যুক্তরাষ্ট্রে ওয়ালমার্ট স্টোরে বন্দুক হামলায় নিহত ১০



আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

যুক্তরাষ্ট্রের চেসাপিক শহরে ওয়ালমার্ট স্টোরে ঢুকে গুলি চালায় বন্দুকধারী। এতে অন্তত ১০ জন নিহত হয়েছে। পুলিশের গুলিতে বন্দুকধারীর মৃত্যু হয়েছে।

যুক্তরাষ্ট্রে স্কুলে, শপিং মলে, দোকানে, খোলা জায়গায় বন্দুকধারীদের তাণ্ডব চলছেই। এবার আক্রান্ত চেসাপিকে ওয়ালমার্ট স্টোরে জিনিস কিনতে আসা সাধারণ মানুষ। এক বন্দুকধারী সেই স্টোরে ঢুকে গুলি চালাতে থাকে। এতে অন্ততপক্ষে ১০ জনের মৃত্যু হয়েছে। পুলিশ জানিয়েছে, তাদের গুলিতে বন্দুকধারী মারা যায়।

এই ওয়ালমার্ট স্টোর শহরের স্যাম সার্কেলে।

পুলিশের এক কর্মকর্তা বলেন, আমরা ভিতরে ঢোকার পরেই দেখি অনেকগুলো দেহ পড়ে আছে। কেউ মারা গেছেন। কেউ আহত। স্টোরে ঢোকার পরেই প্রথমে বন্দুকধারীকে গুলি করে মারা হয়।

ওই কর্মকর্তা আরো জানান, তাদের ধারণা একজন বন্দুকধারীই ছিল।

প্রচুর পুলিশ ঘটনাস্থলে মোতায়েন করা হয়েছে। তারা এখন ওয়ালমার্ট স্টোর ও আশপাশের এলাকা তল্লাশি করছে।

টুইটারে দেওয়া এক বার্তায় চেসাপিক সিটি জানিয়েছে, ‘শহরের স্যাম সার্কেলের ওয়ালমার্টে গোলাগুলি ও প্রাণহানির ঘটনা নিশ্চিত করেছে চেসাপিক পুলিশ। অভিযুক্ত বন্দুকধারী মারা গেছে।’

যুক্তরাষ্ট্র এখন বন্দুকধারীদের তাণ্ডব ভয়ংকরভাবে বেড়ে গেছে। বাইডেন বারবার অস্ত্র আইন কড়া করার কথা বললেও তাতে লাভ হয়নি। রিপাবলিকানরা কড়া আইন চায় না। এ নিয়ে দেশটিতে অনেক বিতর্ক হয়েছে। কিন্তু আইন যথেষ্ট কড়া হয়নি। 

   

সিকিমে আকস্মিক বন্যায় ২৩ সেনা সদস্য নিখোঁজ



আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম, ঢাকা
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য সিকিমে প্রবল বৃষ্টিতে আকস্মিক বন্যায় ২৩ ভারতীয় সেনা সদস্য নিখোঁজ হয়েছেন।

সংশ্লিষ্ট কর্মকর্তাদের বরাতে বুধবার (৪ অক্টোবর) দেশটির সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, প্রবল বৃষ্টির জেরে উত্তর সিকিমের লোনাক লেক উপচে অতিরিক্ত পানি তিস্তায় চলে আসার পর সেখানে আকস্মিক বন্যা দেখা দিয়েছে।এতে ২৩ জন ভারতীয় সেনা সদস্য নিখোঁজ হয়েছেন।

ভারতীয় সেনাবাহিনীর পূর্বাঞ্চলীয় কমান্ডের এক বিবৃতিতে বলা হয়েছে, লাচেন উপত্যকার কিছু সামরিক স্থাপনাও ক্ষতিগ্রস্ত হয়েছে।

সেনাবাহিনীর বিবৃতিতে বলা হয়েছে, উত্তর সিকিমের চুংথাং বাঁধ থেকে পানি ছেড়ে দেওয়ার ফলে হঠাৎ করে পানির স্তর ১৫-২০ ফুট বেড়ে যায়। এতে সিংটামের কাছে বারদাংয়ে দাঁড়িয়ে থাকা সেনাবাহিনীর বেশ কিছু গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। ২৩ জন সেনা সদস্য নিখোঁজ এবং কিছু যানবাহন ডুবে যাওয়ার খবর পাওয়া গেছে।

এনডিটিভি বলছে, সিকিমে রাতভর ভারী বৃষ্টি হয়েছে। প্রবল ওই বৃষ্টির পর উত্তর সিকিমের লোনাক হ্রদের পানি উপচে পড়ে এবং তিস্তা নদীর পানির স্তর অনেক বেড়ে যায়। তিস্তা নদী সিকিম ও পশ্চিমবঙ্গের মধ্য দিয়ে প্রবাহিত হয়ে বাংলাদেশে প্রবেশে করেছে।

