মিথ্যা নির্ণয়ের বৈজ্ঞানিক উপায়



তানিম কায়সার, কন্ট্রিবিউটিং করেসপন্ডেন্ট
একটি মিথ্যা প্রাণনাশেরও কারণ হয়ে ওঠে কখনো

একটি মিথ্যা প্রাণনাশেরও কারণ হয়ে ওঠে কখনো

  • Font increase
  • Font Decrease

কিছু মানুষ আছে যারা মিথ্যে বললে খুব সহজে বোঝা যায়। আবার কিছু মানুষ আছে খুব সাজিয়ে গুছিয়ে মিথ্যা বলতে পারে। একটা মিথ্যাকে এত সুন্দর এবং সাবলীলভাবে উপস্থাপন করে যে কেউ ভাবতেই পারে না এটা মিথ্যা ছিল। এসব লোকেদের ফাঁদে পড়ে অনেকেই বিপদে পড়েন। কিন্তু একটু সচেতন হলেই কে সত্য বলছে আর কে মিথ্যা, তা নির্ণয় করা যায়। আর সেই কাজটি আরো সহজ করে দিয়েছে সাম্প্রতিক সময়ে পরিচালিত একটি গবেষণা। বিজ্ঞানীদের একটি দল মানুষের কথাবার্তা এবং আচার-আচরণের ওপর দীর্ঘ গবেষণা করে কিছু মাপকাঠি নির্ণয় করেছেন যেগুলোর মাধ্যমে খুব সহজেই নির্ণয় করে ফেলা যায় কে মিথ্যে বলছে, আর কে সত্য।

মানুষ কথা বলতে গিয়ে সময়ে-অসময়ে আশ্রয় নেয় মিথ্যার। অপরদিকে অনেকেই মিথ্যার দ্বারা প্রতারিত হয়ে একটা সময় ভাবতে বাধ্য হয়—যদি এমন কিছু পাওয়া যেত যা দিয়ে সহজে মিথ্যাগুলো আলাদা করা যায়! কিন্তু বাস্তবে যেহেতু এমন কিছু পাওয়া যায় না তাই মিথ্যাগুলো ধরতে না পেরে পদে পদে প্রতারিতই হয় তারা। একজনের একটি মিথ্যা আরেকজনের প্রাণনাশেরও কারণ হয়ে ওঠে কখনো।

তবে শুধু মানুষ না, অন্য প্রাণীদের মধ্যেও আছে মিথ্যা বলার প্রবণতা। মনোবিজ্ঞানী রিচার্ড ওয়াইজম্যান এবং তার দল একটি গবেষণার মাধ্যমে প্রাণীদের মধ্যেও মিথ্যার প্রবণতা দেখেছেন। তারা দেখেন, মোরগগুলো এমনভাবে আওয়াজ করে খাবারের মিথ্যা প্রলোভন দেখায় যে মুরগিগুলো তা শুনে ছুটে আসে। এরপর তাদের খাবারের পরিবর্তে যৌনকার্যে বাধ্য করে।

প্রাচীনকাল থেকেই মানুষ মিথ্যা বলার অভ্যাস নিয়ে বিব্রত হয়ে আছে। আর তাই সেই প্রাচীনকাল থেকেই চলে আসছে নানা পরীক্ষা-নিরীক্ষা যেগুলোর মাধ্যমে মানুষ মিথ্যা এবং মিথ্যাবাদীকে আলাদা করার চেষ্টা করে আসছে। পশ্চিম আফ্রিকায় একসময় মিথ্যাবাদী ধরা হতো পাখির ডিম দিয়ে। সন্দেহভাজনদের সারিবদ্ধভাবে দাঁড়াতে হতো এবং তাদের হাতে তুলে দেওয়া হতো পাখির ডিম। এই পাখির ডিম একে একে হাতবদল হতো। হাতবদল হওয়ার পথে যার হাতে ডিমটি ভাঙত, সে-ই মিথ্যাবাদী বলে বিবেচিত হতো। প্রাচীন চীনে অবশ্য পাখির ডিমের বদলে ব্যবহার করা হতো একমুঠো চাল। সন্দেহভাজন ব্যক্তিদের চিবোতে দেওয়ার পর যার মুখে চাল শুকনো থাকবে, সে-ই নাকি মিথ্যাবাদী! মিথ্যাবাদী নির্ণয়ে চালপড়া দেওয়ার প্রচলন অবশ্য আছে আমাদের দেশেও।

