তামিলনাড়ুতে দিওয়ালির জন্য রাখা আতশবাজি বিস্ফোরণ, নিহত ৫



আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম, ঢাকা
ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

ভারতের তামিলনাড়ুতে একটি আতশবাজির দোকানে বিস্ফোরণে অন্তত পাঁচজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও বেশ কয়েকজন গুরুতর আহত হয়েছেন।

মঙ্গলবার (২৬ অক্টোবর) রাতে কাল্লাকুরিছি জেলার সানকারাপুরাম শহরের একটি দোকানে এ বিস্ফোরণের ঘটনা ঘটে। খবর এনডিটিভির।

পুলিশের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বলেছেন, বিস্ফোরণে অন্তত পাঁচজন নিহত হয়েছেন। ধারনা করা হচ্ছে, নিহতরা সবাই দোকানের মালিক ও কর্মচারী। এ ঘটনায় আহতদের মধ্যে পাঁচজনকে কাল্লাকুরিছি সরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

তিনি বলেন, দিওয়ালিকে সামনে রেখে দোকানে আতশবাজি মজুত করা হয়েছিল। বিস্ফোরণের পর ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে ছুটে যান। হঠাৎ বিস্ফোরণের ফলে স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

এদিকে, বিস্ফোরণের ঘটনায় শোক জানিয়েছেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্টালিন। বিস্ফোরণে নিহতদের পরিবারকে পাঁচ লাখ রুপি করে ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা দিয়েছেন তিনি। পাশাপাশি আহতের চিকিৎসায় এক লাখ রুপি করে দেওয়ার কথাও জানিয়েছেন মুখ্যমন্ত্রী।

   

কংগ্রেসকে তুলোধুনো করলেন নরেন্দ্র মোদি



আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম, ঢাকা
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

বিরোধী দল কংগ্রেসের নেতারা আশা হারিয়ে ফেলেছেন বলে মন্তব্য করে জনগণের উদ্দেশে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, এরা (কংগ্রেস) ক্ষমতায় এলে আপনার সম্পদ ছিনিয়ে নেবে।

সোমবার (২২ এপ্রিল) উত্তরপ্রদেশের আলিগড়ে নির্বাচনী এক সমাবেশে তিনি এসব কথা বলেন।

নরেন্দ্র মোদি বলেন, কংগ্রেসের প্রশ্ন কেন মোদি একটি উন্নত ভারতের কথা বলেন, কেন তিনি ভারতকে বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতিতে পরিণত করার কথা বলে। কারণ এরা (কংগ্রেস) জনগণের জন্য নয় শুধু তাদের পরিবার ও ক্ষমতার লোভ ছাড়া কিছুই বুঝে না, বলেন মোদি।

কংগ্রেসের ইশতেহার সম্পর্কে সতর্ক করে ভারতের প্রধানমন্ত্রী বলেন, কংগ্রেস এবং ইন্ডিয়া জোট আপনার আয়, সম্পত্তির দিকে নজর দিয়েছে। কংগ্রেস নেতা রাহুল গান্ধীর কথা উল্লেখ করে তিনি বলেন, কংগ্রেসের রাজপুত্র বলেছেন যে তারা সরকার গঠন করলে, কে কত উপার্জন করে, কত সম্পদের মালিক এবং কতগুলো বাড়ির মালিক তা তদন্ত করবে। তারা আপনার সম্পত্তি সবার মধ্যে বিতরণ করবে বলে তাদের ইশতেহারে উল্লেখ করেছে।

কংগ্রেস ক্ষমতায় এলে দেশের সম্পদ মুসলমানদের মধ্যে বিলি করে দেবে বিতর্কিত মন্তব্যের জের ধরে দলটির প্রতিনিধিদল সোমবার (২২ এপ্রিল) বিকেলে নির্বাচন কমিশনের সঙ্গে দেখা করে প্রধানমন্ত্রীর বক্তব্যের কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানায়।

কংগ্রেস নেতা অভিষেক সিংভি সংবাদমাধ্যমকে বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি একটি সম্প্রদায়কে অনুপ্রবেশকারীদের সাথে তুলনা করেছেন। প্রধানমন্ত্রী স্পষ্টভাবে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করেছেন। তাই তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে নির্বাচন কমিশনকে বলেছি।