সিকিমে আকস্মিক বন্যায় সতর্কতা জারি করা হয়েছে। বন্যা পরিস্থিতি খতিয়ে দেখেছেন মুখ্যমন্ত্রী প্রেম সিং তামাং।

;

সিঙ্গাপুরে অর্থপাচারকারীদের ২০০ কোটি ডলারের সম্পদ জব্দ



আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম, ঢাকা
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

কম অপরাধের দেশ হিসেবে পরিচিত নগর রাষ্ট্র সিঙ্গাপুরে অর্থপাচারকারীদের বিরুদ্ধে অভিযানে নেমেছে দেশটির পুলিশ। এ অভিযানে বিলাসবহুল গাড়ি, সোনার বারসহ বিপুল পরিমাণ সম্পদ জব্দ করা হয়েছে।

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, এখন পর্যন্ত সব মিলিয়ে ২০০ কোটি মার্কিন ডলারের সমপরিমাণ (বাংলাদেশের প্রায় ২২ হাজার কোটি টাকা) সম্পদ জব্দ করা হয়েছে। এটাকে বিশ্বের অন্যতম বড় অর্থ পাচারের ঘটনা বলে মনে করা হয়।

মঙ্গলবার (৩অক্টোবর) পার্লামেন্টে এক প্রশ্নের জবাবে সিঙ্গাপুরের স্বরাষ্ট্রবিষয়ক দ্বিতীয় মন্ত্রী জোসেফাইন টিও বলেন, বড় বড় অপরাধীদের বিরুদ্ধেও যে কঠোর প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করা যেতে পারে, এটি তারই প্রমাণ। সম্প্রতি গ্রেফতার ও তদন্তে এটাই প্রমাণিত হয়েছে, সিঙ্গাপুর সন্দেহজনক ব্যক্তি ও কর্মকাণ্ড শনাক্ত করতে সক্ষম। অর্থ পাচারবিরোধী ব্যবস্থা পর্যালোচনার জন্য একটি আন্তঃমন্ত্রণালয় প্যানেল গঠন করা হচ্ছে বলেও জানান টিও।

এদিন পার্লামেন্টে আইনপ্রণেতাদের প্রায় ৬০টি প্রশ্নের জবাব দেন জোসেফাইন টিওসহ সরকারের তিনজন কেন্দ্রীয় মন্ত্রী। টিও জানান, ২০২১ সালে বেশ কিছু আর্থিক প্রতিষ্ঠানে সন্দেহভাজন লেনদেনের খবর পাওয়ার পর থেকেই বিষয়টি নজরে রাখছে সিঙ্গাপুরের পুলিশ।

সরকার বলেছে, তারা এই ঘটনায় জড়িত আর্থিক প্রতিষ্ঠানগুলো পরিদর্শন করছে। কেউ কেন্দ্রীয় ব্যাংকের নিয়ম লঙ্ঘন করেছে প্রমাণ পাওয়া গেলে যেকোনো প্রতিষ্ঠান ও তার কর্মীদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়া শুরু হবে।

তবে চীনা কর্তৃপক্ষের চাপে অর্থপাচারবিরোধী এই অভিযান শুরু হয়েছিল, এমন দাবিকে ‘পুরোপুরি অসত্য’ ও গুজব বলে উড়িয়ে দেন সিঙ্গাপুরের এ মন্ত্রী।

তিনি বলেন, সিঙ্গাপুরে অপরাধ সংঘটিত হয়েছে সন্দেহ হয়েছিল বলেই আমরা তদন্ত শুরু করেছিলাম। এরপর নিশ্চিত হলে আমরা কাজ শুরু করি।

;

অনাস্থা ভোটে পদচ্যুত মার্কিন স্পিকার ম্যাকার্থি



আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

যুক্তরাষ্ট্রের কংগ্রেসের নিম্নকক্ষের প্রতিনিধি পরিষদের স্পিকার কেভিন ম্যাকার্থি আনা প্রস্তাবের ভোটাভুটিতে পদচ্যুত হয়েছেন।

এর মধ্য দিয়ে দেশটির ইতিহাসে এই প্রথম কোনো স্পিকারকে অনাস্থা ভোটের মাধ্যমে সরিয়ে দেওয়ার ঘটনা ঘটল।

অনাস্থা ভোটে ম্যাকার্থির বিপক্ষে ভোট পড়ে ২১৬টি যার মধ্যে ৮ জন ছিল তাঁর নিজ দল রিপাবলিকান পার্টির সদস্য। অপরদিকে তাঁর পক্ষে ভোট দিয়েছেন পরিষদের ২১০ জন আইনপ্রণেতা।

