নিউইয়র্কের দিনলিপি- ১



আমান-উদ-দৌলা
নিউইয়র্কের দিনলিপি- ১

নিউইয়র্কের দিনলিপি- ১

  • Font increase
  • Font Decrease

১.নিউইয়র্কের জামাইকায় ৩১তম বইমেলা হচ্ছে। ২৮ থেকে ৩১ জুলাই ৪ দিনের। আজ ৩০ তারিখ লিখতে বসেছি। বইমেলায় অনেক কিছু হচ্ছে। বই বিক্রির স্টল তো আছেই। অনুষ্ঠানও চলছে। কবিতা, ছড়া, আবৃত্তি, আলোচনা ও নাটক।

কলকাতা থেকে কথাসাহিত্যিক অমর মিত্র এসেছেন উদ্বোধন করলেন। অংশ নিচ্ছেন নানা অনুষ্ঠানে অনেকেই। উল্লেখযোগ্যরা হলেনঃ ড. নুরুন নবী, ড. জিয়াউদ্দীন আহমেদ, আসাদ মান্নান, লায়লা হাসান, অধ্যাপক আনু মুহাম্মদ, ড. বিরুপাক্ষ পাল. ড. জালাল ফিরোজ, রোকেয়া হায়দার,  লুতফর রহমান রিটন, নাজমুন নাহার পিয়ারী, হাসান ফেরদৌস প্রমুখ।

বাংলাদেশ থেকে বই নিয়ে এসেছেন মেজবাহউদ্দীন আহমেদ (অংকুর), মনিরুল হক ( অনন্যা), জসিম উদ্দিন (কথা প্রকাশ), জাফর আহমেদ (বাতিঘর), হুমায়ুন কবীর ঢালী (অন্বয়), জহিরুল আবেদীন (ইত্যাদি), সজল আহমেদ (কবি) প্রমুখ। তারা প্রকাশনার ভবিষ্যত নিয়েও আলোচনা করেন।

দেশে বিদেশে বইমেলা নিয়ে আলোচনা করেন অমর মিত্র (ভারত), লায়লা হাসান (বাংলাদেশ) ড. জালাল ফিরোজ (বাংলাদেশ), জসিম মল্লিক (কানাডা) প্রমুখ। সঞ্চালক ছিলেন রোকেয়া হায়দার।

কাজী নজরুল ইসলামের 'বিদ্রোহী' কবিতার ১০০ বছর উপলক্ষ্যে কবিতাটি আবৃত্তি করে শোনান ৪ জন বিশিষ্ট আবৃত্তি শিল্পী। ডাঃ ফারুক আজম, নজরুল কবীর, পারভীন সুলতানা ও ক্ল্যারা রোজারিও। কবিতাটি সৃষ্টির ইতিহাস শোনান সউদ চৌধুরী।

কবিতা ও ছড়া অনেকেই পড়বেন। দেশের অর্থনীতির ভবিষ্যত নিয়ে আলোচনায় অংশ নেবেন দুই সেরা অর্থনীতিবিদ অধ্যাপক আনু মুহাম্মদ ও ড. বিরুপাক্ষ পাল।


আয়োজকদের নানা কাজে সহযোগিতা করেছেন অনেকেই। তারমধ্যে নিনি ওয়াহেদ, রানু ফেরদৌস, ফাহিম রেজানুর, আহমাদ মাজহার, আদনান সৈয়দ, ফকির ইলিয়াস, সেমন্তী ওয়াহেদ প্রমুখ। মুক্তধারা ফাউন্ডেশনের বিশ্বজিত সাহা বইমেলার মূল আয়োজক।

২. ফরোওয়ার্ড পার্টি নামে ২০২৪ সালের নির্বাচনকে সামনে রেখে রিপাবলিকান ও ডেমোক্রেট দলের সাবেক কয়েকজন সিনেটর ও প্রেসিডেন্ট প্রার্থী ৩য় একটি দল গঠনের চেষ্টা করছেন। তারা ডানপন্থীও নয় বামপন্থীও নয়। কয়েকটি রাজ্যের প্রাইমারীতে তারা বক্তব্য রেখেছেন। এরা হলেন:  ডেমোক্রেট দলের সাবেক প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে হেরে যাওয়া এন্ড্রু ইয়াং ও রিপাবলকান দলের সাবেক নিউজার্সি গভর্নর ক্রিস্টিন হোইটম্যান।