এর আগে, নির্বাচন কমিশনে প্রধানমন্ত্রী মোদির বিরুদ্ধে গাদাগাদা অভিযোগ পাঠানো হয়েছে। কিন্তু ঘটনা হলো, আজ পর্যন্ত মোদি বা অমিত শাহর বিরুদ্ধে কমিশন একবারও কোনো ব্যবস্থা নেয়নি।

;

শ্রীলঙ্কায় রেস কার দুর্ঘটনায় নিহত ৭, আহত ২১



আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

শ্রীলঙ্কায় একটি মোটর ইভেন্টে রেস কার দুর্ঘটনায় এক শিশুসহ ৭ জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও ২১ জন।

রোববার (২১ এপ্রিল) শ্রীলঙ্কার শহর দিয়াতলাওয়াতে এ দুর্ঘটনাটি ঘটে। সংবাদ মাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

প্রতিবেদনে বলা হয়, ঘটনাস্থলেই পাঁচজন নিহত হয়েছে। পরে হাসপাতালে নেওয়ার পথে আরও ২জন মারা যায়। আহতদের অবস্থাও আশঙ্কাজনক।

এ ঘটনায় স্থানীয় পুলিশ দুই চালককে আটক করেছে। কর্তৃপক্ষ জানিয়েছে, এ দুর্ঘটনার বিষয়ে পুলিশ তদন্ত চলছে।

পুলিশের মুখপাত্র নিহাল তালদুয়ার উদ্ধৃতি দিয়ে বিবিসি জানিয়েছে, দুর্ঘটনাকবলিত গাড়িটি তার নির্দিষ্ট লেন থেকে ছিটকে গিয়ে এই দুর্ঘটনা ঘটে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শ্রীলঙ্কান নাগরিকরা ট্র্যাকের কিছু অংশে পর্যাপ্ত নিরাপত্তা না থাকায় এমন দুর্ঘটনা ঘটেছে বলে দাবি করছেন।

উল্লেখ্য, শ্রীলঙ্কা অটোমোবাইল স্পোর্টস অ্যাসোসিয়েশন দ্বারা পরিচালিত এই ইভেন্টটি ১৯৯ সাল থেকে পরিচালিত হয়ে আসছে। তবে দেশটির অর্থনৈতিক সংকট ও মহামারির বিধিনিষেধ এবং বিভিন্ন সমস্যার কারণে পাঁচ বছর বন্ধ থাকার পর এটি ছিল প্রথম রেস।

;

তাইওয়ানে একদিনে ৪ বার ভূমিকম্প



আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম, ঢাকা
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

তাইওয়ানের পূর্বাঞ্চলীয় শহর হুয়ালিয়েনে এক দিনে ৪ বার ভূমিকম্প অনুভূত হয়েছে।

কয়েক ঘণ্টায় কেবল কেঁপে কেঁপে উঠছে। শক্তিশালী এক ভূমিকম্পের পর সেখানে ৬০ বার কম্পন অনুভূত হয়েছে।

রোববার (২১ এপ্রিল) মধ্যরাত থেকে সোমবার বিকেল পর্যন্ত এসব ভূমিকম্প অনুভূত হয়।

এখন পর্যন্ত ভূমিকম্পে ক্ষয়ক্ষতি বা আহত হওয়ার কোনো খবর পাওয়া যায়নি।

দেশটির কেন্দ্রীয় আবহাওয়া প্রশাসন জানিয়েছে, সবচেয়ে বড় ভূমিকম্পটির মাত্রা ছিল ৫ দশমিক ৫। এর উৎপত্তি পূর্ব হুয়ালিয়েনে। এছাড়া, দেশটির তাইচুং, নান্টৌ ও চাংহুয়া কাউন্টিতেও আরও ৩টি কম্পন অনুভূত হয়েছে। যেগুলোর মাত্রা ছিল যথাক্রমে ৪ দশমিক ৮, ৪ ও ২।