এখনকার এই দিনে আপনি হয়তো ভাবতে পারেন টেকনোলোজি অনেক এগিয়েছে যেহেতু, সেহেতু এমন কিছু একটা নিশ্চয় বেরিয়েছে যা দিয়ে খুব সহজে সত্য-মিথ্যা নির্ণয় করা যাবে। কিন্তু বাস্তব কথা হলো বিজ্ঞান এখনো এতটা অগ্রসর হয়নি। তবে বিজ্ঞান যে থেমে আছে তাও না। বিজ্ঞান এমন কিছু পদ্ধতি বাতলে দিচ্ছে যা আপনাকে খুব সহজে সত্য-মিথ্যার পার্থক্য করতে শেখাবে। আর এক্ষেত্রে সবচেয়ে কার্যকরী যে পদ্ধতি সম্পর্কে বিজ্ঞান আমাদের অবহিত করে সেটি হলো আপনি কিভাবে একজনকে একটা প্রশ্ন করেন আর সে তার জবাব ঠিক কিভাবে আপনার কাছে পৌঁছে দেয় এই ব্যাপারটা গভীরভাবে পর্যবেক্ষণ করা।

ব্যক্তির শারীরিক ভাষায় কি প্রকাশিত হয় যে সে মিথ্যা বলছে?
ব্যক্তির শারীরিক ভাষায় প্রকাশ হয় কিনা যে সে মিথ্যা বলছে, এটি খুবই গুরুত্বপূর্ণ একটি জিজ্ঞাসা। এই প্রশ্নের জবাব দেওয়ার আগে আরেকটা বিষয় নিয়ে আলোচনা করা দরকার। অনেকেই ‘লাই ডিটেক্টর’ মেশিনের সাথে পরিচিত। বেশ কিছু ক্যাবল টিভির রিয়েলিটি শোতে এটা ব্যবহার করার ফলে অনেকেরই মেশিনটি নিয়ে অল্পবিস্তর ধারণা আছে। লাই ডিটেক্টর নামে আমরা যে জিনিসটিকে চিনি তার নাম পলিগ্রাফ। পলিগ্রাফ মেশিনটি বাস্তব জীবনে বিভিন্ন আইন প্রয়োগকারী এবং গোয়েন্দা সংস্থা যেমন এফবিআই এবং সিআইএসহ অনেকেই ব্যবহার করে থাকে। তারা এটি কেবল অপরাধীদের চিহ্নিত করার জন্য নয়, বরং কর্মসংস্থানে স্ক্রিনিংয়ের জন্যও ব্যবহার করে। পলিগ্রাফ হার্ট রেট, রক্তচাপ, ঘাম এবং শ্বাস-প্রশ্বাসের হারসহ শারীরিক লক্ষণগুলো পরিমাপ করে একটি ফলাফল প্রকাশ করে। যেখানে দেখা যায় মিথ্যাচারী লোকেরা এটি সম্পর্কে উদ্বিগ্ন থাকে এবং তাদের শরীরের নানান আচরণের মাধ্যমে তাদের মিথ্যাবাদিতা সামনে চলে আসে।

