ডোমিনিকান রিপাবলিকের মন্ত্রীকে গুলি করে হত্যা

ছবি: সংগৃহীত
ডোমিনিকান রিপাবলিকের পরিবেশ ও প্রাকৃতিক সম্পদ মন্ত্রী অরল্যান্ডো জর্জ মেরাকে (৫৫) তার অফিসে গুলি করে হত্যা করা হয়েছে। হত্যাকারী তার ঘনিষ্ঠ বন্ধু। খবর বিবিসি।
ডোমিনিকান রিপাবলিক সরকারের এক মুখপাত্রের বরাতে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।
কর্তৃপক্ষ বলেছে, দেশটির পরিবেশ ও প্রাকৃতিক সম্পদমন্ত্রী অরল্যান্ডো জর্জ মেরাকে তার অফিসে হত্যার সময় তিনি একটি গুরুত্বপূর্ণ সভায় উপস্থিত ছিলেন।
এ হত্যাকাণ্ডের বিষয়ে বিস্তারিত কোনো তথ্য পাওয়া যায়নি। দেশটির পুলিশ জানিয়েছে, এ সময় ছয়টি গুলির শব্দ শোনা যায়।
এ ঘটনার পর দেশটির প্রেসিডেন্ট লুইস আবিনাডা শোক প্রকাশ করেন। তার কার্যালয় থেকে একটি বিবৃতি জারি করা হয়েছে। বিবৃতিতে রাষ্ট্রপতি জানান, আমরা গভীর শোক প্রকাশ করছি।
প্রেসিডেন্টের একজন মুখপাত্র বলেন, আততায়ী মিগুয়েল ক্রুজ মন্ত্রীর শৈশবের বন্ধু। তিনি এখন পুলিশ হেফাজতে আছেন। তার গুলি চালানোর উদ্দেশ্য এখনও স্পষ্ট নয়।