ওড়িশায় দুই ট্রেনের সংঘর্ষে নিহত ৩০, আহত ১৭৯



আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম, ঢাকা
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

ভারতের ওড়িশায় একটি মালবাহী ট্রেনের সঙ্গে যাত্রীবাহী ট্রেনের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় অন্তত ৩০ জনের মৃত্যু হয়েছেন।

শনিবার (২ জুন) সন্ধ্যায় ওড়িশার বালাসোরে এই দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আহত ১৭৯ জনকে বালেশ্বরের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ভারতীয় গণমাধ্যম জানায়, শনিবার দুপুর ৩টা ১৫ মিনিটের দিকে শালিমার স্টেশন থেকে ছাড়ে ১২৮৪১ আপ করমণ্ডল এক্সপ্রেস। পশ্চিম মেদিনীপুরের খড়্গপুর স্টেশন ছাড়ে বিকেল সোয়া ৫টায়। সন্ধ্যা সাড়ে ৬টা নাগাদ ট্রেনটি পৌঁছায় বালেশ্বরে। কাছেই বাহানগা বাজারের কাছে দুর্ঘটনার কবলে পড়ে ২৩ কামরার ট্রেনটি।

ভারতীয় রেল মন্ত্রণালয়ের মুখপাত্র অমিতাভ শর্মা এনডিটিভিকে বলেন, করমণ্ডল এক্সপ্রেস ট্রেনটি বাহানগা বাজারে বেঙ্গালুরু থেকে কলকাতাগামী একটি ট্রেনের লাইনচ্যুত বগিতে ধাক্কা দেয়।

ওড়িশা ফায়ার সার্ভিসের প্রধান সুধাংশু সারঙ্গি উদ্ধারকাজ তদারকি করছেন। বালেশ্বর ও আশপাশের মেডিকেল কলেজ ও হাসপাতালকে সতর্ক করা হয়েছে।

কেন্দ্রীয় ও রাজ্যের দুর্যোগ বাহিনী এনডিআরএফ শতাধিক কর্মী আটকে পড়া যাত্রীদের উদ্ধারে কাজ করছেন।

   

কানাডাকে কূটনীতিকের সংখ্যা কমাতে বলল ভারত



আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম, ঢাকা
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

ভারত থেকে কানাডার কূটনীতিকের সংখ্যা কমানো দরকার বলে মনে করছেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র অরিন্দম বাগচি।

বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে অরিন্দম বাগচি বলেন, ভারতের তুলনায় কানাডার দূতাবাসে কূটনীতিকের সংখ্যা অনেক বেশি। আমরা কানাডা সরকারকে কূটনৈতিক উপস্থিতিতে সমতা থাকা উচিত বলে জানিয়েছি । কানাডায় আমাদের কুটনীতিকদের তুলনায় তাদের সংখ্যা অনেক বেশি।

এদিকে, শিখ বিচ্ছিন্নতাবাদী নেতা হারদিপ সিং নিজ্জার হত্যার জেরে ভারত ও কানাডার মধ্যে চলমান দ্বন্দ্ব পৌঁছছে চরমে। বৃহস্পতিবার চলমান দ্বন্দ্বের জেরে কানাডার নাগরিকদের জন্য ভিসা পরিষেবা স্থগিত করেছে ভারত। এ প্রসঙ্গে অরিন্দম বাগচি বলেন, ইতিমধ্যেই যাদের ভিসা রয়েছে তারা ভারতে আসা- যাওয়া করতে পারবেন। নতুন করে ভিসা দেওয়া স্থগিত রাখা হয়েছে বলে জানান তিনি।