লাই ডিটেক্টর দিয়ে পরীক্ষাটি খুব একটা নির্ভরযোগ্য নয়

এখন আপনি হয়তো ভাবতে পারেন এফবিআই, সিএআই এবং এই জাতীয় হাই-প্রোফাইল সংস্থাগুলি যেহেতু এটির ওপর তাদের আস্থা রাখে তাই এটি অবশ্যই নির্ভরযোগ্য, তাই না? আসলে কিন্তু তা নয়। বরং দীর্ঘদিন ধরেই এই বিষয়টি অনেকেই জানেন যে এটি পুরোপুরি কাজ করে না। আসল যে কাজটা এই যন্ত্র করে তা হলো এই পদক্ষেপগুলো দেখায় যে কেউ উদ্বিগ্ন কিনা। কিন্তু উদ্বিগ্ন থাকা মানেই মিথ্যা বলা, এই কথাটি পুরোপুরি সত্য নয়। অনেক সত্যবাদী ব্যক্তিও জিজ্ঞাসাবাদের সময় উদ্বিগ্ন হন, তাই পরীক্ষাটি খুব একটা নির্ভরযোগ্য নয়। আর আগেই তো বলেছি কিছু লোক আছেন যারা একদম স্বাভাবিকভাবেই কোনো প্রকার উদ্বিগ্ন না হয়েই মিথ্যা বলতে পারে। তাই এই পরীক্ষা তাদের জন্য খুব একটা কাজের না। তবে মিথ্যা বলার সময় মানুষের শরীরে বিশেষ করে হাত, চোখ এবং কথা বলার ধরণে কিছুটা পরিবর্তন আসে সত্যি।

কারো মিথ্যা ধরতে হলে নিজের কান-দুটো ব্যবহার করুন
আপনি যদি শ্রোতা হিসেবে মনোযোগী হন তবে মিথাবাদী শনাক্তকরণে আপনি এগিয়ে আছেন। কেননা মিথ্যা নির্ণয়ের ক্ষেত্রে মনোযোগী হয়ে কথা শোনার কোনো বিকল্প নেই। একজন অপরাধীর মতো একজন মিথ্যাবাদীও যখন কোনো মিথ্যা বলে তখন নিজের অজান্তে এমন কিছু প্রমাণ রেখে যায়, যা তার জন্য কাল হয়। প্রায়শই খেয়াল করবেন যখন কোনো মিথ্যা গল্প আপনাকে শোনানো হয় তখন দেখা যায় এগুলোতে অল্পবিস্তর গড়মিল থেকে যায়। একটা ঘটনা আরেকটা ঘটনার সাথে খুব গভীরভাবে কানেক্টেড থাকে না। কোথাও না কোথাও যেন একটা ফাঁক থেকেই যায়।

চোখ যে মনের কথা বলে
মানুষ যখন মুখ দিয়ে মিথ্যে বলে তখন শরীরের একটা অঙ্গ বিশেষভাবে তা প্রমাণ করে। আর তা হলো মানুষের চোখ। এফবিআই কর্মকর্তা মার্ক বুটন বলেন, মানুষ যখন কোনো বিষয় বলতে গিয়ে অস্বস্তি অনুভব করে, তখন তার চোখের মণি এদিক–সেদিক নড়াচড়া করে। এর দ্বারা বোঝা যায়, সে প্রশ্নের উত্তর দিতে চাচ্ছে না। যখন কেউ মিথ্যা বলে, তখন সে পরপর পাঁচ–ছয়বার খুব দ্রুত চোখের পাতা ফেলতে পারে। মার্ক বুটনের মতে, সাধারণত মানুষ প্রতি মিনিটে পাঁচ থেকে ছয়বার, অর্থাৎ প্রতি ১০ থেকে ১২ সেকেন্ডে একবার চোখের পাতা ফেলে।

কথা সাহিত্যিক হুমায়ূন আহমেদ বলেছিলেন, “সরাসরি চোখের দিকে তাকিয়ে কেউ মিথ্যা বলতে পারে না। মিথ্যা বলতে হয় অন্যদিকে তাকিয়ে।” তাই যার সাথে কথা বলছেন সে কতটা সত্যবাদী তা নির্ণয়ে চোখের ভূমিকা অনেক।

বিখ্যাত মনোবিজ্ঞানী কাডির মতে, সামনের মানুষটি মিথ্যা কথা বলছেন কিনা, সেটা ধরার জন্য খেয়াল করুন তার কথার সঙ্গে চেহারার অভিব্যক্তির মিল আছে কি নেই। এমন ক্ষেত্রে প্রায়ই দেখা যায় মিথ্যাবাদী ব্যক্তির গলায় হয়তো খুশির আভাস দেখা যায়, কিন্তু চেহারায় থাকে দুশ্চিন্তার ঝলক।

