যুদ্ধজাহাজ মসকোভা ডুবে গেছে, রাশিয়ার স্বীকারোক্তি

  রুশ-ইউক্রেন সংঘাত
  • আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

কৃষ্ণসাগরে ইউক্রেনের ক্ষেপণাস্ত্র হামলায় ক্ষতিগ্রস্ত নিজেদের যুদ্ধজাহাজ মসকোভা ডুবে যাওয়ার কথা স্বীকার করেছে রাশিয়া।

শুক্রবার (১৫ এপ্রিল) রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

বিজ্ঞাপন

রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, কৃষ্ণ সাগরে রুশ নৌবহরের ফ্ল্যাগশিপ মসকভাকে বন্দরে নিয়ে যাওয়ার সময় ঝড়ো হাওয়ায় সমুদ্র এটি ডুবে যায়। ব্ল্যাক সি ফ্লিটের ফ্ল্যাগশিপ ক্ষেপণাস্ত্র ক্রুজার মসকোভা ছিল রাশিয়ার সামরিক শক্তির প্রতীক, যা ইউক্রেনের ওপর নৌ আক্রমণের নেতৃত্ব দিয়েছিল।

এর আগে, নিজেদের নির্মিত জাহাজ বিধ্বংসী নেপচুন ক্ষেপণাস্ত্র দিয়ে রুশ যুদ্ধজাহাজটিতে হামলার কথা জানায় কিয়েভ। তবে, মস্কো কোনো হামলার খবর দেয়নি। তারা বলেছে, আগুন লাগার পর জাহাজটি ডুবে যায়।

বিজ্ঞাপন

ইউক্রেনের একজন সিনিয়র কর্মকর্তা বলেছেন, মসকোভা জাহাজে ৫১০ জন ক্রু ছিল বলে ধারণা করা হচ্ছে।

সোভিয়েত যুগে নির্মিত, মসকোভা ১৯৮০ এর দশকের গোড়ার দিকে পরিষেবাতে প্রবেশ করেছিল। জাহাজটি ইউক্রেনের দক্ষিণাঞ্চলীয় শহর মাইকোলাইভে ছিল।

এতে ১৬টি ভলকান অ্যান্টি-শিপ মিসাইল এবং সাবমেরিন-বিরোধী এবং মাইন-টর্পেডো অস্ত্র ছিল বলে জানা গেছে।

ইউক্রেনে সামরিক অভিযান নিয়ে ব্যর্থতার বৃত্তে থাকা রাশিয়ার জন্য মসকোভা যুদ্ধজাহাজ ডুবে যাওয়া আরেকটি বড় ধরনের আঘাত।