তারা বলছেন, দুই দলের রাজনীতিতে আমেরিকার মানুষ চরমভাবে হতাশ হয়ে পড়েছেন। রিপাবলিকানরা আরও ডান দিকে ঝুঁকে গেছেন। ডেমোক্রেটদের একটি অংশ বামপন্থী হয়ে চলছে। আমরা সুষ্ঠুধারা আনবো। উল্লেখ্য, আগেও ৩য় দল নির্বাচন করে হেরে গেছে। এবার তারা বলছে জিতবে। ৩০ রাজ্যে ইতোমধ্যে দলের কাজ শুরু করেছে।

৩. আমেরিকায় প্রবেশগামী ৬ দেশের  মানুষকে করোনার জন্য 'উচ্চ ঝুকি'র দেশ ঘোষণা করে ভ্রমন সতর্কতায় রেখেছে। এতে বাংলাদেশের মানুষও পড়েছে। আমেরিকার সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল( সিডিসি) এক ঘোষণায় জারী করেছে। গত মংগলবার সিএনএন এই খবর জানিয়েছে।

 আমেরিকা ভ্রমণকারী বাংলাদেশি ছাড়াও বসনিয়া- হার্জেগভনিয়া, ফিজি, পোল্যান্ড, এল সালভেদর ও হন্ডুরাস দেশের মানুষ রয়েছে। ডানপন্থী রিপাবলিকানরা আরও ডানে ঝুকে গেছেন। ডেমোক্রেট দলের একটি অংশ

এর আগে ১২০টি  দেশ ছিল। গত ২৫ জুলাই থেকে এই ৬ দেশের মানুষ উচ্চ ঝুঁকিপূর্ণ বলা হচ্ছে। আর অন্য দেশগুলি 'উচ্চ ঝুঁকি' থেকে বাদ পড়লেও ঝুঁকিপূর্ণ ক্যাটাগরিতে রেখে দিয়েছে।

৪. আপনি একজন বাংলাদেশি ছাত্র বা ছাত্রী আমেরিকায় পড়তে যাবেন। কি কি করতে হবে। তার একটা সাধারন জ্ঞান এখানে তুলে ধরছি। প্রথমে বলা  উচিত আপনার বাবার বা আত্নীয়স্বজনের টাকা পয়সা থাকতে হবে। সারা আমেরিকায় ৫,৩০০ কলেজ ও ইউনিভার্সিটি আছে। কোন রাজ্যে পড়তে যাবেন সেটা ঠিক করতে হবে। ইন্টারমিডিয়েট বা ১২ ক্লাস পড়ার পর কিংবা মাস্টার্স শেষ করে এসে আবার এখানে মাস্টার্সে ভর্তি হতে হবে।


ভর্তি হবার আগে ielts পরীক্ষায় উত্তীর্ণ হতে হবেএখানে দেয়া হলো:

https://en.m.wikipedia.org/wiki/International_English_Language_Testing_System

কোথায় কত ডলার বার্ষিক খরচ পড়বে তার হিসাব আছে এখানে। মাথা পিছু একজনের বছরে ১৫,০০০ হাজার ডলার থেকে ৫০,০০০ ডলার পর্যন্ত কলেজ  খরচ আগেই দিতে হবে। তারপর ভিসা পাবেন:

 https://ggstudyabroad.com/cost-of-studying-in-usa/#:~:text=Generally%2C%20it%20can%20be%20said,is%20around%2012%2C000%20per%20year.

আমি একটা সহজ কথা বলি। আমাদের বারিধারায় আমেরিকান সেন্টার আছে। সেখানে শিডিউল ( আমেরিকায় স্ক্যাজুয়াল বলা হয়। ইংলিশ বানান একই schedule)  দেখে ইংলিশ কোর্সে ভর্তি হয়ে যাবেন। ফোন করবেন আগে। তারপর এপয়েনমেন্ট ডেট অনুযায়ী যাবেন ওখানে। ইংরেজিতে না বলতে চাইলে বাংলায় কথা বলবেন। ওখানে গিয়ে কথা বলে ভর্তি হয়ে তারপর কোথায় পড়বেন। কি পড়বেন সবকিছু জানতে পারবেন। এখানে আমেরিকান সেন্টারের লিংক তুলে দিচ্ছি

https://educationusa.state.gov/centers/american-center-dhaka

বাংলা ভাষায় দিচ্ছি যেখানে ইংলিশ কোর্স করবেন:

https://bd.usembassy.gov/bn/education-culture-bn/english-language-programs-bn/

আমি আপনাদেরকে সিটি ইউনিভার্সিটি অফ নিউইয়র্কে ভর্তি হতে বলবো। cuny.org এখানে ২৫ টি ক্যাম্পাস আছে। গোটা বিশ্বে সবচেয়ে বৃহত্তম। নিউইয়র্ক সিটি অথরিটির আন্ডারে। সবচেয়ে কম পয়সায় পড়তে পারবেন। এখানে বৃত্তিও অর্জন করতে পারেন।

