মারিউপোলকে দখলে নেওয়ার ঘোষণা পুতিনের

  রুশ-ইউক্রেন সংঘাত
  • আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

ইউক্রেনের অন্যতম বন্দর নগরী মারিউপোল দখল নেওয়ায় রুশ সেনাবাহিনীকে অভিনন্দন জানিয়েছেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের উদ্ধৃত দিয়ে সিএনএন এই খবর দিয়েছে।

খবরে বলা হয়েছে, বৃহস্পতিবার ক্রেমলিনে প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগু সহ রুশ সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে বসেন পুতিন। এই অনুষ্ঠানে তিনি মারিউপোলের হালনাগাদ তথ্য শোনেন।

বিজ্ঞাপন

মারিউপোলের আজভস্টাল স্টিল কারখানায় আশ্রয় নেওয়া ২ হাজারের বেশি ইউক্রেনীয় বাহিনী আটকে পড়ায় সেখানে অভিযানের পরিবর্তে অবরুদ্ধ করার নির্দেশ দিয়েছেন পুতিন।

পুতিন তার সেনাদের আজভস্টাল স্টিল কারখানা এলাকা বন্ধ করে দেওয়ার আহ্বান জানিয়ে বলেন, এখান থেকে যেন একটি মাছিও পালাতে না পারে।

বিজ্ঞাপন

সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক পোস্টে ইউক্রেনের উপপ্রধানমন্ত্রী ইরিনা ভেরেশচুক বলেন, বুধবার বেসামরিক লোকজনকে বহনকারী চারটি বাস মানবিক করিডর ব্যবহার করে শহর ত্যাগ করেছে। বৃহস্পতিবারও নারী, শিশু এবং বয়স্কদের সরিয়ে নেওয়ার কাজ অব্যাহত থাকবে বলে জানিয়েছেন তিনি।