ইউক্রেনে পারমাণবিক অস্ত্র ব্যবহার করবে না রাশিয়া

  রুশ-ইউক্রেন সংঘাত
  • আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

ইউক্রেনে পারমাণবিক অস্ত্র ব্যবহার করা হবে না বলে জানিয়েছেন রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ। মঙ্গলবার (১৯ এপ্রিল) টিভি চ্যানেল ইন্ডিয়া টুডেকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি একথা বলেন।

রুশ পররাষ্ট্রমন্ত্রী বলেন, ইউক্রেন যুদ্ধে শুধুমাত্র প্রচলিত অস্ত্র ব্যবহার করা হবে।

বিজ্ঞাপন

যুদ্ধের শুরুর দিকে ভ্লাদিমির পুতিন রাশিয়ার পারমাণবিক বাহিনীকে উচ্চ সতর্কতায় রাখার নির্দেশ দিয়েছিলেন। সে সময় সরকারের বেশ কয়েকজন ব্যক্তি ইঙ্গিত দিয়েছিলেন দেশটি নির্দিষ্ট পরিস্থিতিতে পারমাণবিক অস্ত্র ব্যবহার করতে পারে।

ল্যাভরভ আরও বলেন, যুদ্ধ একটি নতুন পর্যায়ে প্রবেশ করছে। রাশিয়ার দৃষ্টি এখন ইউক্রেনের পূর্ব দিকে বলে জানান তিনি।

বিজ্ঞাপন

ইউক্রেনের পূর্বাঞ্চলে অভিযানের লক্ষ্য হলো দনবাসে ও লুহানস্ক প্রজাতন্ত্রকে সম্পূর্ণরূপে মুক্ত করা। এই অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন রুশ পররাষ্ট্রমন্ত্রী।

গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে আক্রমণ শুরু করে রাশিয়া। মস্কো এটিকে ‘বিশেষ সামরিক অভিযান’ হিসেবে দাবি করে আসছে এবং বেসামরিকদের নিশানা করার অস্বীকার করেছে।

সোমবার ইউক্রেন দাবি করেছে, রুশ সেনারা পুনরায় সংগঠিত হয়ে পূর্ব ইউক্রেনে নতুন আক্রমণ শুরু করেছে।