 সব দেখে ও বুঝে নিয়ে ভর্তি হতে আসবেন। ভর্তি হয়েই এখানে কয়েক মাসের মধ্যে লিগালি কয়েক ঘণ্টা করে জব করতে পারবেন। তাতে খাওয়া পড়া সাশ্রয় হবে। আরও কাজ ধরতে হলে ক্যাশে কাজ করতে পারবেন ফুল টাইম। শুরুর সময়টা কষ্ট করলে খুলে যাবে সৌভাগ্যের দরজা। বিভিন্ন জব সেন্টার ডেকে নেবে। মাসে বেতন হবে ৩ হাজার ডলার থেকে ৫ হাজার। ভাগ্য ভাল হলে ৬০ হাজার থেকে ১ লাখ ডলারের মতো বছরে ইনকাম হবে।

* আমান-উদ-দৌলা---সিনিয়র সাংবাদিক, সাবেক সম্পাদক বাংলা বিভাগ, রেডিও ফ্রি এশিয়া, ওয়াশিংটন ডিসিসাবেক কূটনৈতিক রিপোর্টার, দৈনিক জনকন্ঠ। One of the Founders, First General Secretary of DCAB in 1998 ( Diplomatic Correspondent Association, Bangladesh).

   

খাবারের পর প্লেট ধোয়া কষ্ট? তাহলে এই কৌশল আপনার জন্য!



ফিচার ডেস্ক, বার্তা২৪.কম
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

খাওয়ার বিষয়ে সবাই পটু। কিন্তু খাওয়ার পর থালা বাসন ধোয়াকে অনেকেই কষ্টকর কাজ মনে করেন। তাই দেখা যায় খাওয়ার পর অপরিষ্কার অবস্থায়ই থেকে যায় থালা বাসনগুলো। এবার এই কষ্ট কমাতে এক অভিনব কৌশল বেছে নিয়েছেন এক ব্যক্তি।

সম্প্রতি এমন এক ভিডিও নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে ভারতীয় গণমাধ্যম এনডিটিভি। 

হর্ষ গোয়েনকা নামে ভারতের এক শিল্পপতি তাঁর এক্স হ্যন্ডেলে (সাবেক টুইটার) ভিডিওটি শেয়ার করেন। এতে দেখা যায়, থালাবাসন পরিষ্কারের কাজ এড়াতে এক ব্যক্তি মজার এক কৌশল নিয়েছেন। এতে দেখা যায়, এক ব্যক্তি খাবার রান্না করছেন। খাবার আগে তিনি প্লাস্টিক দিয়ে প্লেট, চামচ ও পানির গ্লাস মুড়িয়ে নিচ্ছেন।

শেয়ার করে তিনি মজাচ্ছলে লিখেছেন, "যখন আপনার থালা-বাসন ধোয়ার জন্য পর্যাপ্ত পানি থাকে না..."।

ভিডিওটি শেয়ার করার পর মুহূর্তেই সেটি ভাইরাল হয়ে যায়। ভিডিওটি অনেক বিনোদনের জন্ম দিয়েছে। যদিও কেউ কেউ প্লাস্টিকের মোড়ককে হাস্যকর মনে করেন এবং এর ব্যবহার নিয়ে প্রশ্ন তোলেন।

এক্স ব্যবহারকারী একজন লিখেছেন, 'পানি সংরক্ষণ ও পুনর্ব্যবহার করা হল মন্ত্র হল এমন কৌশল! তবে প্লাস্টিকের ব্যবহার নতুন করে ভাবাচ্ছে।'

অন্য একজন ব্যবহারকারী লিখেছেন, 'আমি আমার হোস্টেলের দিনগুলিতে এটি করেছি। আমাদের পানি সরবরাহ ছিল না এবং বারবার ধোয়ার কষ্টে এমন কৌশল নিয়েছি।'

