে এই গোত্রের মানুষ পরে উত্তর আমেরিকায় পৌঁছে যায়।

নতুন এক গবেষণা জানাচ্ছে, সাইবেরিয়ায় নতুন একটি এলাকার সন্ধান পাওয়া গেছে, যেখানে ৪ লাখ ১৭ হাজার বছর আগে হোমিনিনস (Hominins) গোত্রের মানুষের উপস্থিতি ছিল। এই গোত্রের মানুষ ডিরিং ইউরিআখ এলাকায় বাস করতেন। সেখান থেকে তারা উত্তর আমেরিকায় পৌঁছে যায় বলে জানিয়েছেন চেক প্রজাতন্ত্রের এক গবেষক।

১৬ এপ্রিল চেক অ্যাকাডেমি অব সায়েন্সেসের গবেষক জন জেনসেন এক সংবাদ সম্মেলন করে নতুন এ তথ্য প্রকাশ করেন। গবেষণাবিষয়ক সংবাদ সাময়িকী নিউ সায়েন্সটিস্ট এ বিষয়ে একটি খবর প্রকাশ করেছে।

সংবাদ সম্মেলনে জন জেনসেন বলেন, আমরা আগে যে ধারণা করতাম, তারও আগে থেকে হোমিনিনস গোত্রের মানুষ সাইবেরিয়ার ডিরিং ইউরিআখ এলাকায় বসবাস করতেন। ৪ লাখ ১৭ বছর আগে থেকেই তারা এই এলাকায় বসবাস করতে বলে প্রমাণ পাওয়া গেছে। তাদের অবস্থান ছিল উত্তর অক্ষাংশে।

তিনি বলেন, আরেকটি আদিম গোত্রের মানুষের সন্ধান পাওয়া যায়, যারা আর্কটিক অঞ্চলে বাস করতেন। ৪৫ হাজার বছর আগে তাদের সন্ধান পাওয়া যায়নি।

 

;