ইরানে গুপ্তচরবৃত্তির দায়ে ফরাসি নাগরিককে ৮ বছরের কারাদণ্ড
বেঞ্জামিন ব্রিয়ের
মঙ্গলবার ইরানের একটি আদালত ফরাসি নাগরিক বেঞ্জামিন ব্রিয়েরকে গুপ্তচরবৃত্তির জন্য দোষী সাব্যস্ত করে আট বছর এবং আট মাসের কারাদণ্ড দিয়েছে। ফরাসি টেলিভিশন চ্যানেল বিএফএম টিভি এ তথ্য দিয়েছে।
অনুমতি ছাড়া ড্রোন দিয়ে ছবি ও ভিডিও ধারণের দায়ে তাকে দোষী সাব্যস্ত করেছে ইরান আদালত।
২০২০ সালের মে মাসে তুর্কমেনিস্তান-ইরান সীমান্তের কাছে মরুভূমিতে ড্রোন দিয়ে ছবি ও ভিডিও ধারণ করেছিলেন বেঞ্জামিন। তখন থেকেই ৩৬ বছর বয়সী বেঞ্জামিন ইরানে কারাবন্দি আছেন।
তবে ফ্রান্সে বেঞ্জামিনের আইনজীবীর তরফ থেকে এ বিষয়ে কোন বিবৃতি জানা যায়নি বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
সাম্প্রতিক বছরগুলোতে ইরানের অভিজাত বিপ্লবী বাহিনী গুপ্তচরবৃত্তি এবং নিরাপত্তা লঙ্ঘনের অভিযোগে বেশকিছু দ্বৈত নাগরিক ও বিদেশিকে গ্রেফতার করেছে।
যদিও আন্তর্জাতিক বিভিন্ন মানবাধিকার সংস্থা অভিযোগ করেছে যে, এভাবে বারবার গ্রেফতারের মাধ্যমে অন্যান্য দেশের কাছ থেকে ছাড় আদায়ের চেষ্টা করছে ইরান।
ইরানের সঙ্গে ফ্রান্সসহ পারমাণবিক শক্তিধর দেশগুলোর স্বাক্ষরিত পারমাণবিক চুক্তি পুনরুজ্জীবিত করার প্রচেষ্টা যখন চলছে, ঠিক তখনই ফরাসি ওই নাগরিক গুপ্তচরবৃত্তির দায়ে কারাদণ্ড দেওয়া হলো। ২০১৫ সালে স্বাক্ষরিত ওই চুক্তি থেকে যুক্তরাষ্ট্রকে ২০১৮ সালে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট প্রত্যাহার করে নেওয়ার পর চুক্তি ঘিরে অচলাবস্থা তৈরি হয়।