আরেক ব্যবহারকারী লিখেছেন, ‘মনে হচ্ছে বেঙ্গালুরুতে পানি–সংকটের সমাধান হয়ে যাচ্ছে।’

;

জলদানব ‘লক নেস’কে খুঁজে পেতে নাসার প্রতি আহ্বান



আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

রহস্যময় জলদানব জলদানব ‘লক নেস’কে খুঁজে পেতে নাসার প্রতি আহ্বান জানিয়েছে লক নেস সেন্টার। ২০২৩ সালের এই রহস্যময় প্রাণীর শব্দের উৎস ও একে খুঁজে পেতে হাইড্রোফোন ব্যবহার করা হয়েছিল।

স্যার এডওয়ার্ড মাউন্টেনের ৯০তম অভিযানের অংশ হিসেবে আগামী ৩০ মে থেকে ২ জুন পর্যন্ত এই ‘লক নেস মনস্টার’কে খুঁজে পেতে অনুসন্ধান চালানো হবে।

রহস্যময় এই ‘লক নেস মনস্টার’কে ১৯৩৪ সালে প্রথম দেখা যায়। এ পর্যন্ত ১ হাজার ১শ ৫৬ বার দেখা গেছে বলে লক নেস সেন্টার সূত্রে জানা গেছে।

এ বিষয়ে লক নেস সেন্টারের এমি টোড বলেছেন, আমরা আশা করছি, এই রহস্যময় জলদানবকে খুঁজে পেতে মহাকাশ গবেষণা সংস্থা নাসার গবেষকেরা আমাদের সহযোগিতা করবেন। তারা আমাদের জলদানবকে খুঁজে পেতে যথাযথ নির্দেশনা দেবেন এবং এ বিষয়ে সব কিছু জানাতে সাহায্য করবেন।

তিনি বলেন, আমাদের অভিযানের বিষয়ে যুক্তরাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে গিয়েছি। আমরা আশা করছি, নাসার উন্নত প্রযুক্তির মাধ্যমে আমরা জলদানব বিষয়ে প্রশ্নগুলোর উত্তর খুঁজে পাবো।

রহস্যময় জলদানব খুঁজে পেতে স্বেচ্ছাসেবকের ভূপৃষ্ঠ থেকে যেমন নজর রাখবেন, তেমনি পানির ভেতরে অভিযান চালানোর বিষয়ে তাদেরকে নির্দেশনা দেওয়া হবে। রহস্যময় জলদানবকে খুঁজে পেতে ১৯৭০ দশক ও ১৯৮০ দশকের যে সব তথ্যচিত্র লক নেসের কাছে সংরক্ষিত রয়েছে, সেগুলো যাচাই করে দেখা হবে।

তারপর জলদানব সম্পর্কে স্বেচ্ছাসেবকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেবেন লক নেসের পরিচালক জন ম্যাকলেভারটি।

এ নিয়ে গবেষকদের নিয়ে একটি অনলাইন বিতর্ক অনুষ্ঠিত হবে। যারা রহস্যময় এই জলদানবকে সচক্ষে দেখেছেন, তারাও এ লাইভ বিতর্কে অংশ নেবেন।

নেস হৃদ

যে হ্রদে জলদানব অবস্থান করছে বলে জানা গেছে, অভিযানের অভিযাত্রী দল নৌকায় করে সেখানে যাবেন। এসময় তাদের সঙ্গে থাকবেন গভীর সমুদ্রে অনুসন্ধানকারী দলের ক্যাপ্টেন অ্যালিস্টার মাথিসন। তিনি লক নেস প্রজেক্টে একজন স্কিপার হিসেবে কাজ করছেন। তার সঙ্গে থাকবেন ম্যাকেন্না।

অনুসন্ধান কাজে ১৮ মিটার (৬০ ফুট) হাইড্রোফোন ব্যবহার করা হবে। এটি দিয়ে রহস্যময় শব্দের প্রতিধ্বনি রেকর্ড করা হবে।

দ্য লক নেস সেন্টার ড্রামনাড্রোচিট হোটেলে অবস্থিত। ৯০ বছর আগে অ্যালডি ম্যাককে প্রথম রিপোর্ট করেছিলেন যে তিনি একটি জলদানব দেখেছেন।

