বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানে থাকবেন সৌদি যুবরাজ!

  ‘মরুর বুকে বিশ্ব কাঁপে’
  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিতে শনিবার গভীর রাতে দোহায় পৌঁছেছেন সৌদি আরবের যুবরাজ মহম্মদ বিন সালমান আল সৌদ।

গত তিন বছর ধরে চলা আঞ্চলিক বিরোধের নিস্পত্তির পর কাতারের ডাকে সারা দিয়েছি সৌদি যুবরাজ।

বিজ্ঞাপন

দ্য আমিরি দিওয়ান অব কাতারে উল্লেখ করা হয়েছে, সৌদির যুবরাজ মহম্মদ বিন সালমান আল সৌদকে কাতারে স্বাগত জানানোর জন্য উপস্থিত ছিলেন কাতারের আমির তামিম বিন হামাদ আল থানির সহকারী শেখ আবদুল্লাহ বিন হামাদ আল থানি।

দোহা উগ্র পন্থীদের সমর্থন করে এই অভিযোগে, ২০১৭ সাল থেকে ২০২১ সালের জানুয়ারি পর্যন্ত সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, বাহরিন এবং মিশর কাতারের সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছিল। যদিও দোহা বারবার তাদের বিরুদ্ধে ওঠা এই অভিযোগ অস্বীকার করেছে।

বিজ্ঞাপন

সম্পর্ক ঠিক করতে রিয়াদ এবং কায়রো নিজেদের মধ্যে  পদক্ষেপ নিয়েছে এবং কাতারে নিজেদের রাষ্ট্রদূত নিয়োগ করেছে। তবে এখনও আবুধাবি এবং মানামা সেই পথে হাঁটেনি। ভ্রমণ এবং ব্যাণিজ্যিক সম্পর্ক চালু করেছে বাহরাইন। ২০১৭ সালে ক্রাউন্ট প্রিন্স হিসেবে দায়িত্ব গ্রহণের পর গত বছর প্রথম বার অফিসিয়াল ট্রিপে কাতারে আসেন প্রিন্স মুহাম্মদ।