এছাড়াও অনেকে মিথ্যা কথা বলার সময় কৃত্রিম হাসি দিয়ে শ্রোতাকে আশ্বস্ত করতে চায় বা তার বিশ্বাস অর্জন করতে চায়। আরেকটি ব্যাপার হলো যখন মিথ্যাবাদী তার কথা কন্টিনিউ করতে গিয়ে আটকে যায় তখন সে নতুন কথা তৈরি করার জন্য সময় নেয়। কথা বলার সময়ে প্রায়ই কাশি দিয়ে কিংবা নাক মুখ চুলকিয়ে সে কালক্ষেপণ করে। কেননা মিথ্যা কথা বলার সময় মানুষের শরীরে একধরনের রাসায়নিক বিক্রিয়া সৃষ্টি হয়, যার ফলে শরীরের বিভিন্ন অঙ্গ, বিশেষ করে মুখমণ্ডল চুলকাতে থাকে। ফলে মিথ্যা বলার সময় মানুষকে ঘন ঘন নাকের ডগা, গাল বা ঘাড় এবং মাথা চুলকাতে দেখা যায়।

যারা বেশি মিথ্যা কথা বলে, তারা মিথ্যা বলে ধরা পড়ার উপক্রম হলে প্রায় সময়ই আক্রমণাত্মক হয়ে ওঠে। খেয়াল করলেই দেখবেন অনেকেই মিথ্যা বলার সময় হুট করে রেগে যায়, চেঁচামেচি শুরু করে। তাদের উদ্দেশ্য থাকে এই যে, তাদের রাগ দেখে আপনি হয়তো প্রশ্নটা পরে করবেন বা একসময় ভুলে যাবেন। কিংবা তাদের রাগ থামানোর জন্য প্রসঙ্গই বদলে ফেলবেন।

এই ঘটনাবহুল জীবনে যারাই মিথ্যার দ্বারা আহত হয়েছেন, একটু সতর্ক হলে এবং উপরের বিষয়গুলো একটু ভালোভাবে অনুধাবন করলে ভবিষ্যৎ পথচলা হয়তো আরেকটু মসৃণ হবে।

   

মাঝরাতে আইসক্রিম, পিৎজা খাওয়া নিষিদ্ধ করল মিলান!



ফিচার ডেস্ক, বার্তা২৪.কম
ছবি: স্কাই নিউজ

ছবি: স্কাই নিউজ

  • Font increase
  • Font Decrease

আইসক্রিম, পিৎজা অনেকের কাছেই ভীষণ পছন্দের খাবার। তবে ইউরোপসহ পশ্চিমা দেশগুলোতে মাঝরাতে এসব মুখরোচক খাবার ও পানীয় খাওয়ার প্রবণতা বেশি দেখা যায়। ইতালিতে জেলাটিনের তৈরি আইসক্রিম খুব বিখ্যাত। এজন্য ইতালিতে 'জেলাটো সংস্কৃতি' নামে একটা কালচার গড়ে উঠেছে। সম্প্রতি ইতালির মিলানের বাসিন্দাদের জন্য একটি নতুন আইন প্রস্তাব করা হয়েছে। প্রতিবেদন- স্কাই নিউজ।

মিলানে বসবাসকারীদের অধিকাংশই মাঝরাতে রাস্তায় ঘোরাঘুরি করে আইসক্রিম, পিৎজা, ফাষ্টফুড জাতীয় খাবার ও পানীয় পান করে থাকে। এতে করে সেখানকার এলাকাবাসীদের রাতের ঘুম বিঘ্নিত হয়। নতুন প্রস্তাবিত আইনে শহরবাসীর রাতের ঘুম নির্বিঘ্ন করতে মধ্যরাতের পর পিৎজা ও পানীয়সহ সব ধরনের টেকওয়ে খাবার নিষিদ্ধ করার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

তবে মধ্যরাতের পর আইসক্রিম নিষিদ্ধ করার চেষ্টা এবারই প্রথম নয়। ২০১৩ সালে, তৎকালীন মেয়র গিউলিয়ানো পিসাপিয়া অনুরূপ ব্যবস্থা বাস্তবায়নের চেষ্টা করেছিলেন কিন্তু 'অকুপাই জেলাটো' আন্দোলনসহ তীব্র প্রতিক্রিয়ার পরে তিনি এ সিদ্ধান্ত থেকে সরে আসেন।

