লম্বা চুলে কিশোরের বিশ্বরেকর্ড!

ছবি: সংগৃহীত
একজন পুরুষের মাথার চুল কত বড় হতে পারে? এমন প্রশ্ন করলে উত্তর আসবে ৬ থেকে ৮ ইঞ্চি। বেশি হলেও ১ ফুট। কিন্তু, মেপে দেখা গেছে তার চুলের দৈর্ঘ্য ৫ ফুট (৬০ ইঞ্চি)। বলছি ভারতের উত্তর প্রদেশের সিদাকদীপ সিং চাহালের (১৫) চুলের কথা। বিশ্বের সবচেয়ে লম্বা চুলের পুরুষ হিসেবে তিনি নাম লেখালেন গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে। ভারতীয় গণমাধ্যম এনডিটিভির থেকে এমন বিস্ময়কর তথ্য মেলেছে।
গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস থেকে জানা যায়, ভারতের উত্তর প্রদেশের সিদাকদীপ সিং চাহাল নামের এক কিশোর বিশ্বের সবচেয়ে লম্বা চুলের পুরুষ হিসেবে বিশ্ব রেকর্ড করেছে।
রেকর্ড রক্ষণাবেক্ষণকারী সংস্থা তার চুলের সম্পর্কে একটি আশ্চর্যজনক তথ্য দিয়েছে। সংস্থাটি বলছে, ওই কিশোর জন্মের পর থেকে কোনদিন চুল কাটেননি। মেপে দেখা গেছে তার চুলের দৈর্ঘ্য প্রায় ৫ ফুট (৪ ফুট ৯.৫ ইঞ্চি)।
ভারতীয় গণমাধ্যমে কিশোর চাহাল জানায়, আমি জন্মের পর থেকে এখন পর্যন্ত চুল কাটিনি। তবে বড় হওয়ার সাথে সাথে ভাবতাম চুল কেটে ফেলবো। কিন্তু, পরে আর চুল কাটা হয়নি। এখন আমি এটিকে আমার পরিচয়ের একটি অংশ হিসেবে মনে করি। গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে নাম লেখাতে পেরে নিজেকে নিয়ে গর্ব হয়।
তিনি আরও জানান, আমার চুলের দৈর্ঘ্য ৪ফুট ৯.৫ ইঞ্চি। আমি সপ্তাহে দুবার চুল পরিষ্কার করি। চুল পরিষ্কারের জন্য মাথা ভেজানো থেকে শুকানো পর্যন্ত ন্যূনতম এক ঘণ্টা সময় ব্যয় করতে হয়। সাধারণত চুল পরিষ্কার করতে মায়ের সাহায্য নিতে হয়। অন্যথায় কেবল চুল পরিষ্কার করতেই একদিনের মতো সময় লেগে যায়। আমার চুল বিশ্ব রেকর্ড করেছে এটা প্রথমে আমার পরিবারের কেউ বিশ্বাস করতে পারেনি। গিনেস ওয়ার্ল্ড কর্তৃপক্ষ থেকে পুরস্কার পাওয়ার পর সবাই বিশ্বাস করেছে বলেও জানান তিনি।
গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস কর্তৃপক্ষ জানিয়েছে, ১৫ বছরের কিশোর চাহাল শিখদের মতো পাগড়ি দিয়ে তার চুল ঢেকে রাখেন। চাহালের পরিবার এবং তার অনেক বন্ধু শিখ, তবে তাদের কারোরই তার মতো লম্বা চুল নেই।
চাহালের এই পর্যন্ত আসার কাজটা সহজ ছিলো না। শৈশবকাল থেকেই বন্ধুদের দ্বারা তামাশার স্বীকার হয়েছেন তিনি। তারপরও হাল ছেড়ে না দিয়ে কঠোর মনোবল নিয়ে পাড়ি দিয়েছেন এতোটা পথ।