কানাডার নাগরিকদের ভারতের ভিসা দেওয়া ও কূটনীতিকদের নিরাপত্তার বিষয়েও কথা বলেন তিনি। ভারতে বসবাসকারী কানাডার কূটনৈতিকদের নিরাপত্তা প্রসঙ্গে তিনি বলেন, বিদেশি কূটনীতিকদের নিরাপত্তা নিশ্চিত করবে ভারত। আশা করি কানাডায় আমাদের কূটনীতিকদের প্রতিও একই আচরণ করবে সে দেশের প্রশাসন।

কানাডায় বসবাসকারী ভারতীয় শিক্ষার্থীদের নিরাপত্তা নিয়ে মুখপাত্র বলেন, ইতিমধ্যেই তাদের জন্য বিশেষ সতর্কতা জারি করা হয়েছে। তারা কোনও সমস্যায় পড়লে ভারতীয় দূতাবাসে যোগাযোগ করতে পারেন। তবে ভারতীয়দের কানাডা ছাড়তে হতে পারে কিনা কিংবা তাদের উদ্বেগের কোনো কারণ আছে কিনা সে বিষয়ে তিনি কিছু বলেননি।

চলতি বছরের জুনে শিখ নেতা হত্যার জের ধরে ভারত-কানাডা সম্পর্কের বেহাল দশা চলমান। এই পরিস্থিতিতে ভারতে কানাডার অতিরিক্ত কুটনীতিক অবস্থান করার কথা বলছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়।

;

ফক্সের চেয়ারম্যন পদ ছাড়লেন রুপার্ট মারডক



আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম, ঢাকা
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

যুক্তরাষ্ট্রের অন্যতম বৃহৎ টেলিভিশন চ্যানেল ফক্স ও নিউজ করপোরেশনের চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করছেন মিডিয়া মোগল খ্যাত মার্কিন ধনকুবের রুপার্ট মারডক। তার বড় ছেলে লাচলান মারডক হবেন বিশাল এই সাম্রাজ্যের পরবর্তী চেয়ারম্যান।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়, গত বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) ফক্স নিউজের ওয়েবসাইটে প্রকাশিত মেইলে মারডক জানান, তিনি চেয়ারম্যানের দায়িত্ব ছেড়ে নিজেকে উভয় প্রতিষ্ঠানের ইমেরিটাস চেয়ারম্যান হিসেবে দেখতে চান। নিজ প্রতিষ্ঠানের কর্মকর্তা ও কর্মচারীদের উদ্দেশে লেখা মেইলটিতে মারডক আরও জানান, চেয়ারম্যানের দায়িত্ব এবার থেকে তার ছেলে লাচলান সামলাবেন।

লাচলান মারডক এক বিবৃতিতে ফক্স অ্যান্ড নিউজ করপোরেশনের বোর্ড অব ডিরেক্টরস, নেতৃত্বদানকারী দল এবং সমস্ত শেয়ারহোল্ডারের পক্ষ থেকে তার বাবাকে ৭০ বছরের অসাধারণ কর্মজীবনের জন্য অভিনন্দন জানিয়েছেন।

ফক্স বর্তমানে যুক্তরাষ্ট্রের অন্যতম বৃহৎ টেলিভিশন চ্যানেল। ১৯৬৬ সালে ফক্স নিউজ প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে ফক্স এবং নিউজ করপোরেশনের অধীনেই একাধিক সংবাদমাধ্যম পরিচালিত হয়ে আসছে। বর্তমানে এর আওতায় রুপার্ট মারডক পাঁচটি দেশের মোট ১২০টি সংবাদপত্রের মালিক। যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম নিউইয়র্ক পোস্ট, ফক্স নিউজ ও ওয়াল স্ট্রিট জার্নাল এবং যুক্তরাজ্যের দ্য সান ও দ্য টাইমসের মালিক রুপার্ট মারডক। বহুদিন ধরেই এ দুই প্রতিষ্ঠানের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন মারডক।

