ইয়েমেনে জাতিসংঘের ৫ কর্মীকে অপহরণ

  • আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

মধ্যপ্রাচ্যের যুদ্ধবিধ্বস্ত দেশ ইয়েমেনের দক্ষিণাঞ্চল থেকে জাতিসংঘের পাঁচজন কর্মী অপহরণ হয়েছেন। শনিবার (১২ ফেব্রুয়ারি) জাতিসংঘ এই তথ্য জানিয়েছে বলে বার্তাসংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে।

ইয়েমেনে জাতিসংঘের শীর্ষ কর্মকর্তার মুখপাত্র রাসেল গেকিই জানিয়েছেন, শুক্রবার জাতিসংঘের ওই পাঁচ কর্মী ইয়েমেনে দক্ষিণাঞ্চলীয় আবিয়ান এলাকা থেকে অপহৃত হন। তারা ফিল্ড মিশন শেষে রাজধানী এডেনে ফিরছিলেন।

বিজ্ঞাপন

তিনি আরও জানিয়েছে, অপহৃত কর্মীদের মুক্তি নিশ্চিত করতে কর্তৃপক্ষের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ রক্ষা করছে জাতিসংঘ।

ইয়েমেনি কর্মকর্তারা জানিয়েছেন, শুক্রবার গভীর রাতে তাদের অপহরণ করে অজ্ঞাত স্থানে নিয়ে যাওয়া হয়। অপহৃতদের মধ্যে চার ইয়েমেনি এবং একজন বিদেশী।

বিজ্ঞাপন

অন্যদিকে রাশিয়ার এক বার্তাসংস্থা স্পুটনিক নিউজ জানিয়েছে, পাঁচজন নয় ইয়েমেনে অপহৃত জাতিসংঘের কর্মীর সংখ্যা ছয়জন। এছাড়া এই অপহরণের পেছনে আন্তর্জাতিক জঙ্গিগোষ্ঠী আল-কায়েদার সঙ্গে সংশ্লিষ্ট ইয়েমেনি সন্ত্রাসীরা রয়েছে বলেও স্থানীয় সংবাদমাধ্যমের বরাত দিয়ে জানিয়েছে রুশ এই বার্তাসংস্থাটি।

উপজাতীয় নেতারা জানিয়েছেন, অপহরণকারীদের সঙ্গে আলোচনা করা হচ্ছে। করছেন। অপহরণকারীরা মুক্তিপণসহ আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকার কর্তৃক বন্দী কয়েকজন জঙ্গির মুক্তি দাবি করেছে।

উল্লেখ্য, ইয়েমেনে প্রায়ই অপহরণের ঘটনা ঘটে, এটি একটি দরিদ্র দেশ যেখানে সশস্ত্র উপজাতি এবং আল-কায়েদা-সংশ্লিষ্ট জঙ্গিরা বন্দী বা নগদ অর্থের বিনিময়ে জিম্মি করে।

ইয়েমেন ২০১৪ সাল থেকে গৃহযুদ্ধে বিপর্যস্ত হয়েছে, যখন ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীরা রাজধানী সানা এবং দেশের উত্তরের বেশিরভাগ অংশের নিয়ন্ত্রণ নিয়েছিল, আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারকে দক্ষিণে, তারপরে সউদী আরবে পালিয়ে যেতে বাধ্য করেছিল।