বার্তাসংস্থা এএফপির এক সাংবাদিক বলেছেন, চলতি মাসের শুরুতে হওয়া ভয়াবহ ভূমিকম্পের পর ৫ দশমিক ৫ মাত্রাই ছিল সবচেয়ে শক্তিশালী।

হুয়ালিয়েনের ফায়ার ডিপার্টমেন্ট তার অফিসিয়াল সোশ্যাল মিডিয়া চ্যানেলে একটি পোস্টে বলেছে, ভূমিকম্পের কারণে কোনো হতাহত বা ক্ষয়ক্ষতি হয়েছে কি না তা পরিদর্শনের জন্য তারা টিম পাঠিয়েছেন।

চলতি মাসের ৩ তারিখে তাইওয়ানে ৭ দশমিক ৪ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। এতে অন্তত ১৭ জনের প্রাণহানি হয়।

;

বুশরা বিবির শরীরে বিষ প্রয়োগের সত্যতা মেলেনি



আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই ইনসাফের (পিটিআই) প্রতিষ্ঠাতা ইমরান খানের সহধর্মিণী বুশরা বিবির শরীরে বিষ প্রয়োগের অভিযোগ সত্যতা প্রমাণিত হয়নি। এর আগে কারাবন্দি অবস্থায় বুশরা বিবির শরীরে বিষ (টয়লেট ক্লিনার) প্রয়োগের অভিযোগ তোলেন ইমরান খান।

পাকিস্তানের গণমাধ্যম জিও নিউজের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

ইমরান খানের পারিবারিক চিকিৎসক অসীম ইউসুফের উপস্থিতিতে শনিবার (২০ এপ্রিল) একটি বেসরকারি হাসপাতালে বুশরা বিবির বিভিন্ন পরীক্ষা শেষে এ তথ্য নিশ্চিত করেন কর্তব্যরত চিকিৎসকরা। 

প্রতিবেদনে বলা হয়, রাজধানী ইসলামাবাদের একটি বেসরকারি হাসপাতালে প্রায় ছয় ঘণ্টা বুশরা বিবির বিভিন্ন ধরনের পরীক্ষা-নিরীক্ষা করেন চিকিৎসকরা। এ সময় চিকিৎসকরা বুশরা বিবির এন্ডোসকপিও করেন। এসব পরীক্ষা-নিরিক্ষায় তার শরীরে কোনো ধরনের বিষ প্রয়োগের আলামত পাওয়া যায়নি বলে নিশ্চিত করেছেন চিকিৎসকরা। 

বিভিন্ন সূত্রের উদ্ধৃতি দিয়ে জিও নিউজ আরও জানায়, হাসপাতালে শারীরিক পরীক্ষার সময় রক্তের নমুনা দিতে অস্বীকৃতি জানান বুশরা। ফলে রক্ত পরীক্ষা ছাড়াই এই মেডিকেল প্রতিবেদন চূড়ান্ত করতে হয়েছে। তবে আলট্রাসাউন্ড, ইসিএইচওসহ বিভিন্ন ধরনের শারীরিক পরীক্ষা করে বিষ প্রয়োগের বিষয়টি অসত্য বলে জানিয়েছে হাসপাতাল সূত্র। 

চিকিৎসকদের দেওয়া প্রতিবেদনে বুশরা বিবির গ্যাসট্রিকের সমস্যা আছে বলে উল্লেখ করা হয়েছে। বিভিন্ন সূত্র জানিয়েছে বুশরা বিবির রক্তের নমুনা দিতে অস্বীকৃতির বিষয়টি উল্লেখ করেই মেডিকেলের চূড়ান্ত প্রতিবেদন জমা দেওয়া হয়েছে।

এছাড়া এর মধ্যেই প্রতিবেদনটি ড. অসিমকেও হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। শনিবার দুই দিনের মধ্যে পাকিস্তানের যেকোনো বেসরকারি হাসপাতালে বুশরা বিবির স্বাস্থ্য পরীক্ষার নির্দেশ দেন দেশটির আদালত। পরে একটি বেসরকারি হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষার পর বুশরা বিবির শরীরে বিষ প্রয়োগের অভিযোগ অসত্য বলে নিশ্চিত করেন চিকিৎসকরা। 

;