এরপর আবারও মিলানে এ আইনটি প্রস্তাব করেছেন ডেপুটি মেয়র মার্কো গ্রানেল্লি। দেশটির ১২টি জেলা এই প্রস্তাবের আওতাভুক্ত হবে বলে জানিয়েছে মিলান কর্তৃপক্ষ। এ বিষয়ে মিলানের মেয়র গ্রানেল্লি বলেন, 'আমাদের লক্ষ্য হচ্ছে সামাজিকতা ও বিনোদন এবং বাসিন্দাদের শান্তি ও প্রশান্তির মধ্যে ভারসাম্য বজায় রাখা।

প্রস্তাবটি নিম্নলিখিত এলাকাগুলোতে প্রযোজ্য হবে বলে জানিয়েছে মিলান কর্তৃপক্ষ: নোলো, লাজারেটো, মেলজো, ইসোলা, সারপি, ভায়া সিজারিয়ানো, আরকো ডেলা পেস, কোমো-গাইআউলেন্টি, পোর্টা গ্যারিবল্ডি, ব্রেরা, টিসিনিজ এবং দারসেনা-নাভিগলি।

জানা যায়, প্রস্তাবটি মে মাসের মাঝামাঝি থেকে কার্যকর থাকবে এবং নভেম্বর পর্যন্ত চলবে। এটি প্রতিদিন রাত ১২.৩০ টায় এবং সাপ্তাহিক ছুটির দিন এবং সরকারী ছুটির দিনে রাত ১.৩০ টা থেকে প্রয়োগ করা হবে। তবে এ প্রস্তাবের বিরুদ্ধে নাগরিকদের মে মাসের শুরু পর্যন্ত আপিল করার এবং আইন পরিবর্তনের পরামর্শ দেওয়ার সময় রয়েছে।

 

 

 

;

অস্ট্রেলিয়ায় নিখোঁজ কুকুর ফিরলো যুক্তরাজ্যের মালিকের কাছে



ফিচার ডেস্ক, বার্তা২৪.কম
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

অস্ট্রেলিয়ায় ঘুরতে এসে নিখোঁজ হয় যুক্তরাজ্যের এক দম্পতির পালিত কুকুর। যুক্তরাজ্যে আসার ১৭ দিন পর মিলো নামের কুকুরটিকে ফিরে পেয়েছেন জেসন হোয়াটনাল নিক রোল্যান্ডস দম্পতি।

হোয়াটনাল এবং তার সঙ্গী নিক সম্প্রতি তাদের কুকুর মিলোকে নিয়ে অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়া পরিদর্শনে যান। তারা যখন সোয়ানসিতে বাড়িতে যাচ্ছিলেন তখন মেলবোর্ন বিমানবন্দরে তার হ্যান্ডলার থেকে কুকুরটি পালিয়ে যায়।

সাড়ে পাঁচ বছর বয়সী কুকুরটিকে অবশেষে মেলবোর্নের শহরতলিতে ১৭ দিন পর খুঁজে পাওয়া যায়।


হোয়াটনাল স্কাই নিউজকে বলেন, ‘মিলোকে ফিরে পাওয়াটা খুবই আশ্চর্যজনক ছিল আমার জন্য। যখন আমি আমার প্রিয় মিলোর (কুকুর) সাথে পুনরায় মিলিত হয়েছিলাম, তখন আমি কান্নায় ভেঙে পড়েছিলাম। আমার কান্না দেখে অন্যরাও কেঁদেছিল। এটি সত্যিই আবেগপ্রবণ ছিল।

তিনি আরও বলেন, বিশ্বের অন্য প্রান্তে থেকে মিলোর কথা চিন্তা করে উদ্বিগ্ন হয়ে পড়েছিলাম। আমরা জানতাম না মিলো কোথায় আছে। এটি বেশ হতাশাজনক ছিল আমাদের জন্য, কিছুটা আশা হারিয়ে ফেলেছিলাম। তাকে ফিরে পাবো ভাবিনি।

মিলোকে পাওয়ার জন্য সামাজিক মাধ্যমে জানিয়েছিলাম, তখন স্বেচ্ছাসেবকদের কাছ থেকে সাহায্য আসে, তারা মিলোর সন্ধান দেয়। মিলোকে আমাদের কাছে ফিরিয়ে দেওয়ার জন্য তাদের ধন্যবাদ।

;

আমার হাতের পাখা যেন তাদের আরাম দিচ্ছে!