লক নেস সেন্টারের জেনারেল ম্যানেজার পল নিক্সন বলেছেন, ২০২৩ সালে নেসিকে খুঁজে পেতে মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা, ফ্রান্স, ইতালি, জাপানসহ আরো অনেক দেশ অনুসন্ধান কাজে অংশ নিয়েছিল। এটি ছিল বড় ধরনের একটি অভিযান।

তিনি বলেন, অনুসন্ধানের সময় যে অদ্ভুত শব্দ শোনা গিয়েছিল, সে শব্দের কোনো ব্যাখ্যা দাঁড় করানো যায়নি। তবে আমরা এবার দৃঢ় প্রতিজ্ঞ যে, জলদানব লক নেসের রহস্য উন্মোচন করতে পারবো।

এ বিষয়ে আমরা সামাজিক মাধ্যম ব্যবহার করবো। এ রহস্যময় জলদানব লক নেস সম্পর্কে যাদের ধারণা আছে, তাদের সহযোগিতা নেওয়া হবে। পল নিক্সন আরো বলেন, এবার আমরা খুবই উচ্ছ্বসিত যে, জলদানবকে খুঁজে পেতে নতুন ধরনের যন্ত্রপাতি ব্যবহার করবো।

স্কটল্যান্ডের ইনভার্নেসের কাছে এক বিশাল হ্রদের নাম ‘নেস’। স্কটিশ গেলিক ভাষায় হ্রদকে লক (Loch) বলা হয়। আর উচ্চারণ করা হয় ‘লক’। গ্রেট ব্রিটেনের স্বাদুপানির সবচেয়ে একক বৃহত্তম উৎস এ হ্রদটির আয়তন ২২ বর্গ কিলোমিটার, গভীরতা ৮০০ ফুটেরও বেশি। এই হ্রদেই দেখা মিলেছিল সত্যিকারের জলদানব ‘লক নেসের’।

;

স্টেডিয়ামে খেলা দেখার জন্য অফিসে মিথ্যা বলা, শেষ রক্ষা হয়নি তার!



ফিচার ডেস্ক, বার্তা২৪.কম
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

বহুল প্রত্যাশিত ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) শুরু হয়েছে ২২ মার্চ থেকে। বিশ্বের নামিদামী সব খেলোয়াড়ের উপস্থিতি থাকায় বিশ্বজুড়ে এই লীগের চাহিদা তুঙ্গে। তাই এর দর্শক সংখ্যাও কত হতে পারে সেটা সহজেই অনুমেয়। যাদের সুযোগ সামর্থ্য থাকে তারা স্টেডিয়ামে বসে খেলা দেখেন আর যাদের সুযোগ না থাকে তারা টেলভিশনের পর্দায়ই বিনোদন খোঁজেন।

সম্প্রতি, এই লীগের একটি ম্যাচ স্টেডিয়ামে দেখতে গিয়ে অদ্ভুত এক কাণ্ডের জন্ম দিয়েছেন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরের নেহা নামে এক নারী ভক্ত। ওইদিন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ও লখৌন সুপার জায়ান্টসের মধ্যে ম্যাচ চলছিল। সেই খেলা মাঠে বসে দেখতে তিনি পারিবারিক সমস্যার কথা বলে আগেই অফিস থেকে বের হয়ে যান।

তারপর যথারীতি সে মাঠে বসে খেলা উপভোগ করছিল। কিন্তু বিপত্তি বাঁধে অন্য জায়গায়। খেলা চলার এক পর্যায়ে তাকে টিভি স্ক্রিনে দেখতে পায় তার অফিসের বস।

পরে এই ঘটনাটির একটি ভিডিও তিনি তার ইন্সটাগ্রাম একাউন্টে শেয়ার করেন। সেখানে তিনি পুরো বিষয়টি নিয়ে খোলাসা করেন।

ওই ভিডিওতে নেহা বলেন, অফিস থেকে পারিবারিক সমস্যার কথা বলে মাঠে এসে খেলা দেখেছি। আমি রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর একজন ভক্ত। কিন্তু টিভি স্ক্রিনে আমার বস আমাকে দেখে ফেলে। পরে তিনি আমাকে জিজ্ঞেস করেছেন আমি কোন দলের সমর্থক হিসেবে খেলা দেখছি। আমি বলেছি রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু।

