যুক্তরাষ্ট্রে টিকা নেওয়া বাধ্যতামূলক হবে না: বাইডেন

  করোনা টিকা
  • আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

যুক্তরাষ্ট্রের নির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন

যুক্তরাষ্ট্রের নির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন

করোনাভাইরাসের টিকা প্রদান কর্মসূচি শুরু হলে, তা নেওয়ার জন্য আমেরিকানদের বাধ্য করা হবে না বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের নির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন। শুক্রবার (৪ ডিসেম্বর) ডেলাওয়ারের উইলমিংটনে দেওয়া এক বক্তব্যে তিনি এ কথা জানিয়েছেন।

দেশটির রোগ নিয়ন্ত্রণ কেন্দ্র (সিডিসি) প্রথমবারের মতো আমেরিকানরা বাড়ির বাইরে বের হলে সবাইকে মাস্ক ব্যবহারের অনুরোধ করেছে। সিডিসি বলেছে, যুক্তরাষ্ট্র করোনাভাইরাসের ‘উচ্চ-মাত্রার’ সংক্রমণ ঝুঁকিতে প্রবেশ করেছে। আর এই সময়ই বাইডেন এই কথা জানালেন।

বিজ্ঞাপন

শুক্রবার দেশটিতে আড়াই হাজারেরও বেশি মানুষ মৃত্যুবরণ করেছেন। প্রায় ২ লাখ ২৫ হাজার নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন। এ নিয়ে যুক্তরাষ্ট্রে এক কোটি ৪৩ লাখ মানুষ করোনা আক্রান্ত হয়েছেন। ২ লাখ ৭৮ হাজারের বেশি মানুষ মারা গেছেন।

আমেরিকার প্রেসিডেন্ট হিসেবে জো বাইডেন ২০ জানুয়ারি দায়িত্ব গ্রহণ করতে যাচ্ছেন। করোনাভাইরাসের কারণে তার ক্ষমতা গ্রহণের অনুষ্ঠানটি জনসমাগম ছাড়াই  কিভাবে করা যায় তা নিয়ে ভাবছেন তিনি।

বিজ্ঞাপন

বাইডেন বলেন, আমার ধারণা এখনও অনুষ্ঠানটি হবে তবে কীভাবে হবে এটা জানি না।

ডেলাওয়ারের উইলমিংটনে বক্তব্য প্রদানকালে বাইডেন বলেন, সবার জন্য করোনা টিকা বাধ্যতামূলক করার প্রয়োজন নেই। আমি প্রেসিডেন্ট হিসেবে ক্ষমতায় থাকাকালীন জনগণকে সঠিক কাজটি করতে উৎসাহিত করব।

যুক্তরাষ্ট্রের পিউ রিসার্চ সেন্টার বলছে, ৬০ শতাংশ আমেরিকান করোনভাইরাসের টিকা নেওয়ার জন্য প্রস্তুত রয়েছে।

এর আগে বৃহস্পতিবার বাইডেন সিএনএনকে জানিয়েছেন, করোনাভাইরাসের সংক্রমণ কমিয়ে আনতে আমেরিকার জনগণকে তার দায়িত্ব গ্রহণের ১০০ দিন মাস্ক পরার জন্য বলবেন। দায়িত্ব গ্রহণের প্রথম দিনে আমি সবাইকে বলবো, আপনার সবাই ১০০ দিনের জন্য মাস্ক পরে থাকুন, সারা জীবনের জন্য নয়, মাত্র ১০০ দিনের জন্য।

জনগণের সুরক্ষার উদ্বেগ নিরসনের জন্য টিকা নিতে প্রস্তুত রয়েছেন বলে জানান তিনি। জো বাইডেন মনে করেন, টিকা প্রদান কর্মসূচি শুরু হলেই যুক্তরাষ্ট্রে মৃত্যুর সংখ্যা কমে আসবে।

এদিকে আমেরিকার সাবেক তিন প্রেসিডেন্ট বারাক ওবামা, জর্জ ডব্লিউ বুশ এবং বিল ক্লিনটন জানিয়েছেন, মার্কিন জনগণকে উৎসাহিত করতে তারা প্রকাশ্যে টিকা নেওয়ার জন্যও প্রস্তুত রয়েছেন।