পদত্যাগ করলেন মার্কিন সিনেট কমিটির চেয়ারম্যান মেনেনডেজ
পদত্যাগ করলেন যুক্তরাষ্ট্রের সিনেট কমিটি প্রধান বব মেনেনডেজ
ঘুষ গ্রহণের বিষয়ে তদন্ত শুরুর পর যুক্তরাষ্ট্রের কংগ্রেসের উচ্চকক্ষ সিনেটের বৈদেশিক সম্পর্কবিষয়ক কমিটির চেয়ারম্যান বব মেনেনডেজ অস্থায়ীভাবে পদত্যাগ করেছেন।
শনিবার (২৩ সেপ্টেম্বর) দ্য গার্ডিয়ান থেকে প্রকাশিত এক প্রতিবেদন থেকে এসব তথ্য জানা যায়।
তবে সিনেট কমিটির প্রধানের পদ ছাড়লেও সিনেটর পদ থেকে পদত্যাগ করবেন না বলে জানান তিনি।
ঘুষ গ্রহণের অভিযোগ এনে তার বিরুদ্ধে গতকাল (২২ সেপ্টেম্বর) তদন্ত শুরুর পর বব মেনেনডেজ আজ এই সিদ্ধান্ত নেন। এর আগে যুক্তরাষ্ট্রের ক্ষমতাসীন ডেমোক্র্যাটিক পার্টির নেতা মেনেনডেজ ও তার স্ত্রীর বিরুদ্ধে ঘুষ নেয়ার অভিযোগ উঠলে নিজ অঙ্গরাজ্যের ডেমোক্র্যাট নেতাদের মধ্য থেকেই পদত্যাগের দাবি উঠে। তাঁদের বিরুদ্ধে অভিযোগ উঠলেও অস্বীকার করেন এই দম্পতি।
এর আগে, গত শুক্রবার (২২ সেপ্টেম্বর) রবার্ট মেনেনডেজ দুর্নীতিতে অভিযুক্ত হয়েছেন বলে ঘোষণা দিয়েছিল যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ। নিউ জার্সির তিন ব্যবসায়ীর সঙ্গে অসৎ সম্পর্ক তৈরির মাধ্যমে তাদের কাছ থেকে ঘুষ নিয়েছেন বলে মেনেনডেজ ও তার স্ত্রী নাদাইন মেনেনডেজের বিরুদ্ধে অভিযোগ করা হয়েছিল।
সিনেট নেতা চাক শুমার শুক্রবার (২২ সেপ্টেম্বর) বলেন, মেনেনডেজ অভিযোগের বিষয়টি থেকে সমাধান না পাওয়া পর্যন্ত সিনেটের পররাষ্ট্র কমিটির চেয়ারম্যান পদ থেকে সরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।
উল্লেখ্য, বব মেনেনডেজ ২০০৬ সাল থেকে সিনেট প্রধানের দায়িত্ব পালন করে আসছেন। এর আগে, ২০১৫ সালে ফ্লোরিডার এক ডাক্তারের কাছ থেকে ঘুষ নেয়ার অভিযোগে পদত্যাগ করেছিলেন তিনি।