মাত্র ২১ বছর বয়সে ছোট পারিবারিক সংবাদসংস্থা নিউজ করপোরেশনের দায়িত্ব নিয়েছিলেন তিনি। প্রথমে নিজ দেশ অস্ট্রেলিয়া এবং পরে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যে একাধিক সংস্থাকে কিনে নিয়ে সাম্রাজ্য বিস্তার করেন তিনি। দীর্ঘ সময়ের পরিক্রমায় ছোট নিউজ করপোরেশনকে তিনি পৌঁছে দিয়েছেন ১৩ দশমিক ৫০ বিলিয়নের (১,৩৫০ কোটি মার্কিন ডলার) মূলধনবিশিষ্ট পৃথিবীর সবচেয়ে শক্তিশালী ও রক্ষণশীল সংস্থাতে।

;

ইউক্রেনকে অ্যাব্রামস ট্যাংকসহ ১৩ কোটি ডলারের সামরিক সহায়তায় বাইডেনের



আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম, ঢাকা
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

ইউক্রেনকে আবারও সামরিক সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। এবার দেশটিকে আব্রামস ট্যাংকসহ প্রায় ১৩ কোটি ডলারের সামরিক সহায়তায় দেওয়া হবে।

বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) ওয়াশিংটন সফররত ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি সফরের সময় তিনি এই ঘোষণা দিয়েছেন বলে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার প্রতিবেদন থেকে জানা গেছে।

এ প্রসঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে বাইডেন বলেন, আগামী সপ্তাহেই ইউক্রেনে প্রথম আব্রামস ট্যাংক পৌঁছাবে। বাইডেন জানান, তিনি ইউক্রেনের জন্য আরও নতুন সহায়তা প্যাকেজের প্রস্তাব করা হয়েছে। এই সহায়তা প্যাকেজের মধ্যে রয়েছে—আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, হিমার্স রকেটের গোলা, অ্যান্টি ট্যাংক অস্ত্র এবং অন্যান্য গোলাবারুদ।

তবে কিয়েভ বারবার যুক্তরাষ্ট্রের কাছে অনুরোধ করলেও ওয়াশিংটন এবারও দীর্ঘ পাল্লার এটিএসিএমএস ক্ষেপণাস্ত্র সরবরাহ করেনি বা এ বিষয়ে কোনো প্রতিশ্রুতিও দেয়নি।

যৌথ সংবাদ সম্মেলনে জেলেনস্কি অনবরত সাহায্য দিতে থাকায় যুক্তরাষ্ট্রের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। এ সময় তিনি দাবি করেন, ওয়াশিংটনের সঙ্গে তাঁর আলোচনা দৃঢ় এবং ফলপ্রসূ হয়েছে।

ইউক্রেন যুদ্ধ যুক্তরাষ্ট্রের সহায়তার কথা উল্লেখ করে যুক্তরাষ্ট্রকে ধন্যবাদ জানান জেলেনস্কি। তিনি বলেন, ‘এই ৫৭৫ দিন ধরে আমাদের সঙ্গে, আমাদের সাধারণ জনগণের পাশে থাকার জন্য আপনাদের ধন্যবাদ।

সামরিক সহায়তা প্রসঙ্গে তিনি বলেন, ‘ঠিক এই সহায়তাই আমাদের সৈন্যদের প্রয়োজন ছিল। এই সহায়তা প্যাকেজকে খুবই শক্তিশালী সহায়তা প্যাকেজ হিসেবে উল্লেখ করেছেন তিনি।

২০২২ এর ২৪ ফেব্রুয়ারি রাশিয়া-ইউক্রেন আক্রমণ শুরু হওয়ার পর দুইবার ওয়াশিংটন সফর করলেন জেলেনস্কি। তবে এই সফরে জেলেনস্কি মার্কিন কংগ্রেসে রিপাবলিকানদের বাধার মুখে পড়েন।বিরোধী দল রিপাবলিকান পার্টি ইউক্রেনকে খুব বেশি আর্থিক সহায়তা দিতে ইচ্ছুক নয়।