মৃত্যুঞ্জয় রায়, ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, সাতক্ষীরা
ছবি: বার্তা২৪, তালপাতার পাখা বিক্রি করছে পাঁচ বছরের শিশু মাহমুদুল্লাহ

ছবি: বার্তা২৪, তালপাতার পাখা বিক্রি করছে পাঁচ বছরের শিশু মাহমুদুল্লাহ

  • Font increase
  • Font Decrease

আবু বক্কর (৬২)। বয়সের ভারে অসুস্থ হয়ে তিনি এখন পাকা বিক্রেতা। প্রচণ্ড তাপদাহে মানুষ যখন ঠান্ডা বাতাসের প্রশান্তি খুঁজছে, তখন তিনি গ্রামে গ্রামে গিয়ে তালপাতার পাখা বিক্রি করছেন।

আবু বক্কর বার্তা২৪.কমকে বলেন, স্ত্রীসহ ছয় মেয়ে নিয়ে আমার সংসার। তবে মেয়েদের বিয়ে দিতে পেরেছি। কিন্তু বয়সের ভারে ঠিকই আমরা একা থেকে গেলাম। শেষ বয়সে গ্রামে গ্রামে তালপাতা পাখা বিক্রি করে সংসার চালাচ্ছি। শুধু সংসার না, এই টাকায় আমার পায়ের শিরার ব্যথার ওষুধও কিনতে হয়। একবেলা ওষুধ না খেলে চলতে পারি না।

এদিকে, পুরনো ব্যবসার ঋণের বোঝা আর অন্যদিকে অসুস্থ হয়ে ওষুধসহ সংসারের খরচ। শেষ বয়সে তালপাতার পাখাই আমার একমাত্র জীবনসঙ্গী বলেন আবু বক্কর।

তালপাতার পাখা বিক্রি করছেন আবু বক্কর, ছবি- বার্তা২৪.কম

বুধবার (২৪ এপ্রিল) সাতক্ষীরা জেলার তালা উপজেলার কলাগাছি গ্রামের কবিগানের অনুষ্ঠানে সরেজমিন দেখা যায়, একপাশে তালপাতার পাখা বিক্রি করতে ব্যস্ত ছোট্ট পাঁচ বছরের শিশু মাহমুদুল্লাহ। এই গরমে যখন তার ঘরে থাকার কথা, তখন সে নানা-নানীর সঙ্গে এসে তালপাতার পাখা বিক্রি করছে। কবিগানে বসে থাকা সব শ্রোতার কাছে গিয়ে বলছে, পাখা লাগবে, পাখা! কথা বলতে চাইলেও এ পাশ ওপাশ দিয়ে চলে যাচ্ছে, ক্রেতার কাছে।

এক ফাঁকে তাকে কাছে পেয়ে জিজ্ঞাসা করা হয়, এই বয়সে পাখা বিক্রি করছো কেন! এ প্রশ্নের উত্তরে বার্তা২৪.কমকে মাহমুদুল্লাহ বলে, প্রচণ্ড গরমে স্কুল ছুটি। তাই, নানা-নানীর সঙ্গে চলে এসেছি মেলায় পাখা বিক্রি করতে। মানুষজন আমার কাছ থেকে যেন বেশি পাখা কেনে (ক্রয়), তাই আমি মেলায় তাদের সঙ্গে এসেছি।

অনেক উৎসাহের সঙ্গে সে বলে, গরমে আমার হাতের পাখায় যেন তাদের আরাম দিচ্ছে! মেলা হলে আমি সেখানে চলে যাই পাখা বিক্রি করতে। ঘোরাঘুরিও হয় আর টাকা ইনকামও হয়। টাকার জন্য বের হয়ে পড়েছি। আমরা পাখা বিক্রি করে পেট চালাই। নানা-নানী বুড়ো হয়ে গেছে। তাই, আমি সঙ্গে এসে তাদের কষ্টটাকে একটু ভাগাভাগি করে নিচ্ছি।

যেখানে প্রচণ্ড তাপে মানুষজন নাজেহাল, সেখানে ছোট্ট মাহমুদুল্লাহ ছুটে চলেছে এক প্রান্ত থেকে আরেক প্রান্তে পাখা বিক্রি করতে। ছোট্ট শিশু হলেও গরম যেন তার কাছে কিছু না, পেটের তাগিদে!