এরপর বস বলেন, তাহলে আপনি নিশ্চয় গতকাল খুব অসন্তুষ্ট ছিলেন। ওরা ফিল্ডিংয়ে একটি ক্যাচ মিস করার সময় আপনাকে খুব উদ্বিগ্ন চেহারায় দেখেছি। ১৬.৩ ওভারে যখন কিপার ক্যাচ মিস করলো, তখন।

হাতেনাতে ধরা পড়ে যাওয়ার পর নেহা স্বীকার করে নেন, ওটা তিনিই ছিলেন। বলেন, হ্যাঁ, অনুজ রাওয়াত ক্যাচ মিস করেছিল।

এরপর নেহার বস বলেন, মাত্র কয়েক সেকেন্ডের জন্য ক্যামেরায় আপনাকে দেখিয়েছিল। আর তাতেই আমি চিনে ফেলেছি। তাহলে এটাই ছিল গতকাল দ্রুত বেরিয়ে যাওয়ার কারণ।

এরপর তিনি একটি হাসির ইমোজি দিয়ে কথপোকথন শেষ করেন।

ভিডিওটি শেয়ার করার পর রাতারাতি সেটি ভাইরাল হয়ে যায়।

পোস্টের নিচে অনেকেই নিজেদের অভিমত ব্যক্ত করেছেন।

একজন লিখেছেন, এটা ঠিক আছে। ম্যানেজারের উচিত কর্মচারীকে স্বাধীনতা প্রদান করা। যাতে সে সত্য বলতে পারে বা নিজের জীবনকে স্বাধীনভাবে উপভোগ করতে পারে।

আরেকজন লিখেছেন, আপনাকে এর জন্য চাকরি থেকে বরখাস্ত করা উচিত। একে তো আপনি অফিস থেকে মিথ্যা কথা বলে বের হয়েছে আবার নিজেদের ব্যক্তিগত কথা সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করেছেন।

;

নওগাঁয় কালের সাক্ষী কয়েক শ বছরের পুরোনো বটগাছ



শহিদুল ইসলাম, ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, নওগাঁ
ছবি: বার্তা২৪.কম

ছবি: বার্তা২৪.কম

  • Font increase
  • Font Decrease

নওগাঁ সদর উপজেলার বক্তারপুর ইউনিয়নের মুরাদপুর গ্রামে বট ও পাকুড় গাছের মেল বন্ধন প্রায় ৩০০ বছরের অধিক সময়ের। প্রজন্ম থেকে প্রজন্ম কালের সাক্ষী হয়ে এখনো দাঁড়িয়ে আছে রহস্যময় এই বট গাছটি। প্রায় ৫ থেকে ৬ একর জমির ওপরে শাখা-প্রশাখা ছড়িয়ে দর্শনার্থীদের দৃষ্টি আকর্ষণ করছে এই পুরাতন বটগাছটি।

বৃহস্পতিবার (১৮ এপ্রিল) সরেজমিন গিয়ে দেখা যায়, বট ও পাকুর মিলে বিশাল জায়গাজুড়ে কাল্পনিক এক দৃশ্যের সৃষ্টি হয়েছে। বট গাছের কাণ্ড থেকে কাণ্ড শাখা থেকে প্রশাখা মাটিয়ে লুটে পড়ে আরেক বটগাছের জন্ম দিয়েছে। কাণ্ডগুলো দেখলে বোঝার উপায় নেই যে এটির মূল শাখা কোনটি। লতা থেকে মাটিতে পড়ে সৃষ্টি হয়েছে আরেকটি বটগাছ এভাবে অনেকটা জায়গাজুড়ে এক অন্যরকম সৌন্দর্যে বিমোহিত হয়েছে স্থানটি। বটগাছের নিচে ও পাশে রয়েছে সনাতন ধর্মাবলম্বীদের কালি মন্দির যেখানে কয়েকদিন পর পর বিভিন্ন অনুষ্ঠান করেন তারা।

মুরাদপুর গ্রামের স্থানীয় বাসিন্দা গৌরাঙ্গ সাহা ( ৫০) এর সাথে কথা হলে তিনি জানান, আসলে এই গাছটির সঠিক বয়স কত সেটি আমরা কেউ জানিনা। আমার বাবা-দাদা তারাও এখানে পূজা করতেন তবে তারা আমাদেকে সঠিক বয়স বলতে পারেনি। আমার দাদার মুখে শুনেছি উনার ছোটবেলাতে সেখানে গিয়ে খেলাধুলা করতেন সে সময় গাছটি ঠিক এমন-ই ছিল। তবে অনুমান করা যায়, এই গাছের বয়স প্রায় ৩০০ থেকে ৪০০ বছরের অধিক হতে পারে।