সংবাদ সংস্থা দ্য গার্ডিয়ান জানিয়েছে, মঙ্গলবার (৩ অক্টোবর) সংখ্যাগরিষ্ঠ আইনপ্রণেতার সমর্থনে ২১৬-২১০ ভোটে ম্যাকার্থিকে স্পিকার পদ থেকে পদচ্যুত করা হয়। ডেমোক্র্যাটদের পাশাপাশি ৮জন রিপাবলিকান সদস্য তাঁর বিপক্ষে ভোট দিয়েছেন।

এর আগে সোমবার (২ অক্টোবর) ফ্লোরিডা অঙ্গরাজ্য থেকে নির্বাচিত ডানপন্থী রিপাবলিকান আইনপ্রণেতা ম্যাট গেটজ অনাস্থা প্রস্তাব এনে কেভিন ম্যাকার্থিকে অপসারণের প্রস্তাব উত্থাপন করেন। তিনি ম্যাকার্থিবিরোধী হিসেবেও পরিচিত। তাঁর অভিযোগ ছিল, যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় সরকারের খরচ কমাতে যতটা করা উচিত, তা করছেন না নিম্নকক্ষের স্পিকার।

ম্যাকার্থির পর অন্তর্বর্তীকালীন স্পিকার হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে রিপাবলিকান দলের আরেক আইনপ্রণেতা প্যাট্রিক ম্যাকহেনরিকে। এদিকে প্রতিনিধি পরিষদের পরবর্তী স্পিকার কে হচ্ছেন, তা এখনো পরিষ্কার নয়। সম্ভাব্য প্রার্থী হিসেবে তালিকায় নাম রয়েছে রিপাবলিকান নেতা স্টিভ স্ক্যালিস ও টম ইমারের নাম। তবে এ নিয়ে জনসম্মুখে তাঁরা আগ্রহ প্রকাশ করেননি।

স্পিকার পদ থেকে অপসারণের পরে এক সম্মেলনের বৈঠকে যাওয়ার পথে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ম্যাকার্থি বলেছিলেন যে তিনি "অসাধারণ" অনুভব করছেন৷

সংশ্লিষ্ট দুটি সূত্রের বরাত দিয়ে সিএনএন জানায়, ম্যাকার্থি সম্ভবত পুনরায় স্পিকারের জন্য প্রতিদ্বন্দ্বিতা করবেন না।

;

ইতালিতে ফ্লাইওভার থেকে চলন্ত বাস নিচে পড়ে নিহত ২১



আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

ইতালির ভেনিসে ফ্লাইওভার থেকে যাত্রীবাহী বাস নিচে পড়ে ২ জন শিশুসহ কমপক্ষে ২১ জনের মৃত্যু হয়েছে। এতে আরো অনেকে আহত হয়েছেন বলে জানিয়েছে বার্তা সংস্থা বিবিসি।

মঙ্গলবার (৩ অক্টোবর) রাতে শহরের মেস্ত্রে এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

বিবিসি জানায়, বাসটি ফ্লাইওভারের বাধা ভেদ করে মেস্ত্রে জেলার রেলপথের কাছে পড়ে যায়, যা একটি সেতুর মাধ্যমে ভেনিসের সঙ্গে সংযুক্ত।

এ ঘটনাকে 'বিশাল ট্র্যাজেডি' হিসেবে উল্লেখ করেছেন ভেনিসের মেয়র লুইগি ব্রুগনারো। টুইটারে এক বার্তায় তিনি বলেন, 'ভয়ংকর দৃশ্য অথচ কোনো শব্দ নেই!'

তিনি জানান, দুর্ঘটনার কারণ এখনও জানা যায়নি। উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে পৌঁছেছেন। হতাহতদের উদ্ধারে তারা কাজ চালিয়ে যাচ্ছেন।

আঞ্চলিক গভর্নর লুকা জাইয়া বলেছেন, নিহত ও আহতদের মধ্যে ইতালীয় ছাড়াও বিভিন্ন দেশের মানুষ রয়েছে।

ইতালির এই শহরটিতে বাংলাদেশীদের বসবাস থাকলেও এ ঘটনায় কোনো বাংলাদেশি আছে কিনা তা এখনো জানা যায়নি।

স্থানীয় ফায়ার সার্ভিসের প্রধান বলেছেন, নিহতদের মধ্যে ইউক্রেনীয় পর্যটকও রয়েছেন, অন্যদিকে ইতালীয় বার্তা সংস্থা আনসা জানিয়েছে, বাসে থাকা যাত্রীদের মধ্যে জার্মানরাও ছিল। দুর্ঘটনার কারণ এখনও জানা যায়নি এবং উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে কাজ চালিয়ে যাচ্ছেন।

এদিকে ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি বাস দুর্ঘটনায় নিহতদের প্রতি ‘গভীর শোক ও দুঃখ’ প্রকাশ করেছেন।

জানা যায়, স্থানীয় সময় রাত আনুমানিক ৭.৪৫ এর সময় পর্যটকদের নিয়ে ফেরার পথে বাসটি এ দুর্ঘটনার স্বীকার হয়।

 

 

;