খারকিভে পাঁচ শতাধিক বেসামরিক নাগরিক নিহত

  রুশ-ইউক্রেন সংঘাত
  • আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

ইউক্রেনের পূর্বাঞ্চলীয় শহর খারকিভে রুশ বাহিনীর অভিযানে এ পর্যন্ত ৫০৩ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছে বলে দাবি করেছেন শহরটির মেয়র।নিহতদের মধ্যে ২৪ জন শিশু রয়েছে।

স্থানীয় সময় বৃহস্পতিবার (১৪ এপ্রিল) শহরটির গভর্নর ওলেগ সিনেগুবভ এ দাবি করেন। খবর বিবিসির।

বিজ্ঞাপন

তিনি বলেন, নিরীহ বেসামরিক নাগরিকদের যারা হত্যা করেছে তাদের আমরা ক্ষমা করব না।

ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম শহর খারকিভ। এর অবস্থান রাশিয়ার সীমান্ত থেকে প্রায় ৪০ কিলোমিটার (২৫ মাইল) দূরে। শহরটিতে রুশ বাহিনীর অভিযান শুরুর আগে ১৫ লাখ মানুষের বসবাস ছিল। রুশ বাহিনীর চলমান অভিযানে খারকিভ ছিল খুব গুরুত্বপূর্ণ একটি লক্ষ্য।

বিজ্ঞাপন