;

মালয়েশিয়ায় মৃত্যুদণ্ড থেকে রেহাই পেলেন বাংলাদেশি



স্পেশাল করেসপন্ডেন্ট, সাউথ-ইস্ট এশিয়া
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

মালয়েশিয়ায় অপরাধের শাস্তি হিসেবে মৃত্যুদণ্ড থেকে রেহাই পেলেন একজন বাংলাদেশি। ৯ কেজি মেথাফেটামিন মাদক বহনের দায়ে তারা কারাবন্দী ছিলেন ২০১৬ সাল থেকে। মালয়েশিয়ার আপিল বিভাগ তাদের শাস্তি কমিয়ে ১৫ বছরের কারাদণ্ড এবং ১০ বেত্রাঘাত নির্ধারণ করেছেন।

২৮ বছর বয়সী বাংলাদেশি আশরাফুল আলম ছাড়াও এই মামলায় অপরাধী হিসেবে সাজাপ্রাপ্তরা হচ্ছেন ভারতীয় নাগরিক আরিভাঝাগান মুরুগেসান (৫০) এবং মালয়েশিয়ান নাগরিক কে. দিনাকারান (৫০)।

আদালত জানিয়েছেন, এই শাস্তি তাদের গ্রেফতার হওয়ার দিন ২০১৬ সালের ১৩ আগস্ট থেকে কার্যকর হবে।

এর আগে উচ্চ আদালতে তাদের অপরাধের রায় মৃত্যুদণ্ড দেয়া হলে অপরাধীরা আপিল বিভাগে তাদের শাস্তি কমানোর জন্য আবেদন করেন। আপিল বিভাগের বিচারক দাতুক হাধারিয়াহ সৈয়দ ইসমাইল, দাতুক আজমান আব্দুল্লাহ এবং দাতুক এস.এম. কোমাথি সুপ্পিয়াহ শাস্তি কমিয়ে আনার এই রায় প্রদান করেন।

আদালতের সিদ্ধান্ত প্রদানের সময়, বিচারপতি হাধারিয়া বলেন, তিনজনের বিরুদ্ধে আনিত অভিযোগটিতে ত্রুটি রয়েছে। মামলায় বলা হয়েছে তারা মাদক পাচার করার সঙ্গে জড়িত ছিল। তবে আসলে তারা উৎপাদন করতো এগুলো।

তিনি বলেন, হাইকোর্টের বিচারক প্রসিকিউশনের মামলার শেষে অভিযুক্ত ব্যক্তিদের তাদের আত্মপক্ষ সমর্থনের যথাযথ সুযোগ দেননি এবং তাদের সুরক্ষা প্রদানেরও যথাযথ পদক্ষেপগুলো আমল করা হয়নি।

বিচারক হাধারিয়াহ আরো বলেন, মাদকের মামলায় তাদের শাস্তি কমিয়ে আনতে ব্যবস্থা নিয়েছেন আদালত।

২০১৬ সালে দিনাকারন একজন নিম্নজীবি মানুষ, আশরাফুল তখন শিক্ষার্থী ছিলেন এবং আরিভাঝাগান একজন দিনমজুর। তারা ইতিমধ্যেই তাদের অপরাধ স্বীকার করেছেন।

২০১৬ সালের আগস্টের ১৩ তারিখে সেলানগরের আমপাং এলাকার জালান -৩ এ ৯ কেজি ১৮০ গ্রাম মেথামফেটামিন মাদকসহ আটক করা হয় তাদের। ২০১৯ সালে অভিযোগ প্রমানিত হলে তাদের শাস্তি প্রদান করেন আদালত।

তিন অপরাধীর আইনজীবি আফিফুদ্দিন আহমেদ হাফিফি আদালতের কাছে সাজা কমিয়ে ১০ থেকে ১৫ বছরের মধ্যে নিয়ে আসার আবেদন জানিয়েছিলেন।

;