আরেক পাখা বিক্রেতা তালা উপজেলার হরিণখোলা গ্রামের বাসিন্দা ভদ্রকান্ত সরকার (৭০)। ১২-১৪ বছর ধরে এই পেশায় আছেন তিনি।

চলছে তালপাতার পাখার বিকিকিনি, ছবি- বার্তা২৪.কম

শেষ বয়সে পাখা কেন বিক্রি করছেন এমন প্রশ্নের উত্তরে বার্তা২৪.কমকে ভদ্রকান্ত বলেন, চাল কিনে খেতে হয়। খুব কষ্টের সংসার! ছেলে-মেয়ে আছে। তারা তাদের মতো কাজ করে খায়। মা বাবার বয়স হয়ে গেলে ছেলে আর আমাদের থাকে না। আমরা বৃদ্ধ বয়সে কেমন আছি, সেটা জানার সুযোগ তাদের থাকে না। শেষজীবনটা এভাবে পাখা বিক্রি করে কাটিয়ে দেবো। কী আর করবো! কপালে যা আছে, শেষপর্যন্ত তাই হবে। কপালে ছিল, এমন বৃদ্ধ বয়সে গ্রামে গ্রামে পাখা বিক্রি করতে হবে!

;

৪ লাখ বছর আগে আদিম মানুষের যাত্রা শুরু



ফিচার ডেস্ক, বার্তা২৪.কম
ছবি: সংগৃহীত, নিউ সায়েন্টিস্ট থেকে

ছবি: সংগৃহীত, নিউ সায়েন্টিস্ট থেকে

  • Font increase
  • Font Decrease

৪ লাখ বছর আগে রাশিয়ার সাইবেরিয়া থেকে আদিম মানুষের যাত্রা শুরু হয়েছিল বলে নতুন এক গবেষণা থেকে জানা গেছে। এখান থেকে যাত্রা শুরু করে এই গোত্রের মানুষ পরে উত্তর আমেরিকায় পৌঁছে যায়।

নতুন এক গবেষণা জানাচ্ছে, সাইবেরিয়ায় নতুন একটি এলাকার সন্ধান পাওয়া গেছে, যেখানে ৪ লাখ ১৭ হাজার বছর আগে হোমিনিনস (Hominins) গোত্রের মানুষের উপস্থিতি ছিল। এই গোত্রের মানুষ ডিরিং ইউরিআখ এলাকায় বাস করতেন। সেখান থেকে তারা উত্তর আমেরিকায় পৌঁছে যায় বলে জানিয়েছেন চেক প্রজাতন্ত্রের এক গবেষক।

১৬ এপ্রিল চেক অ্যাকাডেমি অব সায়েন্সেসের গবেষক জন জেনসেন এক সংবাদ সম্মেলন করে নতুন এ তথ্য প্রকাশ করেন। গবেষণাবিষয়ক সংবাদ সাময়িকী নিউ সায়েন্সটিস্ট এ বিষয়ে একটি খবর প্রকাশ করেছে।

সংবাদ সম্মেলনে জন জেনসেন বলেন, আমরা আগে যে ধারণা করতাম, তারও আগে থেকে হোমিনিনস গোত্রের মানুষ সাইবেরিয়ার ডিরিং ইউরিআখ এলাকায় বসবাস করতেন। ৪ লাখ ১৭ বছর আগে থেকেই তারা এই এলাকায় বসবাস করতে বলে প্রমাণ পাওয়া গেছে। তাদের অবস্থান ছিল উত্তর অক্ষাংশে।

তিনি বলেন, আরেকটি আদিম গোত্রের মানুষের সন্ধান পাওয়া যায়, যারা আর্কটিক অঞ্চলে বাস করতেন। ৪৫ হাজার বছর আগে তাদের সন্ধান পাওয়া যায়নি।

 

;