একই গ্রামের গৃহবধূ লাইলী বেগম ( ৫৫) বলেন, আমার বিয়ে হয়েছে প্রায় ৩০ বছর হলো আর তখন থেকেই এই গাছটি দেখে আসছি। বাড়ি কাছে হওয়ায় প্রতিদিন আশেপাশে আসতে হয় বিভিন্ন কাজে। মূল গাছটি আমরা অনেক খুঁজেছি কিন্তু পাইনি। একটা গাছ থেকে এতগুলো গাছের সৃষ্টি হয়েছে দেখতে ভালোই লাগে। তবে যদি এটি সংরক্ষণের ব্যবস্থা করলে আরো কয়েকশ বছর টিকবে বলে মনে করি।

হালঘোষপাড়া থেকে আসা রায়হান নামের এক দর্শনার্থী বলেন, শুনেছিলাম এখানে অনেক পুরাতন বটগাছ আছে আজকে দেখতে আসলাম। চারিদিকে ছড়িয়ে গেছে এমন বটগাছ আমাদের এলাকায় নেই। দেখে খুব ভালো লাগছে এখন থেকে মাঝেমধ্যেই আসব।


কল্পনা রানী ( ৪৮) বলেন, আমার স্বামীর বাবার মুখ থেকে শুনেছি এটির বয়স প্রায় ৩০০ বছরের অধিক। কিছুদিন পর পর এখানে পূজা হয় বিভিন্ন এলাকা থেকে মানুষ এসে পূজা দেয়। এমন সুন্দর বটগাছ আমি কোনোদিন দেখিনি।

বিমল সাহা নামের এক শিক্ষার্থী জানান, আমরা প্রতিদিন আমরা এখানে এসে ক্রিকেট খেলি। এতো পুরাতন একটি বটের গাছ দেখতে পেয়ে আমাদের খুব ভালো লাগে।

এ বিষয়ে নওগাঁ সরকারি কলেজের উদ্ভিদ বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. এনায়েতুস সাকালাইন বার্তা২৪.কমকে বলেন, প্রাকৃতিকভাবে একেকটা উদ্ভিদের আয়ু একেক রকম হয়ে থাকে সেরকম বটগাছ দীর্ঘজীবি উদ্ভিদ। বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায়, কোনো কোনো জায়গায় ৫০০ বছর বা অধিক সময়ের বেশি বেঁচে থাকে। এই উদ্ভিদগুলোর অভিযোজন ক্ষমতা অনেক বেশি ও পরিবেশের সাথে এদের খাপখাইয়ে নেওয়ার ক্ষমতাও বেশি এবং যেকোনো প্রতিকূল পরিবেশে এরা মোকাবিলা করতে সক্ষম। বটগাছ গুলো বেশি পানি না পেলেও দীর্ঘদিন বেঁচে থাকে আবার খুব বেশি তাপমাত্রা বা তাপমাত্রা নিচে নেমে গেলেও এ ধরনের উদ্ভিদ সে সময় টিকে থাকতে পারে সেজন্য অনেক সময় বিল্ডিং বাড়ির দেয়ালেও এদের বিস্তার দেখা যায়।

তিনি আরও বলেন, বট গাছগুলোর একটি বিশেষ বৈশিষ্ট্য আছে সেটি হলো ওপরের দিকে একটু বেড়ে অনেকদিকে বিস্তার লাভ করে বেশ বড় জায়গা দখল করে তখন এই উদ্ভিদগুলোর ওপরের অংশের ভার বহন করার জন্য ঠেসমূল গঠন করে তারা। মূল কাণ্ড থেকে আস্তে আস্তে মাটিতে ঠেসমূল নেমে আসে তখন ধীরে ধীরে মোটা হতে থাকে। মূল যে কাণ্ডটা তার থেকে বয়সের সাথে সাথে আরো তৈরি হয় যাতে গাছের ভার বহন করতে সক্ষম হয় এবং এভাবে বিশাল জায়গাজুড়ে একে একে বিস্তার লাভ করে কাণ্ডগুলো। বটগাছে এ ধরনের কর্মকাণ্ড লক্ষ্য করা যায় কিন্তু পাকুড় জাতীয় গাছে কম লক্ষ্য করা যায়।

;