আজভস্টাল ইস্পাত কারখানা থেকে বেসামরিক নাগরিকদের উদ্ধার
রুশ-ইউক্রেন সংঘাতইউক্রেনের দক্ষিণাঞ্চলীয় মারিউপোল শহরের আজভস্টাল ইস্পাত কারখানায় আটকে পড়া সব বেসামরিকদের উদ্ধার করা হয়েছে।
রোববার (০৮ মে) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বিবিসি।
ইউক্রেনের উপ-প্রধানমন্ত্রী ইরিনা ভেরেশচুক জানিয়েছেন, মারিউপোলে মানবিক উদ্ধার অভিযান শেষ হয়েছে। রাশিয়ার পক্ষ থেকেও একই তথ্য জানানো হয়েছে।
এক সপ্তাহ আগে জাতিসংঘ ও রেড ক্রস এই উদ্ধার অভিযানের সমন্বয়ের দায়িত্ব পালন শুরু করে। ইউক্রেনীয় বাহিনী এখনও আজভস্টাল ইস্পাত কারখানায় আটকে পড়ে আছে। ইউক্রেনীয় বাহিনীদের আত্মসমর্পণের দাবিতে রাশিয়া কয়েক সপ্তাহ ধরে প্ল্যান্টটি ঘেরাও করে রেখেছে।
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন, মারিউপোলের আজভস্টাল স্টিল প্ল্যান্ট থেকে ৩০০ জনের বেশি বেসামরিক নাগরিককে উদ্ধার করা হয়েছে। দ্বিতীয় ধাপে এবার সেখান থেকে আহত লোকজন ও সেনাদের উদ্ধার করার পরিকল্পনার কথা বলা হচ্ছে। তবে, তা অনেক কঠিন হবে বলে মনে করছেন তিনি।
জেলেনস্কি বলেন, মারিউপোল থেকে সামরিক কর্মীদের বের করার জন্য কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত রয়েছে।